ঔষধ পরিচিতি

এমক্সিসিলিন -Amoxicillin Bp | ব্যবহারবিধি ও পার্শ্বপ্রতিক্রিয়া | জেনে নিন বিস্তারিত

এমক্সিসিলিন Amoxicillin একটি ব্রড-স্পেক্ট্রাম এন্টিবায়োটিক। যা বহুবিদ গ্রাম পজেটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে কার্যকর। পাকস্থলী ও অন্ত্রনালী থেকে দ্রুত ও পুরোপুরি পরিশোষিত হয়ে, রক্তে এমপিসিলিনের চেয়ে, বেশী মাত্রায় কাজ করে।

উপস্থাপনা :

২৫০/৫০০ মিঃগ্রাঃ BP তে ফিল্ম কোটেড ট্যাবলেট / ক্যাপসুল রয়েছে।
ড্রাই সিরাপ : প্রতি ৫ মিঃ লিঃ তে ১২৫ মিঃ গ্রাঃ ও DS এ ২৫০ মিঃগ্রাঃ হিসাবে, PFS বোতলজাত করা হয়। যা এমক্সিসিলিন ট্রাইহাইড্রেট বিপি।
INJ. প্রতি ভায়ালে ২৫০/৫০০ মিঃগ্রাঃ Amoxicillin Sodium Bp রয়েছে।
পেডিয়াট্রিক ড্রপ : প্রতি ১.২০ মিঃলিঃ তে ১২৫ মিঃগ্রাঃ এমোক্সিসিলিন হিসাবে থাকে।

এমোক্সিসিলিনের ববহার :

ডাক্তারের পরামর্শ ছাড়া এই এন্টিবায়োটিক ঔষধটি ব্যবহার করবেননা। ডাক্তারের প্রেশক্রিপশনে লিখিত মাত্রা যতদিন দিন লিখা আছে, ততদিন খেতে হবে। কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে, সাথে সাথে ডাক্তারকে জানাতে হবে। ডাক্তারের অনুমুতি বাতিত ঔষধ সেবন বন্ধ করা যাবেনা। এবং পুনরায় সেবন করাও যাবেনা। শুধুমাত্র ধারনা দেয়ার জন্য নিন্মে কার্যকারীতা লেখা হলো।

শ্বাসতন্ত্রের সংক্রমন :
সাইনাস প্রদাহ, মধ্যকর্ণের প্রদাহ, টনসিলের প্রদাহ, ফুসফুসের তীব্র ও দীর্ঘায়ীত প্রদাহ ও সংক্রমন, ফুসফুসের এবসিস, এমপাইয়েমা, ব্রংকিয়েকটেসিস।
পরিপাকতন্ত্রের সংক্রমন :
টাইফয়েড ও প্যারাটাইফয়েড।
মুত্র তন্ত্রের সংক্রমন :
কিডনী ও তার সংযুক্ত অংশে প্রদাহ, বা পাইয়েলোনেফ্রাইটিস। মুত্রনালীর প্রদাহ UTI বা ইউরেথ্রাইটিস, মুত্রথলির প্রদাহ বা সিসটাইসিস।
বিবিধ সংক্রমন :
টক্সিনের উপস্থিতি বা রক্তে জীবাণু জনিত সংক্রমন বা সেপটিসিমিয়া। সংক্রমন জনিত গর্ভপাত বা সেপটিক এবোর্সন। হৃদ মাংসপেশীর নিন্মস্তরে প্রদাহ বা এনডোকার্ডাইটিস। পেটের সংক্রমন, সন্তান প্রসব পরবর্তী সংক্রমন, অস্থিমজ্জার প্রদাহ বা অসটিওমাইয়েলাইটিস। মস্তিষ্ক পর্দার প্রদাহ বা মেনিনজাইটিস।
ত্বক ও সফট টিস্যুর সংক্রমন :
ত্বক ও নরম কোষকলার প্রদাহ বা সেলুলাইটিস, সংক্রমিত ক্ষত, বড় ফোঁড়া বা কার্বাঙ্কল। নরম কোষকলার ফুসকুরি, বা ফুরোনকোলুসিস, এবসিস।
যৌনরোগ : গনোরিয়া।

ব্যবহার বিধি :

এমক্সিসিলিন Amoxicillin প্রতি ৮ ঘন্টা পরপর সেবন করতে হয়। অর্থাৎ প্রতিদিন ৩ বার। সর্বনিন্ম ৫ দিন থেকে ৭ দিন পর্যন্ত সেবন করা জরুরী। রোগের লক্ষন কমে গেলেও প্রত্যেক এন্টিবায়োটিক ই তার নির্ধারিত মেয়াদ পর্যন্ত সেবন না করলে, পরবর্তিতে ঐ এন্টিবায়োটিক আর কাজ করতে চায়না। এটাকে বডি রেজিস্ট্যান্স বলা হয়।

পার্শ্বপ্রতিক্রিয়া :

চিকিৎসার সময় স্বল্প সংখ্যক রোগীর ক্ষত্রে ত্বকে লাল আভা ও স্বল্পস্থায়ী ডায়রিয়া হতে পারে।

বিধি নিষেধ :

পেনিসিনিলে অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে, চোখে প্রয়োগের জন্য, বা পেনিসিলিনে সংবেদনশীল মায়েদের সদ্য প্রসুত শিশুদের ক্ষেত্রে এমোক্সিসিলিন নিষিদ্ধ।

ব্যবসায়িক নাম :

Fimoxyl – sanufi aventis.
Tycil – Beximco.
Moxillin – Acme.
Moxin – Opsonin.
Demoxyl – Drug International.
Amoxicap – Renata ltd.

সাবধানতা :

এই লেখা কোন ব্যাবস্থাপত্র বা প্রেসক্রিপশন নয়। শুধুমাত্র ঔষধ সম্পর্কে ধারনা ও সচেতনা বাড়াতে বিস্তারিত লেখতে হলো। কোন ঔষধ ই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয়। এতে মারাত্মক ক্ষতির সম্মুখিন হতে হয়। মনগড়া ঔষধ সেবনে মৃত্যু পর্যন্ত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X