ঔষধ পরিচিতি

Lactulose Syrup কিসের ঔষধ | খাওয়ার নিয়মসহ বিস্তারিত

Lactulose Syrup অর্থাৎ Avolac, Dlac, Regulose, Inolac সবগুলো এক গ্রুপের ঔষধ। শুধু একেকটা নাম একেক কোম্পানির তৈরী। কোষ্ঠবিরোধী এই ঔষধ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Lactulose Syrup এর কাজ কি

কোষ্ঠ কাঠিন্য ( ক্রোনিক কোষ্ঠ কাঠিন্য ) : পুরাতন কোষ্ঠ কাঠিন্যে , অতিরিক্ত আঁশযুক্ত খাবার যেমন শাকসবজী , সালাদ , ফলমূল , অঙ্কুরিত গম ইত্যাদি , পর্যাপ্ত পানি পান এবং প্রচুর ব্যয়াম দিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু করা উচিত । এ সকল পদক্ষেপ ব্যর্থ হলে রেগুলোজ দিয়ে চিকিৎসা করতে হবে ।

Lactulose Syrup কি কাজ করে

Lactulose Syrup আন্ত্রিক ফ্লোরার গোলযোগে -উচ্চ ক্ষমতার অ্যান্টিবায়োটিক চিকিৎসায় আন্ত্রিক ফ্লোরার ক্ষতি হলে -পিত্তথলির সমস্যায় -আন্ত্রিক রোগ যেমন – কোলাইটিস , ডাইভারটিকুলোসিস , মেগাকোলোন ইত্যাদি । রক্তে অ্যামোনিয়ার স্তর বেড়ে গেলে : হেপাটোপ্যাথীতে , হাইপার অ্যামোনিয়ার ক্ষেত্রে , পোর্টাল সিস্টেমিক এনসেফালোপ্যাথী , প্রি – কোমা , কোমা ইত্যাদি । দাঁতের মাড়ী জনিত এবং আনুষাঙ্গিক রোগ : মাড়ীতে রক্তক্ষরণ , প্রদাহ , অপুষ্টিজনিত ক্ষয় ইত্যাদি ।

Lactulose Syrup খাওয়ার নিয়ম

Lactulose Syrup সেবন যাত্রা সঠিকভাবে মানতে হবে যদি না অন্য কোন নির্দেশ থাকে । কোষ্ঠ কাঠিন্য ( পুরাতন কোষ্ঠ কাঠিন্য ) : যেহেতু প্রতিটি জীবাণু ল্যাকটুলোজের প্রতি ভিন্ন ভিন্নভাবে সাড়া দেয় , তাই প্রতিটি রোগীর জন্য স্ব – স্ব মাত্রা নির্ধারণ করতে হবে ।

বয়স
প্রাপ্ত বয়স্ক
প্রাথমিক
৩-৬ চা চামচ প্রতিদিন
ক্রোনিক
১.৫ – ৬ চা চামচ প্রতিদিন
১০-১৪ বছর৩ চা চামচ প্রতিদিন১-২ চা চামচ প্রতিদিন
শিশু১-২ চা চামচ প্রতিদিন ১ চামচ প্রতিদিন
Avolac Syrup খাওয়ার নিয়ম

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ১ /৮ বা ১/৪ লিটার পানি , কফি , চা ফলের রস বা দুধের সাথে ৩ থেকে ৯ টেবিল চা – চামচ রেগুলোজ দ্রুত কোষ্ঠ তরল করে । সাধারণতঃ ২ ঘন্টা পরে তরল ও অধিক পরিমাণে মল ত্যাগ হয়ে থাকে ।

আন্ত্রিক ফ্লোরার গোলযোগে ( দীর্ঘ মেয়াদী অ্যান্টিবায়োটিক চিকিৎসা পরবর্তী সমস্যায় ) : ১-২ চা – চামচ প্রতিদিন প্রাপ্ত বয়স্ক অপ্রাপ্ত বয়স্ক : ১ চা – চামচ প্রতিদিন রক্তে অ্যামোনিয়ার স্তর কমাতে ( হেপাটোপ্যাথীতে ) : সর্বোচ্চ ৬০-১০০ গ্রাম ল্যাকটুলোজ প্রতিদিন অর্থাৎ ১৮-৩০ চা – চামচ । প্রি – কোমাতে : সর্বোচ্চ ১০০ গ্রাম দৈনিক অর্থাৎ ৩০ চামচ ।

দাঁতের মাড়ী এবং আনুষাঙ্গিক রোগ : প্রাপ্ত বয়স্ক : প্রতিদিন ৩-৬ চা – চামচ ।

আরও পড়ুন- Etorix 120 Tablet কিসের ঔষধ

বিপরীত নির্দেশনা : যাদের গ্যালাকটোসমিয়া , ইন্টেসটিনাল অবস্ট্রাকশন এবং ল্যাকটুলোজের প্রতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ।

Avolac Syrup (Lcatulose) এর পার্শ্ব প্রতিক্রিয়া :

Avolac Syrup বা ল্যাকটুলোজ সিরাপ পেটের গোলমাল , ফ্লাটুলেন্স হতে পারে । সতর্কতা : যাদের ইন্টেসটিনাল অবস্ট্রাকশন আছে , স্বহু গ্যালাকটোজ খেতে হবে এমন রোগী , যাদের বহুমূত্র আছে অথবা ল্যাকটোজ অসহনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে ।

আন্তঃক্রিয়া : ল্যাকটুলোজের ক্ষেত্রে আস্তঃক্রিয়া নেই ।

আরও পড়ুন – Neurolep 800 Tablet কিসের ঔষধ

গর্ভকালীন এবং দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে Dlac Syrup (lactulose) এর ব্যবহার :

গর্ভকালীন এবং দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে Dlac Syrup ব্যবহার ডাক্তারের পরামর্শ ক্রমে হওয়া উচিৎ ।

আরও পড়ুন – Rupa 10 Tablet কিসের ঔষধ

বিঃ দ্রঃ- আমরা এখানে Lactulose গ্রুপের কয়েকটি সিরাপের নাম ব্যবহার করেছি। সবগুলোই একই মানের। এগুলোর নাম সম্পর্কে ধারনা পাওয়ার জন্য প্রত্যেক প্যারায় আলাদা আলাদা নাম ব্যবহার করেছি। বুঝতে অসুবিধা হলে, কমেন্টে জানাবেন।

ল্যাকটুলোজ গ্রুপের আরও কিছু ঔষধের নাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X