ছুলি দূর করার উপায় | চর্মরোগ থেকে মুক্তি পাবেন
ছুলি দূর করার উপায়! ছুলি হল এক ধরণের চর্মরোগ। ছুলিকে ইংরেজিতে বলা হয় “আর্টিকারিয়া”। “আর্টিকারিয়া” শব্দটি ল্যাটিন শব্দ ‘আর্টিকা’ থেকে এসেছে যার অর্থ পুড়ে যাওয়া বা ভষ্মিত হওয়া। ছুলি হলে ত্বকের উপর ফ্যাকাসে লাল বা বাদামী রংয়ের ছোট ছোট ফুঁসকুড়ির মতো ছাপ বা দাগ তৈরি হয়।
ছুলি হলে কোন কোন সময় ত্বকে জ্বালা বা চুলকানির মতো অস্বস্তিকর হতে পারে। মুখে, হাতে, কাঁধে বা পিঠের ত্বকে মেলানিনের পরিমাণ বেড়ে গিয়ে ছুলি সৃষ্টি হয়। চিকিৎসায় ছুলি নিরাময় সম্ভব। তবে এর চিকিৎসা বেশ ব্যায়বহুল।
তবে দুইটি উপাদানকে কাজে লাগিয়েও ছুলির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এই উপায়গুলি অত্যন্ত কার্যকরী! আসুন ছুলি নিরাময়ের অব্যর্থ ঘরোয়া উপায়গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
অনেকে হাইপো, সোহাগা, ফিটকিরিসহ অনেক উপাদান ব্যাবহার করেছেন। বাজারেও অনেক ক্রীম পাওয়া যায়, যা কিছুদিন ব্যাবহার করলে চলে যায়, আবার কিছুদিন পর স্বরুপে ফিরে আসে।
ছুলি হলে তার প্রতিকার
যেকোন ঔষধের দোকানে গিয়ে, রিবোফ্লাভিন গ্রুপের ২-৩ পাতা রিবোসন নিয়ে আসবেন। এবং বাজার থেকে কয়েকটি কাগজি লেবু কিনতে হবে।
এবার, আপনার ত্বকে যদি খুব বেশী পরিমান না হয়, তাহলে ৪-৬ টা বিরোসনকে পাউডার করে নিবেন। তাতে ২-৩ চামচ ( দুই তিন চা চামচ) লেবুর রস নিবেন। একটা চায়ের কাপে এগুলোর সংমিশ্রন তৈরী করে, তা আক্রান্ত স্থানে মালিশ করবেন।
কারো কারো সারা শরীরেই ছউদ দেখা যায়। সেক্ষেত্রে একটু বেশী করে মিশ্রন তৈরী করতে হবে। সেজন্য প্রতি ২ টি রিবোফ্লাভিনের সাথে ১ চা চামচ লেবুর রস মেশাবেন। এবার যদি ৮ চা চামচ লেবুর রস হয়, তাহলে ১৫-১৬ টা রিবোফ্লাভিন নিবেন। এভাবে মিশ্রন তৈরী করবেন।
ছুলির জন্য ব্যাবহার :
সকালে এবং বিকালে দিনে ২ বার ব্যবহার করবেন, ৪-৫ দিন ব্যাবহার করলে, দেখবেন আপনার ত্বক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। আরও কয়েকদিন ব্যাবহার করে নিলে, একেবারে স্বাভাবিক ত্বকে পরিনত হবে। তবে লেবুর রস সহ রিবোফ্লাভিনের মিশ্রন ৩ ঘন্টার বেশী সংরক্ষন করা উচিত নয়। কারন, লেবুর রস বেশী সময় স্বাভাবিক তাপ মাত্রায় থাকলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এতে নতুন করে ফাঙ্গালের সৃস্টি হয়ে, অন্য কোন ফাঙ্গালজনিত রোগে আক্রান্ত হতে পারেন।
ছউদ নিয়ে মন্তব্য
রোগবালাই ডটকম সবসময় আপনাকে সুস্থ ও নিরাপদ দেখতে চায়। আমাদের অন্যান্য পোস্ট পড়তে অসুবিদা হলে, আমাদের সাথে যোগাযোগ করবেন। কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। তথ্যে কোন ভুল থাকলেও জানাতে পারেন কোন কমেন্ট বক্সে। উপকৃত হলে শেয়ার করে, অন্যকে জানানোর আহ্বান রইল।