সতর্কতাসাধারন জ্ঞানস্বাস্থ্য টিপস

রুচি বাড়ানোর ঔষধ কোনটা ভাল | এ প্রশ্নের উত্তর জেনে নিন।

খাবারে রুচি নাই, বা অল্প খেলেই মনে হয় আর খাওয়া সম্ভব নয়। অথবা পেট ভরে গেছে, আর যদি একটু খাই, তাহলে বমি হয়ে যেতে পারে। এসব সমস্যা এখন শতকরা ৫০ এর উর্ধে। আর এর জন্য ডাক্তারের কাছে হর হামেশা রোগীর ভীর বাড়ছেই। ডাক্তার সাব আমাকে রুচি বাড়ানোর ঔষধ দিন ! আজকে তার কিছু জবাব দেয়ার চেস্টা করবো। এবং সঠিক একটা পরামর্শও দিবো।

প্রচলিত রুচির ঔষধ থেকে সাবধান !

বাজারে প্রচলিত ইউনানী, আয়ুর্বেদীক, এ্যালোপ্যাথিক ও কিছু হোমিও ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এই সুযোগটা কাজে লাগাচ্ছে। বর্তমান মার্কেটে এটা একটা ট্রেন্ড trend হয়ে দাড়িয়েছে। যার সুযোগে তারা হাতিয়ে নিচ্ছে সাধারন মানুষের কস্টার্জিত টাকা। আর সাধারন রোগী হারাচ্ছে তাদের শারীরিক ক্ষমতা। কেউ কেউ সাময়িক কালের জন্য তাদের স্বপ্ন পুরন করতে সক্ষম হলেও, পরে তা আর টেকসই হচ্ছেনা।

রুচির ভিটামিন কোনটা ভাল :

অবশেষে রোগী আরও বেপরোয়া হয়ে। google সহ ডাক্তার কবিরাজ, এমনকি youtube এর মত প্লাটফর্মেও খোঁজাখুজি করতে শুরু করেন। কোথাও কোন ভাল কোম্পানীর রুচির ভিটামিন এর সন্ধান পাওয়া যায় কিনা। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ডাক্তারী ট্রেনিং থেকে যা জেনেছি, আজকে তাই জানাবার চেস্টা করবো। আপনারা যারা রুচির ঔষধ খোঁজছেন, এবং আপনাদেরকে যারা এই ঔষধগুলো দিচ্ছে, দুজনের মাঝে তেমন পার্থক্য নেই। আপনার মোটা হওয়ার দরকার, আর উনার টাকার দরকার। এই দুই দরকারী ব্যক্তির মধ্যে একটাই পন্য, তা হলো মোটা হলেই হয়! কতদিন থাকবে, বা এতে কি হবে, অথবা এর চেয়েও ভাল কিছু পরামর্শ দেয়া যায় কিনা, তা জানার দরকার নাই। এর ফলে, ভবিষ্যতের প্রজন্ম স্টেরওয়েডময় প্রজন্মে পরিনত হতে চলছে।

রুচি হওয়ার স্বাভাবিক প্রক্রিয়া :

সাধারনতঃ রুচি হওয়ার বিষয়টা, পরিপাকতন্ত্রের উপর নির্ভর করে। হজমের ত্রুটি, লিভারের দূর্বলতা, পেনক্রিয়াটিস, কোস্ঠ্যকাঠিন্য, ও ভিটামিনের ঘাটতি থেকে হয়ে থাকে। আবার অনেক সময় কিছু মারাত্মক সংক্রমন জনিত রোগের কারনেও খাবারে অরুচি আসতে পারে। কোন পরিক্ষা নীরিক্ষা ছাড়াই যেসব ডাক্তার, মোটা হওয়া বা রুচি বাড়ার ঔষধ দিয়ে দেন। তাদের জন্য কিছু বলার নাই। তবে রোগীকে কিছু বলতেই এখানে লিখছি। খেয়াল করা দরকার, উপরে লিখিত সমস্যাগুলির কোন একটি লক্ষন দেখা যায় কিনা। সেসব বিষয়ে ডাক্তারকে বলুন।

রুচি এমনিতেই ফিরে পাবেন। কোন খাবারের প্রতি অনীহা থাকলে, সেটা নিয়ে ভাবুন, কেন এর প্রতি আপনার অনীহা। এটা তো অন্যরা ভালভাবেই খেয়ে যাচ্ছে। খাবারের সময়, কথা বললেও খাবারের প্রতি মনোযোগ নস্ট হয়। আবার রোজ একই ধরনের খাবার খেলেও অরুচি চলে আসে। যে টাকা দিয়ে ঔষধ কিনবেন, তা দিয়েই ভাল এবং পুস্টিকর খাবার কিনে নিতে পারবেন। এতে প্রাকৃতিকভাবেই খাবারের প্রতি রুচি আসবে।

আরও পড়ুন : আঙ্গুলের চিপায় ঘা হলে কি করবেন। সহজে শিখে নিন।

রুচির ভিটামিন কোনটা ভাল :

আমলকি প্লাস নাকি রুচিভিট ! আমাকে মাঝে মধ্যে এমন হাস্যকর প্রশ্নও অনেকেই করেন। ট্যাবলেট নাকি সিরাপ? কেউ কেউ কবিরাজি বড়ির কথাও বলে। আসলে সবই এক গোয়ালার গরু। রুচির ভিটামিন বলতে পৃথিবীতে কোন ভিটামিন বা ঔষধ নেই। এটা নিয়ে আমি চ্যালেঞ্জ করতে পারি। তাহলে রুচি বাড়ে কিসের প্রভাবে? প্রশ্ন আসতেই পারে।

উত্তর হচ্ছে, এগুলো সব স্টেরওয়েড বাবার কেরামতি। স্টেরয়েড নিয়ে আমার আরও লেখা আছে, এগুলো পড়লেই বুজতে পারবেন। প্রকৃত পক্ষে এগুলো প্রত্যেক রোগীর জন্য ক্ষতির কারন হতে পারে।

রুচি বাড়ানোর উপায় :

যদি কোন সমস্যা ধরতে না পারেন। তবে, শুধু এন্টি আলসারেন্ট ও এন্টি এমিটিক বা বেনজিমিডাজল গ্রুপের ডমপেরিডন সঠিক নিয়মে ২ মাস চালিয়ে যান। সাথে pencreatin গ্রুপের ঔষধটাও ডাক্তারের পরামর্শ নিয়ে চালিয়ে যেতে পারেন ২ মাস। সেই সাথে ভিটামিন বি কমপ্লেক্স রাখতে ভুলবেননা। এবং একটি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল। সবগুলো সহজ করে বলতে পারতাম। কিন্তু আপনারা নিজেই ডাক্তারী শুরু করবেন। তাই একটু ঝামেলা রেখে দিলাম। কারন, এই ঝামেলা আপনাকে আরও শিখতে সহযোগীতা করবে। আপনি এই লেখায় যা জানলেন, তা নিয়ে ডাক্তারের সাথে কিছুক্ষন কথা বলতে পারবেন। এবং ডাক্তারও আপনাকে নিয়ে একটু ভেবে, এই লেখার উপর বিবেচনা করবে। তাতে আপনার হয়ত একটু লাভ হবে। সরাসরি ঔষধ লেখা উচিত নয়। তাই লিখতে পারলামনা। কারন হিসাবে বলবো, কিছু পরিক্ষা নীরিক্ষা ছাড়া, রুচি বাড়ানোর ঔষধ লেখা যায়না। শুধু ধারনা দেয়ার জন্য ঔষধের গ্রুপের নাম উল্লেখ করলাম। loss of apitize

আরও পড়ুন : ত্বক ফর্সা করার ঘরোয়া পদ্ধতি। রুপচর্চা হোক নিরাপদ।

8 Comments

  1. Assalamualaikum,kmn acen acca amr akta kota janar cilo ami vat kayte parina vat akto basi kale bomi aste cay ar kayte Mon cayna kico akta kake ar vat kayte mom cayna,ar somadan ki,,,atek ta kota jabar cile amloki sirap kale ki sirire ko9 koti hoy akto janaben kosto kore

    1. আপনার লিভার দূর্বলতা থাকতে পারে। একজন মেডিসিন বিশেষজ্ঞ অথবা গ্যাস্ট্রো-এন্টার্নোলজি ডাক্তারের পরামর্শে ঔষধ খেতে পারেন। তার আগ পর্যন্ত – পেপনর সিরাপ ২ চামচ করে ২ বার ২ মাস সেবন করেন, সাথে ফেনী দাওয়াখানার জিগার সিরাপ ৩ চামচ করে ৩ বার ২ মাস সেবন করেন। বেশী মসলাযুক্ত, ভাজাপোড়া, ও শক্ত খাবার এড়িয়ে চলুন। বেশী বমি ভাব হলে, ভাল কোন কোম্পানীর ডমপেরিডন ১ টা করে ২-৩ বার ১ মাস খেতে পারেন (খাবার আগে)। এসিডিটি বেশী হলে, ইসোমিপ্রাজল ভাল কোম্পানী দেখে ২০ মিগ্রা ১ টি করে ২ বার খাবার আগে সেবন করবেন। আশাকরি সমাধান হতে পারে

      1. এই ঔষধ গুলো খেলে কোন ক্ষতি হবে নাতো? আর আপনার পরিচয় জানতে চাই।

        1. ঔষধের নাম সহ বলুন , কোন ঔষধ খেলে কোন ক্ষতি হবে কিনা ? আমার পরিচয় অথর পেইজে দেয়া আছে
          ধন্যবাদ

  2. Asslamualikum. Please amke ans diben.amr age 29 amr babyr 2yrs. Pregnancy period e amr kub oruci cilo puro somy baby hoar por onkdin khete parsi ruci barsilo but last 6 month khub oruci hosse kuda lagena,kisui khete mon cayna agroho ni moja pina r sudu ovokti lage. Ki korbo bujte parsina. Please suggeste me…

    1. আমলকি হরতকি ও বহেরা ভেজানো পানি সকাল ও রাতে পান করবেন। অনেক কিছু জানতে হবে, তাই আপাদত হকিস্টিক পরামর্শ ই বেটার মনে করছি

  3. আসসালামু আলাইকুম। রিপ্লাই দিবেন আশা করছি আমার কিছুদিন যাবত তলপেটে অনেক ব্যাথা হয় বাম সাইডে একদম নিচের অংশে। আবার পিঠের অংশ থেকে কোমড় পর্যন্ত অনেক ব্যাথা হয় দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা হয়ে যায়।
    খাবার এর প্রতি কোনো রুচি নেই পেটে খুদা থাকে খাবার দেখলে ভর্তি লাগে পেট। ভিটামিন খেয়ে দেখেছি অনেক গুলো না বুঝে যতোদিন খাই ততোদিন ভাত খেতে পারি তাছাড়া আর পারিনা। শরীর অনেক দূর্বল লাগে সবসময়। কি করবো জানাবেন প্লিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X