আঙ্গুলের চিপায় ঘা হলে কি করবেন। সহজে শিখে নিন।
সাধারনতঃ গ্রীষ্মকালে অনেকের পায়ের আঙ্গুলের চিপায় ঘা হয়। প্রথম দিকে সাদা হয়ে দেখা দিলেও, পরে তা ইনফেকশন হয়ে কালচে রং ধারন করে। এবং আস্তে আস্তে সবগুলো আঙ্গুলে ছড়িয়ে পড়ে। এক পা থেকে অন্য পা ও হাতেও ছড়ায়। এটাকে টিনিয়া পেডিসও বলা হয়। এই রোগ ছোয়াচে ও সংক্রমনজনিত রোগ। চিকিৎসা না করালে পরবর্তীতে আঙ্গুল নস্ট হয়ে যেতে পারে।
আঙ্গুলে ঘা হওয়ার কারন :
- স্যাত স্যাতে পরিবেশে খালি পায়ে হাটা।
- খুব বেশী সময় যারা পানিতে থাকে, তাদের পায়ে ছত্রাক সৃস্টির মাধ্যমে আঙ্গুলের চিপায় ঘা হতে পারে।
- বেশী সময় মোজা ব্যাবহার বা না ধুয়ে বেশীদিন ধরে মোজার ব্যাবহার থেকেও হতে পারে।
- কাদায় খালি পায়ে কাজ করা বা হাটাহাটি থেকেও হতে পারে।
- টাইট জুতা পরিধান করলে, এবং পা ঘামলে এ থেকে ঘা হতে পারে।
- ডায়বেটিস রোগীদের জন্য একটু বেশী ঝুকি থাকে, নখ দিয়ে চুলাকলেও ঘা হতে পারে।
ঘা হলে কি করবেন :
প্রথমতঃ পায়ের আঙ্গুলের চিপা সবসময় পরিস্কার রাখবেন। ভিজা পা, শুকনো তোয়ালে বা কাপড় দিয়ে মুছে নিবেন। নখ দিয়ে চুলকাবেননা। কারন এতে শরীরের অন্য স্থানে ছড়াতে পারে। অন্য লোকের জুতা পরবেননা। মোজা পরার অভ্যাস থাকলে, প্রতিদিন ধুয়ে রাখবেন। গোসলের সময় হাতের আঙ্গুলের ডগায় কাপড় আটকিয়ে, ভাল করে ঘষে ধুবেন।
আঙ্গুলের ঘা’র ঘরোয়া চিকিৎসা :
আঙ্গুলের চিপায় ঘা হলে, প্রথমদিকে ঘরোয়া চিকিৎসা নিলে সেরে যায়। এর জন্য কচি পেয়ারা পাতা নিয়ে তা বেটে নিতে হবে। বাটা পেয়ারা পাতা রাত্রে আঙ্গুলের ফাকে প্রলেপ দিয়ে রাখবেন। পরে তা ভালভাবে পরিস্কার করে শুকিয়ে নিবেন। এবং সামান্য হ্যান্ডিরাব দিয়ে রাখবেন। এভাবে ২-৩ দিন করলে ঘা ভাল হয়ে যাবে।
এতেও যদি আশানুরুপ ফল পাওয়া না যায়। তাহলে পভিডন আয়োডিন লোশন ব্যাবহার করতে পারেন। রোজ সকালে ও রাতে সামান্য লোশন আঙ্গুলের চিপায় লাগাবেন। ২-৩ দিন ব্যাবহার করলেই ঘা ভাল হওয়ার কথা।
এতেও যদি কাজ না হয়, তাহলে একজন ডার্মাটোলজিস্ট স্পেশালিস্ট ডাক্তার দেখাতে হবে। ফাঙ্গাল বিরোধী ঔষধ সেবন করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী।
রোগবালাই ডটকম আপনাকে সবসময় সতর্ক ও সচেতন করার প্রচেস্টায় কাজ করে যাচ্ছে। আপনিও যখন একটু অবসর পাবেন। লেখাগুলো পড়তে আসবেন। কারন আমাদের আয়োজন শুধু আপনাদের জন্যই। সাধারন মানুষের অবহেলা দেখে, বা অপচিকিৎসা গ্রহনকরা দেখে বিষ্মিত হয়ে এই উদ্যোগ নেয়া। rugbalai ইউটিউবেও বেশ আয়োজন নিয়ে আসছি। আশাকরি সাথে থাকবেন।