ঔষধ পরিচিতি

ডাইক্লিজ প্লাস ২০ ট্যাবলেট কিসের ঔষধ | Dicliz plus 20 Tablet

ডাইক্লিজ প্লাস ২০ ট্যাবলেট : প্রতিটি ফিল্ম কোটেড এক্সটেনডেড রিলিজ ট্যাবলেটে আছে ডক্সাইলএমিন সাক্সিনেট ইউএসপি ২০ মি.গ্রা . এবং পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড বিপি ২০ মি.গ্রা ।

ডাইক্লিজ প্লাস ২০ এর কাজ কি

ডক্সাইলএমিন হচ্ছে এন্টিহিস্টামিন যা হিস্টামিন ( H1 ) রিসেপ্টরকে ব্লক করে । এটি ভেস্টিবুলার সিস্টেমকে প্রভাবিত করে এবং ভমিটিং সেন্টারকে অনুভূতিহীন করে । এটি মাস্কারিনিক রিসেপ্টরকে বাঁধা দানের মাধ্যমে এন্টিহিস্টামিন এন্টিইমেটিক কার্যকারিতায় ভূমিকা প্রদান করে । পাইরিডক্সিন ( ভিটামিন বি ৬ ) হচ্ছে এমন একটি ভিটামিন যা এটির এন্টিইমেটিক বৈশিষ্ট্যের কারণে বমি বমি ভাব এবং বমি প্রতিরোধে ব্যবহৃত হয় ।

Dicliz Plus 20 কিসের ঔষধ

ডাইক্লিজ প্লাস ২০ বমি বমি ভাব ও বমির চিকিৎসায় গর্ভবতী মহিলাদের জন্য নির্দেশিত ।

ডাইক্লিজ প্লাস ২০ খাওয়ার নিয়ম

রাতে ঘুমের আগে খালি পেটে ১ টি ট্যাবলেট খেতে হবে । যদি লক্ষণ পর্যাপ্ত ভাবে নিয়ন্ত্রিত না হয় তাহলে দৈনিক ২ টি ট্যাবলেট পর্যন্ত মাত্রা বাড়ানো যাবে ( একটি সকালে এবং একটি রাতে ) ।

ডাইক্লিজ প্লাস ট্যাবলেট এর পার্শ্ব – প্রতিক্রিয়া :

সর্বাধিক লক্ষনীয় পার্শ্ব – প্রতিক্রিয়া হচ্ছে তন্দ্রাচ্ছন্নতা । যেহেতু গর্ভবতী মহিলাদের জন্যই বিশেষভাবে নির্দেশিত, তাই একটু সতর্কতার সাথে গৃহস্থালি কাজ সম্পাদন করতে হবে।

Dicliz plus tablet এর বিপরীত নির্দেশনা :

এই কম্বিনেশনটি ডক্সাইলএমিন সাক্সিনেট , অন্যান্য ইথানোলামিন ডেরিভেটিভ এন্টিহিস্টামিন , পাইরিডক্লিন হাইড্রোক্লোরাইড , মনোএমাইন অক্সিডেজ ইনহিবিটর অথবা এই ফরমুলেশনে উপস্থিত অন্যান্য উপাদানের প্রতি অতিসংবেদনশীল মহিলাদের ক্ষেত্রে বিপরীত নির্দেশিত ।

আরও পড়ুন – সেক্স ট্যাবলেট এর নাম

সতর্কতা ও সাবধানতাঃ এই কম্বিনেশনটি ডক্সাইলএমিন সাক্সিনেট এন্টিহিস্টামিনের এন্টিকোলিনার্জিক বৈশিষ্ট্যের কারণে তন্দ্রাচ্ছন্নতা ঘটাতে পারে । মহিলাদের সে সকল কর্মকান্ড এড়িয়ে চলা উচিত , যেসকল কর্মকান্ডে সম্পূর্ণ মানসিক সতর্ককর্তা প্রয়োজন , যেমন – গাড়ি চালানো অথবা ভারি যন্ত্রপাতি চালানো ইত্যাদি । যে সকল মহিলা অ্যালকোহলসহ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ( সিএনএস ) ডিপ্রেসেন্টস সেবন করে তাদের জন্য এই সমস্ত ওষুধ প্রযোজ্য নয় । বিশেষ গ্রুপের রোগীদের ক্ষেত্রে ব্যবহার

ডাইক্লিজ প্লাস ট্যাবলেট এর প্রেগনেন্সি ক্যাটাগরি

প্রেগনেন্সি ক্যাটেগরি A ড্রাগ । ডক্সাইলএমিন এবং পাইরিডক্সিন উভয়ই প্রেগনেন্সি ক্যাটাগরি A ড্রাগ , তাই গর্ভবতী মহিলাদের নিরাপদে ডাইক্লিজ প্লাস ২০ দেয়া যেতে পারে । স্তন্যদানকালীন ব্যবহার : ডক্সাইলএমিন এবং পাইরিডক্সিন উভয়ই মাতৃদুগ্ধে নিঃসরিত হতে পারে । তাই স্তন্যদানকালীন সময়ে সতর্কতা অবলম্বন করা উচিত ।

আরও পড়ুন – গর্ভাবস্থায় এ্যালজিন ট্যাবলেট

ওষুধের পারস্পরিক ক্রিয়া : এই ওষুধ সে সকল মহিলাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত যারা মনোএমাইন অক্সিডেজ ইনহিবিটর নিচ্ছে , যা এন্টিহিস্টামিনের এন্টিকোলিনার্জিকের প্রভাবকে দীর্ঘায়িত এবং তীব্রতর করতে পারে । অ্যালকোহল এবং অন্যান্য সিএনএস ডিপ্রেসেন্টস ( যেমন – সিডেটিভ হিপনোটিক এবং ট্র্যানকুইলাইজার ) এর সাথে এই কম্বিনেশন ব্যবহার নির্দেশিত নয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X