রোগ নির্নয়সাধারন জ্ঞানস্বাস্থ্য টিপসহোমিও

হার্নিয়া রোগ কি | কারন ও সঠিক চিকিৎসা!

পেটের নাড়ীভুরির একটি অংশ, পেরিটোনিয়ামসহ কুঁচকির ছিদ্রপথে বের হয়ে, চামড়ার নিচে অবস্থান করে। এটাই হার্নিয়া Hernia। একপ্রকার হার্নিয়া অন্ডকোষের অন্ড পর্যন্ত প্রসারিত হয়। চলাফেরা বা বসার সময় নেমে যায়। চিৎ হয়ে শুইলে পেটে ঢুকে যায়। ঢুকতে অসুবিদা হলে হার্নিয়ার স্থানটি ফুলে উঠে।

হার্নিয়ার কারন :

সাধারনতঃ হার্নিয়ার কারন হিসাবে ধরা হয়, আঘাত লাগা, অতিরিক্ত ভার বহন, জোরে হাঁচি বা কাশি। আবার খুব জোরে চিৎকার করলেও এ রোগ হতে পারে।
অতিরিক্ত পরিশ্রম, বা প্রস্রাব ও মলত্যাগের সময় জোরে জোরে কোঁথ দেয়ার অভ্যাস থাকলেও হার্নিয়া হতে পারে।

হার্নিয়ার লক্ষন :

হার্নিয়া আটকে গেলে, ঐ স্থানে প্রচন্ড ব্যথা হয়, এবং ফুলে উঠে।
জ্বর, হেঁচকি, পেট ফোলা ইত্যাদি লক্ষন প্রকাশ পায়।
নাড়ির গতি দ্রুত হয়।
বমি বমি ভাব বা বমিও হতে পারে।
কাশি দিলে দেখবেন, ঐ স্থানটি ফুলে উঠে।
তবে মুল লক্ষন, হার্নিয়ার স্থানটি ফুলে যাওয়া ও ব্যথা হওয়া।

হার্নিয়ার প্রকারভেদ :

  • যে হার্নিয়া সহজে পেটে প্রবেশ করে, তাকে Simple Hernia বলে।
  • যে Hernia সহজে পেটে প্রবেশ না করে, আটকে যায়, তাকে Obstructed Hernia বলে।
  • পরেরটা খুব জঠিল। এতে এতে স্থায়ীভাবে রক্তচলাচল বন্ধ হয়ে যায়। তখন হার্নিয়ার স্থানটি ফুলে যায় এবং তীব্র ব্যথা হয়। তাকে Strungulated Hernia বলে। আর এইটা অপারেশন করা খুব জরুরী।
  • Redricible Hernia তেমন মারাত্মক নয়, চিকিৎসারও প্রয়োজন হয়না। এটা স্বাভাবিক এর মতই পেটে আসা যাওয়া করে।
  • ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে অন্ডকোষের ভিতরে প্রবেশ করে তাকে Inguinal Hernia বলে।
  • ইঙ্গুইনাল লিগামেন্ট এর নিচ দিয়ে ফেমোরাল ক্যানেলে প্রবেশ করে, তাকে Famoral Hernia বলে।

হার্নিয়ার চিকিৎসা :

অপারেশন করে Harnia পুনরায় ঢুকিয়ে দিতে হয়। এর জন্য বিশেষজ্ঞ সার্জন এর নিকট সকল সমস্যা খুলে বলতে হবে। অনেকে হার্নিয়ার জন্য হোমিও সহ বিভিন্ন চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করেন। তাদের উদ্দেশ্য বলছি – সিম্পল ও Redricible ব্যতিত অন্যান্য হার্নিয়ায় অপারেশন লাগবে।

অপচিকিৎসা :

অনেককেই দেখেছি, তাবিজ কবজ বা ঝাঁড়ফুক দিতে। এতে সামান্যতম উপকার হবে কিনা আমার জানা নেই।
তবে ডাঃ এন সি ঘোষ এর মেটেরিয়া মেডিকায় লিখেছেন, হোমিওতে স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়ার কোন কার্যকরী ঔষধ নেই। এটা অপারেশন ব্যতিত সম্ভব নয়। ঠিক তেমনি, ইউনানী ও আয়ুর্বেদীকেও এর ভাল চিকিৎসা নাই বললেই চলে।

আরও পড়ুন –

কোন ঔষধ কি কাজ করে জানতে চান?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X