ঔষধ পরিচিতি

এজিথ্রোমাইসিন ( Azithromaycin) – USP কি কাজ করে | Mode Of Action

ইউ এস পি ফর্মুলায় বাজারজাত করা এজিথ্রোমাইসিন একটি এজালাইড এন্টিবায়োটিক। যা গ্রাম পজেটিভ ও গ্রাম নেগেটিভ অনুজীবগুলির বিরুদ্ধে কার্যকর।
এজিথ্রোমাইসিন তার প্রতি সংবেদনশীল ব্যাকটেরিয়া সমুহের, পেপটাইড ট্রান্সলোকেশনকে বাধাগ্রস্থ করার মাধ্যমে, রাইবোজম ক্রিয়াকে বিঘ্নিত করে।

উপস্থাপনা :

২৫০ মিঃ গ্রাঃ ট্যাবলেট / ক্যাপসুল ৫০০ মিঃ গ্রাঃ ট্যাবলেট। আই ভি (IV INJ.) ৫০০ মিঃগ্রাঃ ইঞ্জেকশনেও পাওয়া যায়। এবং পাউডার ফর সাসপেনশন প্রতি ৫ মিঃ লিঃ তে ২০০ মিঃ গ্রাঃ হিসাবে, PFS বোতলজাত করা হয়। যা এজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট এর সমতুল্য।

Azithromycin কিসের ঔষধ

ফ্যারিংসের প্রদাহ, টনসিলের প্রদাহ, সাইনাসের প্রদাহ, ওটাইটিস মিডিয়া, নিন্ম শ্বাসতন্ত্রের প্রদাহ, কমিউনিটি এক্যুয়ার্ড নিউমোনিয়া, তীব্র ব্যাকটেরিয়া জনিত COPD, ব্রংকাইটিস, ব্রণ, ত্বক ও নরম কোষের সংক্রমন, স্যানক্রয়েড বা যৌণাঙ্গে আলসার, নন গনোকোক্কাল দ্বারা মুত্রনালীর প্রদাহ, সারভিসাইটিস, টাইফয়েড ও প্যারাটাইফয়েড, ডায়রিয়া, কলেরা, সিগেলোসিস, দাঁতের সংক্রমন, চোখের সংক্রমনে বিশেষজ্ঞ ডাক্তারগন প্রেসক্রিপশন করে থাকেন।

প্রতিনির্দেশনা :

এজিথ্রোমাইসিন বা অন্য কোন ম্যাক্রোলাউড এন্টিবায়োটিকে অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত। আরগট গোত্রের সাথেও প্রতিনির্দেশিত।

পুর্ব সতর্কতা :

এজিথ্রোমাইসিন সুসহনীয়। মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া এখনও বিরল। এর মধ্যে বমি ভাব, বমি, আন্ত্রিক ব্যথা ও অস্বস্থি, ডায়রিয়া, মাথাব্যথা, ঘুমঘুম ভাব, ত্বকে লাল দাগ, এসব কিছুই ঔষধ খাওয়া শেষ হলে আর থাকেনা। কোন কোন ক্ষেত্রে যকৃত ট্রান্সএমাইনেজের পরিমান বৃদ্ধি পেতে পারে। তবে এটি সহজেই পরিবর্তন যোগ্য।

গর্ভাবস্থায় ও স্তন্যদানে :

USFDA প্রেগন্যান্সি ক্যাটাগরী – B প্রানীজ পরিক্ষায়, এজথ্রোমাইসিন কতৃক ভ্রুণের উপর ক্ষতিকর, কোন প্রভাবের প্রমান পাওয়া যায়নি। যেহেতু প্রণীজ প্রজনন পরিক্ষা, সবসময় মানুষের প্রতিক্রিয়ার প্রতিনিধিত্ব করেনা। তাই প্রয়োজনের উপর বিবেচনা করে সতর্কতার সাথে সেবন করা উচিত।

এ্যাজিথ্রোমাইসিন সাসপেনশন এর প্রস্তুত প্রণালী :

প্রথমে পাউডারপুর্ন বোতলটি ভালভাবে ঝাকিয়ে নিন। তারপর প্যাকের গায়ে নির্দেশনা অনুযায়ী, পরিমাপক চামচের সাহায্যে ফুটানো ঠান্ডা পানি মিশিয়ে নিন। এবং আবার ঝাকিয়ে নিয়ে ভালভাবে মেশান।

এ্যাজিথ্রোমাইসিন খাওয়ার নিয়ম

এজিথ্রোমাইসিন ২৪ ঘন্টায় একবার সেবন করতে হয়। অর্থাৎ রোজ ১ বার। এবং রোগ অনুযায়ী বিভিন্ন মেয়াদে মাত্রা দেয়া হতে পারে। কোন কোন রোগের জন্য ৩ দিন অথবা ৫ দিন হতে পারে। অবশ্যই প্রেশক্রিপশনে দেয়া নিয়ম অনুযায়ী সেবন করতে হবে।

বিভিন্ন কোম্পানীর দেয়া ঔষধের নাম –

AZ – Aristopharma.
Azaltic – Nipro JMI.
Azicin – Opsonin.
Azimax – Drug International.
Azin – Acme.
Azinil – Apex pharma.
Azithrocin – Beximco.
Azo – Delta pharma.
Odazith – ACI ltd.
Simpli-3 – Beacon.
Zimax – Square.
Zithrin – Renata ltd.

সাবধানতা :

এজিথ্রোমাইসিন একটি এন্টিবায়োটিক! তাই ডাক্তারের পরামর্শ ব্যতিত কোন অবস্থাতেই মনগড়া সিদ্ধান্ত নিয়ে সেবন করবেননা। এতে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। এই লেখায় শুধুমাত্র ধারনা দেয়ার জন্য ও সতর্কতার জন্য উপস্থাপন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X