ঔষধ পরিচিতিস্বাস্থ্য টিপস

Fangidal HC কিসের ঔষধ ও এর উপকারিতা কি

ফানজিডাল এইচ সি কি রোগের মলম ( ক্রিম)

Fangidal HC ক্রীম মাইকোনাজল নাইট্রেট এবং হাইড্রোকর্টিসোন এর সংমিশ্রণে প্রস্তুত । মাইকোনাজল নাইট্রেট একটি ছত্রাক বিরোধী এজেন্ট যাহার এন্টিব্যাকটেরিয়াল গুনাগুনও বিদ্যমান । স্বল্প ঘনত্বে ইহা নাইট্রেট সাইটোক্রোম পি ৪৫০ এর সাথে ক্রিয়া করে আরগোষ্টেরল জৈব সংশ্লেষণের ডিমিথাইলেশন ধাপকে বাধা প্রদান করে । অধিক ঘনত্বে মাইকোনাজল মেমব্রেন লিপিড এর সাথে ক্রিয়া করে মেমব্রেন এর ক্ষতি সাধন করে কোষের উপাদানসমূহকে কোষের বাইরে নিয়ে আসে । হাইড্রোকর্টিসোন একটি প্রকৃতিজাত গ্লুকোকটিকয়েড যা এখন রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে প্রস্তুত করা হয় । ইহার প্রধান কাজ হল ত্বকের আঘাতজনিত প্রতিক্রিয়া কমিয়ে দেওয়া । ইহার ইমিউনোসাপ্রেসেন্ট এবং এন্ট্রি মাইটোটিক কার্যকারিতা ও রয়েছে ।

ফানজিডাল এইচ সি কি কাজ করে

প্রদাহজনিত ত্বকের চিকিৎসায় যেখানে সংবেদনশীল জীবাণু দ্বারা সংক্রমন এবং প্রদাহ যুগ্মভাবে অবস্থান করে যেমন- ইন্টারট্রিগো এবং সংক্রমিত একজিমা এর বাহ্যিক চিকিৎসায় ব্যবহার্য । শুষ্ক বা আর্দ্র একজিমার জন্য বা এটপিক একজিমা বা প্রাথমিক চুলকানি বা কন্টাক্ট অ্যালার্জিক একজিমা যা সেবরিক একজিমাসহ ব্রণ জাতীয় চর্মরোগে ব্যবহার্য । ইনফ্লেমেটরী ইন্টারট্রিগো , পেরিএনাল ও জেনিটাল চর্মরোগ জাতীয় ইন্টারটিজিনাস একজিমাতে ব্যবহার্য । ডার্মমেটোফাইটাস এবং প্যাথোজেনিক ইষ্ট ( ক্যানডিডা প্রজাতি ) জাতীয় জীবাণুগুলো মাইকোনাজলের প্রতি সংবেদনশীল । স্ট্রেপটোকক্কাস ও স্টেফাইলোকক্কাসের বিভিন্ন স্ট্রেইনসহ অনেক গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর ।

ফানজিডাল এইচ সি ব্যাবহারের নিয়ম :

সামান্য পরিমাণ ক্রীম ( প্রয়োজন অনুযায়ী ) ক্ষত স্থানে দুই বা তিনবার প্রয়োগ করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত চামড়ায় প্রবেশ না করে ততক্ষণ পর্যন্ত আঙ্গুল দিয়ে ভালভাবে মালিশ করতে হবে । নখের ক্ষতে ছিদ্রহীন ব্যান্ডেজ ব্যবহার করতে হবে ।

ফানজিডাল এইচ সি কে ব্যাবহার করতে পারবেনা :

ফানজিডাল এইচ সি ক্রীমের কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ইহার ব্যবহার নিষিদ্ধ । চামড়ার টিউবারকুলার অথবা ভাইরাস জনিত সংক্রমনে অথবা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট সংক্রমনে এই ক্রীম ব্যবহার করা যাবে না ।

মাইকোনাজল জাতীয় ক্রিম ব্যাবহারে সতর্কতা :

শরীরের ব্যাপক স্থান জুড়ে অথবা শিশুদের ন্যাপকিনসহ অন্যান্য ছিদ্রহীন ড্রেসিং ব্যান্ডেজ এর নীচে ব্যবহার করার সময় ইহা সাবধানে ব্যবহার করা উচিৎ । মুখের ব্যাপক স্থান জুড়ে এর ব্যবহার পরিহার করতে হবে । নবজাতকের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসা পরিহার করতে হবে ।

ফানজিডাল এইচ সির পার্শ্ব প্রতিক্রিয়া :

পার্শ্ব – প্রতিক্রিয়া বিরল । মাঝে মাঝে স্থানীয় সংবেনশীলতা দেখা দিতে পারে । বাহ্যিকভাবে ব্যাপক স্থান জুড়ে অতিরিক্ত কর্টিকোস্টেরয়েড ব্যবহার করলে পর্যাপ্ত পরিমাণ বিশোষিত হয়ে সিস্টেমিক কার্যকারিতা ঘটাতে পারে ।

অন্যান্য ওষুধের সাথে ক্রিয়া : এমফোটেরিসিন মাইকোনাজলের ক্রিয়াকে ব্যাহত করতে পারে ।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে : গর্ভবর্তী প্রাণীদের ক্ষেত্রে অধিক মাত্রায় কর্টিকোস্টেরয়েড ব্যবহার এর ফলে গর্ভস্থ ভ্রুণের স্বাভাবিক বৃদ্ধি ব্যহত হতে পারে । কাজেই প্রথম ও দ্বিতীয় ট্রাইমেস্টারে এর ব্যাপক ব্যবহার পরিহার করা উচিৎ ।

আরও পড়ুন – Indever 10 Tablet কিসের ঔষধ ও খাওয়ার নিয়ম

Sex Tablet For Men | সেক্স এর ট্যাবলেট

ম্যাক্সপ্রো মাপস কি কাজ করে | Mexpro Mups 20

প্রোবায়োটিক ক্যাপসুলের উপকারিতা ও খাওয়ার নিয়ম

Vectra Tablet ( ভেকট্রা ট্যাবলেট ) কি কাজ করে

নিউরো মেডিসিন ট্যাবলেট কি কাজ করে | নাম ও খাওয়ার নিয়ম

বেক্লো ১০ ট্যাবলেট কি কাজ করে ও খাওয়ার নিয়ম

সিনারন প্লাস ট্যাবলেট কি কাজ করে | Cinaron Plus Tablet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X