ফ্লুকোনাজল এর কাজ কি এবং খাওয়ার নিয়ম | Anti Fungal
উপাদান : প্রতিটি ৫০ / ১৫০ ক্যাপসুল : প্রতিটি ক্যাপসুলে আছে ফ্লুকোনাজল ইউএসপি ৫০ মি.গ্রা .। সাসপেনসনে আছে প্রতি ৫ মি লি তে ৫০ মি গ্রা ফ্লুকোনাজল ইউএসপি।
ফ্লুকোনাজল ইউএসপি এর ফার্মাকোলোজী :
ফ্লুকোনাজল একটি ট্রায়াজোল জাতীয় ছত্রাকবিরোধী ঔষধ যা ছত্রাক কোষবরণীর আরগোস্টেরল সংশ্লেষণে বাধা প্রদান করে । ইহা বিস্তৃত বর্ণালীর ছত্রাকের বিরুদ্ধে কার্যকর এবং মুখে খাওয়ার উপযোগী । মুখে প্রয়োগের ফলে ইহা দ্রুত পরিশোষিত হয় ( প্রয়োগকৃত মাত্রার ৯০ % এরও বেশী ) । খালি এবং ভরা পেটে দেহাভ্যন্তরে ইহার পর্যাপ্ততা একই থাকে এবং গ্যাস্ট্রিক পিএইচ ( Gastric pH ) এর প্রভাবমুক্ত থাকে ।
প্লাজমা হাফ লাইফ ( Plasma half – life ) প্রায় ৩০ ঘন্টা । Fluconazole মাত্র ১১ % প্লাজ প্রোটিনে যুক্ত থাকে এবং ঔষধটি শরীরের সর্বত্র ছড়িয়ে পড়ে । Fluconazole এর মাত্রা বেশীর ভাগই মূত্রের সাথে অপরিবর্তিত অবস্থায় নিঃসরিত হয় এবং বাকী অংশ মেটাবোলাইট হিসাবে নিঃসরিত হয় ।
Fluconazole এর নির্দেশনাঃ
ফ্লুকোনাজল তীব্র অথবা পুনঃসংক্রমণশীল ( Recurrent ) ভেজাইনাল ক্যানডিডিয়াসিস , মিউকোজাল ক্যানডিডিয়াসিস . ( যেমন : অরোফেরিনজিয়াল ক্যানডিডিয়াসিস , ইসোফেগাইটিস , ক্যানডিডুরিয়া ) , সি স্টেমিক ক্যানডিডিয়াসিস এবং ক্রিপটোকক্কাস সংক্রমণে ( মেনিনজাইটিসসহ ) ব্যবহৃত হয় ।
Fluconazole সেবন বিধি ও মাত্রা
তীব্র অথবা পুনঃসংক্রমণশীল ভেজাইনাল ক্যানডিডিয়াসিস : ১৫০ মি.গ্রা . একক মাত্রায় সেব্য ।
মিউকোজাল ক্যানডিডিয়াসিস ( ভেজাইনাল ব্যতীত ) : দৈনিক ৫০ মি.গ্রা . হিসাবে ( জটিল সংক্রমণে দৈনিক ১০০ মি.গ্রা . ) ,
অরোফেরিনজিয়াল ক্যানডিডিয়াসিস ( Oropharyngeal candidiasis ) এ ৭ থেকে ১৪ দিন ,
ইসোফেগাইটিস ( Oesophagitis ) এবং ক্যানডিডুরিয়াতে ( Candiduria ) ১৪ থেকে ৩০ দিন ।
সিস্টেমিক ক্যানডিডিয়াসিস ( Systemic candidiasis ) ক্রিপটোকক্কাস ( Cryptococcal ) সংক্রমণে ( মেনিনজাইটিসসহ ) প্রাথমিকভাবে দৈনিক ৪০০ মি.গ্রা . এবং পরবর্তীতে ২০০ মি.গ্রা . হিসাবে দেওয়া যেতে পারে ,
ঔষধের প্রতিক্রিয়ার উপরে চিকিৎসা চালিয়ে যাওয়া নির্ভর করে । এবং ১ বছরের অধিক বয়সের শিশুদের ক্ষেত্রে : বাহ্যিক ক্যানডিডাল সংক্রমণে দৈনিক ১-২ মি.গ্রা . / কেজি ,
সিস্টেমিক ক্যানডিডিয়াসিস
এবং ক্রিপটোকক্কাল সংক্রমণে দৈনিক ৩-৬ মি.গ্রা . / কেজি ( মারাত্মক সংক্রমণের ক্ষেত্রে ৫-১৩ বছরের শিশুদের ক্ষেত্রে দৈনিক ১২ মি.গ্রা . / কেজি হিসাবে সর্বোচ্চ ৪০০ মি.গ্রা . পর্যন্ত দেওয়া যেতে পারে ) ।
যেসব ক্ষেত্রে ফ্লুকোনাজল ইউএসপি ব্যবহার করা যাবে না ।
ফ্লুকোনাজল এর প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এবং যকৃতের মারাত্মক অসুস্থতায় ব্যবহার করা নিষেধ
সতর্কতা : বৃক্কের অক্ষমতা গর্ভাবস্থায় , স্তন্যদানকালে এবং লিভার এনজাইমের বৃদ্ধিতে সাবধানতা গ্রহণ করা উচিত
স্তন্যদানকালে মায়েদের ক্ষেত্রে Fluconazole ব্যবহারের সুপারিশ করা হয়নি ।
পার্শ্বপ্রতিক্রিয়াঃ
বমি বমি ভাব , পাকস্থলীর অস্বাচ্ছন্দতা , উদরাময় , পাকস্থলীতে বাতাস জমা , মাঝে মাঝে লিভার এনজাইমের অস্বাভাবিকতা , খুব কম ক্ষেত্রে ফুসকুড়ি , এনজিওইডিমা এবং এনাফাইলেক্সিস দেখা দিতে পারে ।
অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া :
রিফামপিসিন প্লাজমাতে ফ্লুকোনাজলের পরিমাণ কমিয়ে দেয় । Fluconazole নাইকুমালোন , ওয়ারফেরিন এবং ফিনাইটয়েন এর কার্যকারিতা বাড়িয়ে দেয় । প্লাজমাতে সালফোনাইল ইউরিয়া এবং থিওফাইলিন এর পরিমাণ সম্ভবত বেড়ে যায় ।
সংরক্ষণ : ৩০ ° সে . তাপমাত্রার নিচে , আলো থেকে দূরে , শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন ।
সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ঔষধ সেবন করবেননা। একই রোগের জন্য বা একই উপসর্গের রোগে সবার সেইম ঔষধ না ও হতে পারে। ভিন্ন ভিন্ন ঔষধের প্রয়োজন হতে পারে। তাই ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খেতে হবে। এই লেখায় একটি ধারনা হয় মাত্র।
Trade Name | Company | 50 Mg /TK | 150 Mg /TK |
Canazole | ACI Ltd | 8.00 | 22.00 |
Candinil | Healtcare | 8.00 | 22.00 |
Derma | Alco | 8.00 | 22.00 |
Defungi | Nipro JMI | 8.00 | 22.00 |
Diflu | Aristopharma | 8.00 | 22.00 |
Flucoder | Eskayef SK+F | 8.00 | 22.00 |
Fluconaaf | Naafco | 8.00 | 22.00 |
Flugal | Square | 8.00 | 22.00 |
Flugard | Pharmasia ltd | 8.00 | 22.00 |
Flumyc | Euro pharma | 8.00 | 22.00 |
Flunac | Drug Int | 8.00 | 22.00 |
Flusaf | White Horse | 8.00 | 22.00 |
Flungata | Bio Pharma | 8.00 | 22.00 |
Galfin | Genarel | 8.00 | 22.00 |