রোগ নির্নয়সাধারন জ্ঞান
মাথাব্যাথার সঠিক উপসর্গ গুলো ডাক্তারকে জানান। আপনিও সঠিক চিকিৎসা পাবেন।
মাথাব্যাথার রোগীর শেষ নেই। এর চিকিৎসা করতে গিয়ে চিকিৎসকেরও মাথাব্যথা শুরু হয়ে যায়। যে রোগীর কোন সমস্যা নেই, প্রশ্ন করলে তারও মাথাব্যথার সমস্যা বের হয়। মাথাব্যথার সঠিক উপসর্গ ও তার চিকিৎসার জন্য সঠিক কিছু প্রশ্ন ও তার উত্তর প্রয়োজন।
যারা মাথাব্যাথায় ভুগছেন তাদের জন্য কিছু প্রশ্ন রইলঃ
আশা করি সঠিক সমাধান পাবেন
- ১.মাথা ব্যাথা কি হুট করে শুরু হলো নাকি ধীরে ধীরে কিছুদিন যাবৎ?
- ২.মাথার কোন জায়গায় ব্যাথা?
- ৩.মাথার একপাশ নাকি দুইপাশেই ব্যাথা?
- ৪.ব্যাথাটা কতক্ষণ স্থায়ী হয়?৫.দিনের কোন সময় ব্যাথাটা বেশি থাকে? (সকালে,দুপুরে,বিকালে,রাতে)৬.ব্যাথার তীব্রতা কেমন?
- ৭.ব্যাথা কিসে বাড়ে বা কমে?
- ৮.সকালে ব্যাথা বেড়ে যাবার সাথে সাথে বমি হয়? চোখে ঝাপসা দেখেন?
- ৮.কখনো কি শরীরের কোন অংশ অবস কিংবা খিচুনি হয়েছিল?
- ৯.মাথা ব্যাথার সাথে কি ঘাড়ে ব্যাথা, প্রচন্ড জ্বর ও অজ্ঞান হবার মত ঘটনা ঘটেছিল?
- ১০.মাথা ঘুরে বার বার পড়ে যাবার ইতিহাস আছে?
- ১১. মাথায় আঘাত পেয়েছিলেন? কিংবা এটাই কি জীবনের তীব্রতম ব্যাথা? ব্যাথাটাকি একটানা হয়েই যাচ্ছে এবং আস্তে আস্তে বাড়তিছে? হাচি, কাশি বা ঘড় বাঁকালে ব্যাথা কি বেড়ে যাচ্ছে?
- ১২.মাথা ব্যাথার সাথে গা ম্যাজ ম্যাজ, জয়েন্টে ব্যাথা, র্যাশ, গায়ে গায়ে জ্বর আছে?
- ১৩.নাক,কাল,গলায় কোন সমস্যা আছে? (যেমন নাক বন্ধ থাকা, নাক দিয়ে পানি পড়া, সাইনুসাইটিস, টনসিল বড় হওয়া, কান পাকা)
- ১৪. চোখে দেখতে কোন সমস্যা আছে? (দূরে কিংবা কাছের জিনিস ঝাপসা দেখা, মাথা ব্যাথার সাথে চোখ লাল হয়ে যাওয়া)
- ১৫. মাথা ব্যাথা কি সব সময় থাকে? নাকি থেমে থেমে উঠে?
- ১৬. মাথা ব্যাথার সাথে বমি বমি ভাব থাকে এবং ব্যাথাটা কি রোদের আলো-শব্দ-চকলেট-পিল এগুলোতে বাড়ে?
- ১৭. প্রতিদিন কি একই সময় একই ভাবে ব্যাথা আসে? এবং ব্যাথা আসলে নাক ও চোখ দিয়ে কি পানি পড়ে?
আরও পড়ুনঃ
★বিদ্রঃ নাম্বার অনুযায়ী প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর আশা করছি। এতে মাথাব্যাথার সঠিক উপসর্গ ডাক্তারকে জানালে রোগ নির্ণয় করতে একজন ডাক্তারের অনেক সুবিধা হয়।