ঔষধ পরিচিতি

Alcet 5mg Tablet কিসের ঔষধ | খাওয়ার নিয়মসহ বিস্তারিত

Alcet 5 mg Tablet বা ওরাল সল্যুশন – এ রয়েছে লিভোসেটিরিজিন ডাইহাইড্রোক্লোরাইড । লিভোসেটিরিজিন হচ্ছে সেটিরিজিনের সক্রিয় ( লিভো ) আইসোমার । এটি একটি নতুন , খুবই কার্যকরী এবং সুসহনীয় নন – সিডেটিং এন্টিহিস্টামিন , যার শক্তিশালী এন্টিএলার্জিক কর্মক্ষমতা রয়েছে । আর এইচ1 – রিসেপ্টরের সাথে যুক্ত হবার ক্ষমতা সেটিরিজিনের চেয়ে দ্বিগুণ । লিডোসেটিরিজিনের কর্মক্ষমতা দ্রুত ও দীর্ঘস্থায়ী , তাই দিনে একবার সেবন করলেই চলে ।

Alcet tablet এর কাজ কি

Alcet Tablet – এলার্জিক অবস্থা যেমন , সিজনাল এলার্জিক রাইনাইটিস , পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস ও ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিক্যারিয়ার উপসর্গসমূহ নিরাময়ে কাজ করে।

Alcet 5mg Tablet খাওয়ার নিয়ম

Alcet Tablet পূর্ণবয়স্ক এবং ১২ বছরের অধিক বয়স্ক শিশু প্রতিদিন ৫ মি.গ্রা . ( ২ চা চামচ অথবা ১০ মি.লি. অ্যালসেট ওরাল সল্যুশন ) । ৬ থেকে ১১ বছর বয়স্ক শিশু , প্রতিদিন ২.৫ মি.গ্রা . ( ১ চা চামচ অথবা ৫ মি.লি. অ্যালসেট ওরাল সল্যুশন ) ।

৬ মাস থেকে ৫ বছর বয়স্ক শিশু প্রতিদিন ১.২৫ মি.গ্রা . ( অর্ধেক চা চামচ অথবা ২.৫ মি.লি. অ্যালসেট ওরাল সল্যুশন ) ।

অ্যালসেট ট্যাবলেট

যে সকল রোগীর বৃক্কের অসমকার্যকারিতা রয়েছেঃ মৃদু ধরনের বৃক্কের অসমকার্যকারিতায় ( ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স সিএল সিআর = ৫০ – ৮০ মি.লি. / মিনিট ) নির্দেশিত মাত্রা হচ্ছে ২.৫ মি.গ্রা . লিভোসেটিরিজিন ডাইহাইড্রোক্লোরাইড দিনে ১ বার ।

মাঝারি ধরণের বৃক্কের অসমকার্যকারিতায় ( সিএল সিআর = ৩০-৫০ মি.লি. / মিনিট ) নির্দেশিত মাত্রা হচ্ছে ২.৫ মি.গ্রা . লিভোসেটিরিজিন ডাইহাইড্রোক্লোরাইড দুই দিনে একবার ।

মারাত্মক ধরণের বৃক্ষের অসমকার্যকারিতায় ( সিএল সিআর = ১০-৩০ মি.লি. / মিনিট ) নির্দেশিত মাত্রা হচ্ছে ২.৫ মি.গ্রা . লিভোর্সেটিরিজিন ডাইহাইড্রোক্লোরাইড সপ্তাহে ২ বার ।

যে সকল রোগীর শেষ পর্যায়ের বৃক্কীয় সমস্যা ( সিএল সিআর < ১০ মি.লি. / মিনিট ) রয়েছে এবং হিমোডায়ালাইসিস চিকিৎসা নিচ্ছে তাদের লিভোসেটিরিজিন দেয়া উচিত নয় ।

Alcet Tablet এর পার্শ্ব প্রতিক্রিয়া:

Alcet Tablet বা লিভোসেটিরিজিন সুসহনীয়। তবে বিরলক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন- মাথাব্যথা , মুখগহ্বরের শুষ্কতা , অবসাদ ও চর্ম র্যাশ দেখা গেছে ।

প্রতি নির্দেশনা – যে সকল রোগী এই ওষুধ বা এর যে কোন একটি উপাদানের প্রতি অতি সংবেদনশীল , তাদের ক্ষেত্রে অ্যালসেট ” প্রতিনির্দেশিত ।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে Alcet Tablet

Alcet Tablet – প্রেগন্যান্সি ক্যাটাগরি – বি USFDA এর অনুমোদন রয়েছে । গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি । কারণ মানুষের ক্ষেত্রে প্রাণীর প্রজননের তথ্য সব সময় অনুমান নির্ভর নয় , তাই ভ্রুণের ক্ষতির চেয়ে মায়ের উপকার বেশী বিবেচিত হলে সতর্কতার সাথে গর্ভাবস্থায় লিভোসেটিরিজিন ব্যবহার করা উচিত ।

আরও পড়ুন – Avolac Syrup কিসের ঔষধ

যেহেতু লিভোসেটিরিজিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে লিভোসেটিরিজিন নির্দেশিত নয় ।

এ্যালসেট ট্যাবলেট

বয়স্কদের ক্ষেত্রে ক্লিনিক্যাল গবেষণায় প্রতিটি অনুমোদিত লক্ষণের ক্ষেত্রে ৬৫ বছর বয়স্ক এবং তার অধিক বয়সের রোগীদের সংখ্যা পর্যাপ্ত পরিমাণে অন্তর্ভূক্ত করা হয়নি যার দ্বারা নির্ধারিত হয় যে তারা প্রাপ্ত বয়স্কদের থেকে ভিন্ন ভাবে প্রতিক্রিয়া প্রদর্শন করবে কিনা । শুধুমাত্র যকৃতে অসমকার্যকারিতার ক্ষেত্রে মাত্রা পূন : নির্ধারনের প্রয়োজন নেই ।

আরও পড়ুন – চুল পড়ার কারন ও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কি

শিশুদের ক্ষেত্রে ১৮ বছর বয়স এবং তার অধিক বয়সের কার্যক্ষমতা ভিত্তিক বহিপাতনের উপর ভিত্তি করে , ৬ মাস বয়স থেকে ১৭ বছর বয়সের রোগীদের ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিক্যারিয়ার সহজ ত্বক উদ্ভাস উপসর্গের চিকিৎসায় মাত্রা নির্দেশিত হয়ে থাকে ।

Alcet Tablet এর ড্রাগ ইন্টারাকশন

ক্লিনিক্যালি গুরুত্বপূর্ণ ড্রাগ ইন্টার্যাকশনের কোন তথ্য পাওয়া যায়নি । মাত্রাধিক্য – মাত্রাধিক্যের ক্ষেত্রে ক্লিনিক্যাল সম্পর্কযুক্ত কোন বিরূপ প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি । তথাপি , মাত্রাধিক্যের ক্ষেত্রে সিম্পটোমেটিক ও সহযোগীমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত ।

আরও পড়ুন – Etorix 120 Tablet কি কাজ করে

লিভোসেটিরিজিন গ্রুপের Alcet Tablet টিই সবচেয়ে বেশী বিক্রয় হয়ে থাকে। অন্যান্য ব্রান্ডের ঔষধ ডাক্তাররা তেমন লিখেননা। তবে আমার জানামতে এ্যালকো ল্যাব এর Livocet Tablet টিও চমৎকার কাজ করে। এই দূটি টয়াবলেট ছাড়া তেমন কোন লিভোসেটিরিজিন ডাক্তাররা কখনও লিখতে দেখিনি। তাই অন্যান্য ব্র্যান্ড এর ঔষধের নাম লিখলামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X