সতর্কতাসাধারন জ্ঞান

ঔষধ কোম্পানী গুলো সম্পর্কে জেনে নেয়া অত্যান্ত জরুরী !

ঔষধ কোম্পানীগুলো সম্পর্কে জেনে নেয়া অত্যান্ত জরুরী

ঔষধ কিনতে গিয়ে আপনি অনেকসময় বিপাকে পড়ে যেতে পারেন। যদি আপনি একটু সচেতন না হন। সব মানুষ যেমন একই চরিত্রের নয় তেমনি, সব ব্যবসায়ীও একই চরিত্রের হবেনা – এটাই স্বাভাবিক! তাই ঔষধ কোম্পানী গুলো সম্পর্কে জেনে নেয়া অত্যান্ত জরুরী। তাতে আপনার মাথা থেকে সন্দেহ নামের ভূত যেমন পালিয়ে যাবে, এবং আপনার অজ্ঞতার সুযোগটাও কেউ কাজে লাগাতে পারবেনা।

আমরা অনেকসময় মনে করি বাংলাদেশে হয়ত ১-২ টা ভাল মানের ঔষধ কোম্পানীই আছে! আর বাকিগুলো মনে হয় খুব খারাপ ঔষধ তৈরী করে আমাদেরকে খাওয়ায়। না, আসলে তা সঠিক নয়। আমাদের দেশীয় অনেক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্টান রয়েছে, যারা বিশ্বমানের ঔষধ প্রস্তুত করে থাকেন। নিচে আমার জানামতে যতগুলো মনে আছে, তা থেকে একটা তালিকা তৈরী করে দেখালাম। এই প্রতিষ্টানগুলোর ঔষধ নির্দ্বিধায় খেতে পারেন। কোন ডাক্তার এই প্রতিষ্টানের ঔষধ লিখে থাকলে, ভূল বুঝে তাদের বিরুদ্ধে কোন মন্তব্য করতে যাবেননা।

medicine company গুলো হলো –

স্কয়ার, বেক্সিমকো, এসকায়েফ, অপসোনিন, একমি, ওরিয়ন, ইনসেপ্টা, রেনেটা, বিকন ফার্মা, বায়ো ফার্মা, এরিস্টোফার্মা, জিসকা ফার্মা, জেনারেল, হেল্থকেয়ার, ইবনেসিনা, নাভানা, নিপ্রো জে এম আই, প্যাসিফিক, শরীফ ফার্মাসিউটিক্যালস, ইউনিমেড ও ইউনিহেল্থ, সান ফার্মা, রেডিয়েন্ট, এসিআই, নোভার্টিস, জেসন, গণস্বাস্থ্য ফার্মা, এপেক্স ফার্মা, পপুলার ফার্মা, অপসো স্যালাইন, ড্রাগ ইন্টারন্যাশনাল, ডেল্টা ফার্মা, জুলফার ফার্মা, সোমাটেক ফার্মা, গ্লোব ফার্মা ইত্যাদি।

এছাড়াও ভাল মানের ঔষধ তৈরী করে আরও কিছু প্রতিষ্টান, তবে তারা অনেকটাই প্রচার বিমুখ-
ওয়ান ফার্মা, ফার্মাশিয়া, সেন্টিয়ন, কনকর্ড, ল্যাবএইড, ইউরো ফার্মা, গণস্বাস্থ্য ফার্মা, কসমিক ক্যামিকেল, কেমিস্ট ফার্মাঃ, এস্ট্রা বায়োফার্মা, ডেল্টা ফার্মাঃ, সিলকো ফার্মাঃ, নিপা ফার্মাঃ, সিলভা ফার্মাঃ, মেডারেক্স ফার্মাঃ, লিয়ন ফার্মা, রেফকো ফার্মাঃ, Rangs pharma, জুলফার ফার্মাঃ, সোমাটেক, টিম ফার্মা, এলকো ফার্মা, কেমিকো ফার্মা, গ্যাকো ফার্মা, এডরুক লিঃ ইত্যাদি।

এছাড়াও মোটামোটি ভাল মানের ঔষধ প্রস্তুতকারী আরও কিছু প্রতিষ্টানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, এগুলোও মোটামোটি মানের।
কুমুদিনি ফার্মা, নভো হেল্থকেয়ার, ভেরিটাস ফার্মা, এশিয়াটিক, এমুলেট ফার্মা, মনিকো ফার্মা ইত্যাদি।

ইউনানী ও আয়ুর্বেদীকঃ

আমার জানামতে নিচের ইউনানী ও আয়ুর্বেদীক কোম্পানীগুলো ভাল মানের ঔষধ প্রস্তুত করে থাকে।
হামদর্দ, ফেনী দাওয়াখানা, ফেনড্রাগস, ইটিল্যাব, একমি আয়ুঃ, স্কয়ার হারবাল, ইবনেসিনা, বায়ো ন্যাচার্স, ড্রাগ ন্যাচারেল, এস,বি ল্যাব, এস্ট্রো আয়ুঃ, এপি, শক্তি ঔষধালয়, মোজাহের ঔষধালয়, ইত্যাদি।

এগুলো থেকে সতর্ক থাকবেনঃ

এবার পরিচয় হন কিছু অবাক করা প্রতিষ্টানের সাথে, তার আগে একটু বলে নিই- ফার্মেসীর যা বদনাম হয়, মুলত নিন্মের কয়েকটা প্রস্তুতকারী প্রতিষ্টানের জন্যই। আসলে এই গোত্রের কোম্পানী মাত্র কয়েকটা। আমি সবগুলো হয়ত জানিনা, যতটুকু জানি, তা নির্ভয়ে এদের সম্পর্কে আপনাদেরকে অবগত করতে চাই, এর কারন – মানবিক দৃষ্টিকোণ থেকেই এগুলো জানিয়ে দেয়া শুধু আমার নয়! প্রত্যেক জানা লোকের উপরই কর্তব্য।


এগুলো হলো-
এলবিয়ন, ফার্মিক, ইন্দোবাংলা, এপিসি, বেলসেন, রাসা, বায়োজেন, এমএসএফ, ব্রিস্টল, বেঙ্গল ড্রাগ, বেঙ্গল কেমিক্যাল, ইত্যাদি।

এদের একেকটা ঔষধের বক্সের বিক্রয়মুল্য যদি ৫০০ টাকা হয়, তাহলে ঔষধ বিক্রেতারা কিনতে পারে মাত্র ৫০-৭০ টাকায়, বা তার চেয়ে সামান্য বেশী বা কমও হতে পারে।

আমার মাথায় আসেনা, কিভাবে তারা এত নিন্ম রেটে ঔষধ বিক্রি করতে পারে। এবং এতে কিবা আছে? সে দায়ীত্ব অবশ্য আমার বা আপনাদেরও নয়। এটা প্রশাসনিক ব্যপার, তারা বুজবে।
আপনি বা আমরা সবাই শুধু এ সমস্থ প্রতিষ্টানের ঔষধ ক্রয় থেকে বিরত থাকবো।

আয়ুর্বেদীক ও ইউনানী :

আয়ুর্বেদীক ও ইউনানী প্রতিষ্টানের মধ্য থেকে নিন্মমানের তালিকা তৈরী করা খুব কঠিন কাজ। কারন তালিকা অনেক লম্বা হতে পারে। তাই এসব ঔষধ বুজে শুনে সেবন করার অনুরুধ রইল।
রোগবালাই ডটকম এর উদ্দেশ্য হলো, দেশের মানুষকে সঠিক চিকিৎসা ও ঔষধ সম্পর্কে সচেতন করা। অকারনে অযথা ঔষধ সেবন থেকে বিরত রাখা। নিন্মমানের ঔষধ সম্পর্কে ধারনা না দিতে পারলে, এর স্বার্থকতা কোথায়। তাই আমরা মনে করি, ঔষধ কোম্পানী গুলো সম্পর্কে জেনে নেয়া অত্যান্ত জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X