ঔষধ পরিচিতি

ন্যাটফল ৫ কিসের ঔষধ | Natfol 5 Mg Tablet

Natfol Tablet কি কাজ করে

ক্যালসিয়াম ফলিনেট , ফলিনিক এসিডের ক্যালসিয়াম লবন ( লিউকোভরিন ক্যালসিয়াম ) , যা টেট্রা – হাইড্রোফলিক এসিডের ৫ – ফরমাইল ডেরিভেটিভ এর ডাই – এসটেরিয় আইসোমারের মিশ্রণ । এটি ফলিক এসিডের একটি বিপাকীয় উপাদান এবং ডিএইচএফআর রিডাকসান উপেক্ষা করতে সক্ষম, যা কো – ফ্যাক্টর টিএইচএফ এর কোষীয় বিকল্প হিসেবে কাজ করে , এভাবে সাইটোটক্সিক থেরাপিতে ব্যবহৃত হয় ।

ফলিক এসিড একটি প্রয়োজনীয় বি ভিটামিন , যা শরীরে ডিএনএ বা টিন তৈরীর পূর্বে পিউরিন , পাইরিমিডিন এবং মিথিওনিন তৈরীতে প্রয়োজন হয় । তবে এই কাজ করার জন্য এটিকে ডাই – হাইড্রোফলেট রিডাকটেজ এনজাইম দ্বারা কো – ফ্যাক্টর ডাই – হাইড্রোফলেট ( ডিএইচএফ ) ও টেট্রা – হাইড্রোফলেট ( টিএইচএফ ) এ পরিণত হতে হয় ।

ন্যাটফল ট্যাবলেট এর কাজ কি

অস্টিওসারকোমা । • অপ্রতুল মিথোট্রিক্সেট নির্গমনজনিত প্রভাব রোধে এবং বিষক্রিয়া হ্রাসে । • ফলেট ঘাটতিজনিত অপুষ্টির কারণে সৃষ্ট মেগালোব্লাস্টিক এনিমিয়া । • গর্ভকালীন এবং নবজাতকের ফলেট ঘাটতিজনিত মেগালোব্লাস্টিক এনিমিয়া । সব ধরনের ফলেট ঘাটতি ।

ন্যাটফল ট্যাবলেট খাওয়ার নিয়ম

অস্টিওসারকোমা – ৭.৫ মি.গ্রা . ৬ ঘন্টা পরপর ৬০ ঘন্টা ব্যাপী । • ফলিক এসিড এন্টাগনিস্টের ক্ষতিকারক প্রভাব হ্রাসে : ৫-১৫ মি.গ্রা . ৬ ঘন্টা পরপর ২-৩ দিনব্যাপী । • ফলেট ঘাটতিজনিত মেগালোব্লাস্টিক এনিমিয়া ঃ দৈনিক ৫-১৫ মি.গ্রা . • গর্ভকালীন এবং নবজাতকের মেগালোব্লাস্টিক এনিমিয়া ও দৈনিক ৫-১৫ মি.গ্রা .। • ফলেট ঘাটতিঃ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ।

ফলিনিক এসিড ট্যাবলেট এর পার্শ্ব – প্রতিক্রিয়া এলার্জিজনিত ক্রিয়াঃ

আকস্মিক চুলকানির সাথে র‍্যাশ এবং হাত , পা , গোড়ালি , মুখমন্ডল , ঠোঁট ও গলা আকস্মিক ফুলে ওঠা ( যা খাদ্য গলাধঃকরণ ও শ্বাস – প্রশ্বাস কঠিন করে তোলে ) । • আকস্মিক জ্ঞান হারানো । ফলিনিক এসিড এর প্রেগন্যান্সি ক্যাটাগরীগর্ভবর্তী মহিলাদের ক্ষেত্রে ক্ষতিকারক হিসেবে কোন তথ্য পাওয়া যায়নি ।

আরও পড়ুন – এ্যালজিন ৫০ ট্যাবলেট কিসের ঔষধ

গর্ভবস্থায় প্রয়োজন ও ঝুঁকির মাত্রা বিবেচনা করে ব্যবহার করা যেতে পারে । স্তন্যদানকালে ব্যবহার এ ড্রাগ মানব দুগ্ধে নিঃসৃত হবার কোন তথ্য পাওয়া যায়নি । স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে প্রয়োজন ও ঝুঁকির মাত্রা বিবেচনা করে ব্যবহার করা যেতে পারে ।

Natfol Tablet সেবনে সতর্কতা

ক্যালসিয়াম ফলিনেট পারনিসাস এনিমিয়া এবং ভিটামিন বি ১২ ঘাটতিজনিত অন্যান্য মেগালোব্লাস্টিক এনিমিয়ার চিকিৎসা বাধাগ্রস্থ করতে পারে । • ক্যান্সার কেমোথেরাপিতে অভিজ্ঞ চিকিৎসকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শুধুমাত্র ৫- ফ্লুরোইউরাসিল বা মিথোট্রিক্সেট এর সাথে ক্যালসিয়াম ফলিনেট ব্যবহার করা উচিত ।

অন্যান্য ওষুধের সাথে ন্যাটফল এর প্রতিক্রিয়া –

অনেক সাইটোটক্সিক মেডিসিন- প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ডিএনএ সিনথেসিস্ ইনহিবিটরস্ ( হাইড্রক্সি কার্বামাইড , সাইটারাবিন , মেরক্যাপটোপিউরিন , থিওগুয়ানিন ) – যা মেক্রোসাইটোসিস ঘটাতে পারে । এ ধরণের মেক্রোসাইটোসিসে ক্যালসিয়াম ফলিনেট দ্বারা চিকিৎসা করা উচিত নয় । এপিলেপটিক রোগীদের ক্ষেত্রে , যারা ফেনোবারবিটাল , ফিনাইটয়িন , প্রিমিডন এবং সাক্সিনিমাইড গ্রহন করে , তাদের এন্টি – এপিলেপটিক মেডিসিনের প্লাজমা ঘনত্ব হ্রাসের কারণে খিঁচুনির মাত্রা বাড়তে পারে ।

আরও পড়ুন – ছেলেদের সেক্সুয়াল ট্যাবলেট

বিপরীত নির্দেশনা ক্যালসিয়াম ফলিনেট থেরোপি নিম্নলিখিত ক্ষেত্রে প্রতিনির্দেশিত • ক্যালসিয়াম ফলিনেট বা এর কোন ফরমুলেশনের উপাদানের প্রতি জ্ঞাত অতিসংবেদনশীলতায় । • পারনিসাস এনিমিয়া এবং ভিটামিন বি ১২ ঘাটতিজনিত অন্যান্য মেগালোব্লাস্টিক এনিমিয়ায় । মাত্রাধিক্যতা ক্যালসিয়াম ফলিনেটের নির্দেশিত মাত্রার চেয়ে অধিক মাত্রায় ব্যবহারের ফলে এর ক্ষতিকর কোন প্রকাশিত তথ্য নেই । মাত্রাধিক্য ক্যালসিয়াম ফলিনেটের ব্যবহার ফলিক এসিড এন্টাগনিস্টের কেমোথেরাপিউটিক প্রভাবকে বিনষ্ট করে দিতে পারে

আরও পড়ুন – ডাইক্লিজ প্লাস ট্যাবলেট কিসের ঔষধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X