ডকোপা ২০০ ট্যাবলেট কিসের ঔষধ | Doxofyline INN
ভক্সোফাইলিন একটি নতুন ধরনের জ্যানথিন সমূহ যার ৭ নাম্বারে ডাইঅক্সালেন গ্রুপ থাকার কারণে থিওফাইলিন থেকে ভিন্ন । থিওফাইলিনের মত এটিও ফসফোডাইএস্টারেজ এনজাইম কে বাধা প্রদান করে , কিন্তু ডক্সোফাইলিনের এডেনোসিন ৩১ ও ৩২ রিসেপ্টরের প্রতি আকর্ষণ কম বলে এটি অপেক্ষাকৃত নিরাপদ ।
ডকোপা ২০০ কি কি রোগের ঔষধ
ডক্সোফাইলিন ব্রঙ্কিয়াল এ্যাজমা , ফুসফুসের রোগ , স্প্যাস্টিক ব্রঙ্কিয়াল উপাদান এবং সিওপিডির চিকিৎসার জন্য নির্দেশিত ।
ডকোপা খাওয়ার নিয়ম কি
প্রাপ্ত বয়স্কঃ ৪০০ মি.গ্রা . ১ টি করে ট্যাবলেট দৈনিক ২/৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ
বয়স্ক রোগীঃ ২০০ মি.গ্রা . ১ টি করে ট্যাবলেট দৈনিক ২/৩ বা অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ।
১২ বছরের কম বয়সীদের ক্ষেত্রেঃ ৬-৯ মি.গ্রা . / কেজি ওজন অনুসারে দৈনিক ২ বার ।
ডক্সোফাইলিন খালি পেটে অথবা খাবারের সাথে নেওয়া যেতে পারে ।
Doxofyline এর প্রতিনির্দেশনাঃ
ডক্সোফাইলিন এর অন্য কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এর ব্যবহার নিষিদ্ধ ।
ডক্সোফাইলিন তীব্র মায়োকার্ডিয়াল ইনফার্কশন , নিম্ন রক্তচাপ , এরিদমিয়া , ডিওডেনাল আলসার , মৃগীরোগ এবং খিঁচুনি আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও ব্যবহার নিষিদ্ধ ।
ডক্সোফাইলি ব্যবহারে সাবধানতা ও সতর্কতাঃ
জ্যানখিন সমূহের অর্ধায়ু কিছু কারনে প্রভাবিত হয় । যেসব রোগী যকৃতের রোগ , কনজেস্টিভ হার্ট ফেইলিউর এবং যেসব রোগীরা অন্যান্য ওষুধ যেমন- ইরাইথ্রোমাইসিন , ট্রলিনডোমাইসিন , লিঙ্কোমাইসিন এবং একই গ্রুপের এন্টিবায়োটিক , এ্যালোপিউরিনল , সিমেটিডিন , প্রপ্রানোলল এবং এন্টি – ফ্লু – ভ্যাকসিন সেবন করে তাদের ক্ষেত্রে ডক্সোফাইলিন এর অর্ধায়ু বেড়ে যেতে পারে।
এই সকল ক্ষেত্রে কম মাত্রার ডক্সোফাইলিন এর প্রয়োজন হতে পারে । ফেনাইটইন , অন্যান্য এন্টিকভালসেন্ট এবং ধূমপান ডক্সোফাইলিন এর নির্গমন বাড়িয়ে গড় অর্ধায়ু কমিয়ে দিতে পারে , এসব ক্ষেত্রে অধিক মাত্রার উন্মোফাইলিন এর প্রয়োজন হতে পারে । যে সকল রোগী হাইপোক্সিমিয়া , হাইপারথাইরয়েডিজজ্ম , যকৃতের রোগ , মূত্রাশয় রোগ ও পেপটিক আলসারে আক্রান্ত এবং বয়স্কদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে ।
সাধারণত কনজেস্টিভ হার্ট ফেইলিউর রোগীদের ক্ষেত্রে ওষুধ বন্ধ করার পর সেরামে ওষুধের উচ্চ মাত্র লক্ষণীয় । পার্শ্ব প্রতিক্রিয়াঃ জ্যানথিন সেৱন বমি – বমি ভাব , এপিগ্যাসট্রিকের ব্যথা , সেফালাজিয়া , প্রদাহ , অনিদ্রা , হৃদস্পন্দনের অস্বাভাবিক বৃদ্ধি , হাইপারগ্লাইসিমিয়া এবং মূত্রে এ্যালবুমিনের উপস্থিতি দেখা দিতে পারে ।
গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে Docopa
গর্ভবর্তীদের ক্ষেত্রেঃ প্রাণী প্রজনন গবেষণায় দেখা গেছে , গর্ভাবস্থায় প্রাণীদের ভ্রুণের অথবা প্রজনন ক্ষমতার ক্ষতি করে না । যেহেতু গর্ভকালীন সময়ে এর ব্যবহারে সীমিত অভিজ্ঞতা রয়েছে , শুধুমাত্র একান্ত প্রয়োজন হলে জ্যানথিনসমূহ গর্ভবতী মায়েদের দেয়া যেতে পারে ।
স্তন্যদানকারীদের ক্ষেত্রেঃ ডক্সোফাইলিন এর ব্যবহার নিষিদ্ধ ।
শিশু এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহারঃ
শিশু এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডক্সোফাইলিন সতর্কতার সাথে ব্যবহার করা যেতে পারে ।
Doxofyline অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়াঃ
ডক্সোফাইলিন অন্যান্য জ্যানথিন সমূহ , পানীয় দ্রব্য ও ক্যাফেইন সমৃদ্ধ খাবারের সঙ্গে সেবন করা উচিত নয় । জ্যানথিনের সঙ্গে এফেড্রিন একত্রে ব্যবহারে টক্সিক মাত্রা বেড়ে যাওয়ার প্রমাণ রয়েছে । অন্যান্য জ্যানথিনের মত ট্রলিনডোমাইসিন , লিঙ্কোমাইসিন , ক্লিনডামাইসিন , এ্যালোি পউরিনল , সিমেটিডিন , প্রপ্রানোলল এবং এন্টি – ফু ভ্যাকসিন জ্যানথিনের হেপাটিক ক্লিয়ারেন্স হ্রাস করে রক্তে এর মাত্রা বাড়িয়ে দিতে পারে ।
Doxofyline অতিমাত্রা সেবনের কুফল
যদিও ডক্সোফাইলিন ব্যবহারে বড় ধরনের অনিয়মিত হৃদস্পন্দন দেখা যায়নি তারপরেও যেকোন ধরনের জ্যানথিনের মাত্রাতিরিক্ত ব্যবহারে এরিদমিয়ার ঝুঁকি থাকতে পারে । যদি সম্ভাব্য মাত্রার চেয়ে বেশি মাত্রায় ওষুধ সেবন করা হয় তবে রোগীর খিঁচুনি দেখা দিতে পারে । এসব উপসর্গগুলি ডক্সোফাইলিন এর বিষক্রিয়ার প্রাথমিক লক্ষণ ।
পার্শ্ব প্রতিক্রিয়ার কারনে চিকিৎসা প্রত্যাহার করতে হতে পারে । যেহেতু কোন নির্দিষ্ট এন্টিডোট নেই তাই উপসর্গ জনিত সমস্যা নিরাময়ের জন্য সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে । ডক্সোফাইলিন ট্যাবলেট ব্যবহারে কোন আসক্তি আসে না ।
Doxofyline গ্রুপের ঔষধ এর বিভিন্ন কোম্পানির বাজারজাতকৃত নাম
Trade Name | Company | mg |
Ascova | Lab Aid | 200/400mg |
Docopa | Aristopharma | 200/400 mg |
Doximar | ACI Ltd | 200/400 mg |
Doxiva | Npro JMI | 200/400 mg |
Doxobid | Delta Pharma | 200/400 mg |
Doxobron | Team Pharma | 200/400 mg |
Doxofil | Popular Pharma | 200/400 mg/ SR |
Doxoma | Drug Int | 200/400 mg , 5ml/100mg |
Doxorif | Sharif Pharma | 200/400mg , 5ml/100mg |
Doxoven | Beacon Pharma | 200/400 mg |
আরও পড়ুন – প্রিগাবালিন কিসের ঔষধ।
ক্লোট্রিমাজল ভ্যাজাইনাল ট্যাবলেট কেন ও কিভাবে ব্যবহার করবেন।