ঔষধ পরিচিতি

Zofra 8 Tablet কিসের ঔষধ | খাওয়ার নিয়মসহ বিস্তারিত

Zofra, Emistat, Anset এগুলো সবই Ondansetron গ্রুপের বমি বন্ধ করার ঔষধ। তবে বমি হওয়ার লক্ষন দেখে কিভাবে সেবন করতে হয়, তা নিয়ে বিস্তারিত উপস্থাপনা থাকবে এই লেখায়।

Zofra tablet কি কাজ করে

অনড্যানসেট্রন একটি সুনির্দিষ্ট সেরোটোনিন ( ৫ – এইচটি৩ ) রিসেপ্টর এন্টাগনিষ্ট । যা নির্দেশিত হয়
• উচ্চক্ষমতাসম্পন্ন এমিটোজেনিক ক্যান্সার কেমোথেরাপীর ক্ষেত্রে বমি বমি ভাব ও বমি প্রতিরোধে
• অস্ত্রপাচার পরবর্তী বমি বমি ভাব ও বমি প্রতিরোধে
-রেডিওথেরাপীর ক্ষেত্রে বমি বমি ভাব ও বমি প্রতিরোধে

Zofra 8 Tablet খাওয়ার নিয়ম

০.১৫ মিগ্রা প্রতি কেজি হিসাবে দিনে ৩ বার। সর্বোচ্চ ১৬ মিগ্রা

বিশেষ ক্ষেত্রে zofra Tablet এর ব্যবহার:-

গর্ভাবস্থায় : টেরাটোজনিক প্রক্রিয়া শ্রেনী বি
দুগ্ধপ্রদানকারী মাতা : অনড্যানসেট্রন ইঁদুরের দুগ্ধে নি:সৃত হওয়ার প্রমান পাওয়া গেছে । অনড্যানসেন মাতৃদুগ্ধে নি:সৃত হয় কিনা তা জানা যায়নি । যেহেতু অনেক ওষুধই মাতৃদুগ্ধে নি:সৃত হয় , সেহেতু স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অনড্যানসেট্রন ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত ।

বয়স্কদের ক্ষেত্রে – ৬৫ বছরের ঊর্ধ্ব বয়স্কদের জন্য মাত্রা সংশোধনের প্রয়োজন নেই ।
বৃক্ক ও যকৃতের সমস্যা : দৈনিক মাত্রা ৮ মি.গ্রা . এর বেশী অতিক্রম করা যাবে না । মুত্রাশয়ের সমস্যাজনিত ক্ষেত্রে মাত্রা সংশোধনের প্রয়োজন নেই ।

আরও পড়ুনঃ Alcet 5mg Tablet কিসের ঔষধ | খাওয়ার নিয়মসহ বিস্তারিত

প্রতিনির্দেশনা:-যে সকল রোগীদের অনড্যানসেট্রনের প্রতি অতিসংবেদনশীলতা রয়েছে তাদের জন্য প্রতিনির্দেশিত -এপোমরফিনের সাথে একত্রে ব্যবহার প্রতিনির্দেশিত ।

সতর্কর্তা এবং সাবধানতা:- অত্যধিক সংবেদনশীল প্রতিক্রিয়া , যেমন অ্যানাফাইলেক্সিস এবং শ্বাসনালীর সংকোচন এর প্রমান পাওয়া গেছে । -৫ – এইচটিও রিসেপ্টর অ্যান্টাগোনিষ্ট এর প্রতি সংবেদনশীলতা সহ এবং ছাড়াও । বিরূপ প্রতিক্রিয়া -কেমোথেরাপী জনিত বমি ও বমিভাবের ( ৭ % ) ক্ষেত্রে সাধারণ বিরূপ প্রতিক্রিয়াগুলো হচ্ছে ডায়রিয়া , মাথাব্যথা ও জ্বর । -বয়স্কদের অপারেশন পরবর্তী বমি ও বমিভাবের ক্ষেত্রে সাধারণ বিরূপ প্রতিক্রিয়া ( ১০ % ) হচ্ছে মাথাব্যথা এবং শিশুদের ( ১ থেকে ২৪ মাস ) ক্ষেত্রে ডায়রিয়া ( ২ % ) ।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া অনড্যানসেট্রন সাধারণত সুসহনীয় এবং কার্যকরভাবে অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া খুব কম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X