ঔষধ পরিচিতি

লিভোফ্লক্সাসিন কি ধরনের এন্টিবায়োটিক | Livofloxacin INN

লিভোফ্লক্সাসিন এক প্রকার কৃত্রিম , বিস্তৃত বর্ণালী , তৃতীয় প্রজন্মের ফ্লোরোকুইনোলন ডেরিভেটিস অ্যান্টিব্যাকটেরিয়াল ঔষধ মুখে খাওয়ার জন্য । কিছু কিছু কোম্পানির PFS ও Injection পাওয়া যায়।
রাসায়নিকভাবে লিভোফ্লক্সাসিন এক প্রকার ক্লাইরাল ফুরিনেটেড কার্বোক্সিকুইনোলন ।

লিভোফ্লক্সাসিন কি রোগের এন্টিবায়োটিক

লিভোফ্লক্সাসিন মৃদু , মাঝারি এবং মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে এমন অবস্থাগুলোর জন্য দায়ী নিম্নলিখিত সংবেদনশীল অনুজীবগুলোর বিরুদ্ধে চিকিৎসায় নির্দেশিত :
১. স্ট্রেপটোকক্কাস নিউমোনি , হেমোফিলাস ইনফ্লুয়েনজি অথবা মোরাক্সিলা ক্যাটারালিস এর কারণে তীব্র ম্যাক্সিলারি সাইনুসাইটিস ।
২. ষ্ট্যাফাইলোকক্কাস অরিয়াস , ট্রেপটোকক্কাস নিউমোনি , হিমোফিলাস ইনফ্লুয়েনজি অথবা মোরাকিলা ক্যাটারালিস এর কারণে দীর্ঘদিনের ব্রংকাইটিসের হঠাৎ বৃদ্ধি ।

৩. ষ্ট্যাফাইলোকক্কাস অরিয়াস , ট্রেপটোকক্কাস নিউমোনি , হিমোফিলাস ইনফ্লুয়েনজি , কেবসিয়েলা নিউমোনি , মোরাক্সিলা ক্যাটারালিস , ক্যামাইডিয়া নিউমোনি , লেজিওনেলা নিউমোফিলা অথবা মাইকোপ্লাজমা নিউমোনি এর কারণে কমিউনিটি এ্যাকুয়ার্ড নিউমোনিয়া ।

৪. ইসচেরিসিয়া কোলাই , কেবসিয়েলা নিউমোনি অথবা স্ট্যাফাইলোকক্কাস স্যাফরোফাইটিকাস এর কারণে মূত্রনালীর জটিল এবং সাধারণ সংক্রমণ ।
৫. ইসচেরিসিয়া কোলাই – এর কারণে বৃক্কের তীব্র প্রদাহে ।
৬. সাধারণত : ষ্ট্যাফাইলোকক্কাস অরিয়াস , স্ট্রেপটোকক্কাস পায়োজিনেস অথবা এ্যন্টারোকক্কাস ফিকালিস- এর কারণে ত্বক এবং নরম কলার জটিল এবং সাধারণ সংক্রমণে ( যেমন : এ্যাবসেস , সেলুলাইটিস , ফুরনোকুলস , ইমপেটিগো , পায়োডারমা , ক্ষতের সংক্রমণ ) ।

৭. এ্যান্টারোব্যাকটার স্পেসিস , ইসচেরিসিয়া কোলাই , ক্যাম্পাইলোব্যাক্টর স্পেসিস , ভিবরিও কলেরা , সিগেলা স্পেসিস , সালমোনেলা স্পেসিস দ্বারা আন্ত্রিক সংক্রমণে ।

লিভোফ্লক্সাসিন খাওয়ার নিয়ম

তীব্র সাইনুসাইটিসে : দৈনিক ৫০০ মি.গ্রা . করে ১০ থেকে ১৪ দিন ।
পুরানো ব্রংকাইটিসের হঠাৎ বৃদ্ধিতে : দৈনিক ৫০০ মি.গ্রা . করে ৭ দিন ।
কমিউনিটি এ্যাকুয়ার্ড নিউমোনিয়াতে : দৈনিক একবার ৫০০ মি.গ্রা.করে ৭ থেকে ১৪ দিন ।
ত্বক এবং নরম কলার সাধারণ সংক্রমণে : দৈনিক ৫০০ মি.গ্রা . করে ৭ থেকে ১০ দিন ।
এন্টারিক ফিভার : দৈনিক ৫০০ মি.গ্রা . করে ১০ থেকে ১৪ দিন ।

ডায়রিয়া , কলেরা , সিগোলোসিস্ ও এ্যন্টারাইটিস : মৃদু থেকে মাঝারি : ৫০০ মি.গ্রা . ( একক মাত্রা ) ।
মাঝারি থেকে তীব্র : দৈনিক ৫০০ মি.গ্রা . করে ৩ দিন । প্রতিটি ক্ষেত্রে রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধারাবাহিক চিকিৎসা দেয়া যেতে পারে

সতর্কতা : লিভোফ্লক্সাসিন সেবনের সময় নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করা উচিত । লিভোফ্লক্সাসিন সেবনের সময় মূত্রের ঘনত্ব কমানোর জন্য যথেষ্ট পানি পান করা উচিত । বৃক্কের কার্যকারিতা কম থাকলে লিভোফ্লক্সাসিনের মাত্রা পুনঃনির্ধারণ করা উচিত ।

Livofloxacin এর পার্শ্ব প্রতিক্রিয়া :

লিভোফ্লক্সাসিন সাধারণত : বেশ সহনীয় । তারপরও ইহা সেবনের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ।
পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে বমি বমি ভাব , বমি , ডায়রিয়া , পেটে ব্যথা , পেট ফাঁপা এবং বিরল ক্ষেত্রে আলোক সংবেদনশীলতা ( ০.১ % ) ।
খুবই বিরল কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতর ট্রেমার , বিষণ্নতা , অস্থিরতা , মানসিক বিভ্রম ।

লিভোফ্লক্সাসিন এর বিরূপ নির্দেশনাঃ

যে সমস্ত রোগীদের লিভোফ্লক্সাসিন , ব্যাকটেরিয়া বিরোধী কুইনোলোন এজেন্ট অথবা লিভোফ্লক্সাসিন এর যে কোন উপাদানের প্রতি সংবেদনশীলতার ইতিহাস আছে তাদের প্রতি ইহা নির্দেশিত নহে ।

অন্য ঔষধের সাথে বিক্রিয়া :

এন্টাসিড , আয়রণ এবং এড্‌জরবেন্টস : লিভোফ্লক্সাসিনের শোষণ কমায় । এনএসএআইডি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উত্তেজনা বৃদ্ধি করতে পারে ।
ওয়ারফারিন রক্তপাতের আশংকা বৃদ্ধি করতে পারে ।

গর্ভাবস্থা এবং দুগ্ধদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় Livofloxacin ব্যবহার করা যায় কিনা তা নিয়ে পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা হয়নি । গর্ভাবস্থায় ভ্রণের সম্ভাব্য বিপদ এবং রোগীর ঔষধ সেবনে প্রাপ্ত সুবিধার কথা যাচাই করে লিভোফ্লক্সাসিন সেবন করা উচিত ।

ধারণা করা হয় যে লিভোফ্লক্সাসিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় । রোগীর নিকট ঔষধের গুরুত্ব বিবেচনা করে , ঔষধ সেবন বা দুগ্ধদান বন্ধ করার সিদ্ধান্ত নেয়া উচিত শিশুদের ক্ষেত্রে ব্যবহার : শিশুদের জন্য ইহা নির্দেশিত নয় ।

সাবধানতা

livofloxacin INN একটি এন্টিবায়োটিক , তাই এই ঔষধ ডাক্তারের পরামর্শ ব্যতিত সেবন করা যাবেনা। এমনকি রেজিষ্ট্রারড ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন বন্ধ ও করা যাবেনা।

বাজারে প্রচলিত কয়েকটি কোম্পানির livofloxacin এর নাম

Trade NameCompany
EvoBeximco
levogenGeneral
LefloxACI Ltd
LeoAcme
LevokingRenata
LevonixZiska
LevosinaIbn Sina
LevoxOpsonin
LocinGlobe
OlcinDelta Pharma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X