ঔষধ পরিচিতি

ডমপেরিডনের কাজ কি | ডমপেরিডন গ্রুপের ঔষধগুলো

ডমপেরিডন সম্পর্কে কিছু জেনে রাখা দরকার। ডমপেরিডন হলো- গ্যাস্ট্রো প্রকাইনেটিক জাতীয় ঔষধ। সাধারন রোগীর ধারনা এটি শুধু বমির ঔষধ। আজকে ডমপেরিডন সম্পর্কে কিছু ধারনা দেয়ার চেস্টা করবো।

বমি ভাব দূর করে ডমপেরিডন

বমি ভাব দূর করতে কাজ করে ডমপেরিডন, এটা প্রায় সকলেই জানি। পেটের উপরিভাগে গ্যাস্টিকজনিত ব্যাথায়ও ডমপেরিডনের ভুমিকা রয়েছে।

হজম প্রক্রিয়ায় ডমপেরিডন

যাদের হজমে দূর্বলতা আছে, যার সহজে কোন খাদ্য হজম হতে চায়না, বা পেট ভরা মনে হয়, তাদের জন্য ডমপেরিডন খুব কাজে আসবে। এটি খাবারে রুচি বৃদ্ধিতেও কার্যকর। নির্দিস্ট মেয়াদে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছুদিন কন্টিনিও করলে খাবারের অরুচি দূর হয়।

বুকের দুধ বাড়াতে ডমপেরিডন

বুকের দুধ বাড়াতে আজকাল অনেক ডাক্তারই প্রসূতি মায়েদেরকে Domperidon প্রেসক্রিপশন করতেছেন। যদিও এই প্রক্রিয়াটি ডমপেরিডনের সাইড এফেক্ট হিসাবে ধরার কথা। যে সকল মায়েরা শিশুকে দুধ খাওয়াতে পারছেননা, অর্থাৎ যাদের বুকে দুধ আসতেছেনা, তারা ডমপেরিডন রোজ তিন বার খেতে পারেন। বুকের দুধ বৃদ্ধি পাবে।

ডমপেরিডন বেশি খেলে কি হয়

সামান্য বমির ভাব, খাবারে অরুচি হলেই ফার্মেসী ওয়ালা ধরিয়ে দেন আপনার হাতে বমি, গ্যাস ও অরুচির জন্য Domperidon গ্রুপের কিছু ঔষধ। আমাদের দেহে ( নারী পুরুষ উভয়ই) Prolactin নামের একটি হরমোন যেটা নিঃসৃত হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকে।

যদি এর মাত্রা বেশি হয়ে যায় তখন এটি GnRH এর কাজকে ব্যাহত করে ফলশ্রুতিতে FSH & LH কম নিঃসৃত হয়। FSH কমে গেলে ওভারিয়ান ফলিকল পরিপূর্ণ ভাবে তৈরি হতে পারে না যার ফলে ওভুলেশন হয় না । সৃষ্টি করে বন্ধ্যাত্ব

অতিরিক্ত মাত্রায় PROLACTIN বেড়ে গেলে এটা ESTROGEN এবং TESTOSTERONE এর মাত্রা কমায় দিয়ে একটা পুরুষকে তার পুরুষালি বৈশিষ্ট্য এবং একটা মেয়েকে তার মেয়েলি বৈশিষ্ট্য কমিয়ে দিয়ে অনাকাঙ্ক্ষিত সমস্যা তৈরি করে। এই Dompiridon দেহে প্রোলাক্যাটিন লেভেল বাড়িয়ে দেয়।

ইভেন ম্যামারী গ্ল্যান্ড থেকে ব্রেস্ট মিল্ক ও সিক্রেইশন করে। অবিবাহিত মেয়েদের বুকে দুধ চলে আসে, যা নিয়া পরিবারে অনেক ঝামেলায় পড়তে হয় মেয়েদের। অনেকেই জানেন, প্রসুতি মায়েদের বুকের দুধ বৃদ্ধির জন্য, অনেক ডাক্তার Domperidon সাজেস্ট করেন। কারন ডমপেরিডনের একটা সাইডএফেক্ট হচ্ছে – বুকের দুধ বৃদ্ধি করা। সঠিক নিয়মে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেলে তেমন সমস্যা হয়না।

ডমপেরিডন গ্রুপের কিছু ঔষধ

বাজারে অনেক কোম্পানীর ঔষধ আছে, এর মধ্যে কয়েকটি নামীদামী কোম্পানী ও কার্যকারীতা ভাল, এমন কয়েকটি ঔষধের নাম জানাচ্ছি – ওমিডন, ডিফ্লাক্স, ভেইব, মটিগাট, ডন-এ, ডমিরেন, ডমিলিন, ডিগাট, ইত্যাদি।
সতর্কতা – ডাক্তারের পরামর্শ ছাড়া, যখন তখন যে কোন ঔষধ সেবন করা থেকে বিরত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X