রোগ নির্নয়সাধারন জ্ঞানস্বাস্থ্য টিপস

প্রস্রাব আটকে গেলে কি করনীয় | কারনসহ বিস্তারিত।

প্রস্রাব আটকে যায় কেন বা Retention of Urine। প্রস্রাসবের থলিতে প্রস্রাব জমা থাকার পরেও, প্রস্রাব কেন আটকে যায়। এটাও একটা শারীরিক সমস্যা। যাকে Retention of Urine বলে। এই সমস্যার অনেক রোগীকে, প্রায় সময় ক্যাথিদার এর মাধ্যমে প্রস্রাব করাতে হয়। প্রস্রাব আটকে গেলে কি করনীয় ।

প্রস্রাব আটকে যায় কেন :

  • বৃদ্ধ পুরুষদের প্রস্টেট গ্লান্ড বড় হলে, প্রস্রাব আটকে যায়, বা বন্ধ হয়ে যেতে পারে।
  • Renal artery Slenosis হলে, প্রস্রাব কম হয়, বা বন্ধ হয়ে যায়।
  • প্রাপ্তবয়স্কদের প্রস্রাবনালীর ছিদ্র প্রদাহ বশতঃ চিকন হলে, এই রোগ হতে পারে। তবে গণোরিয়ায় আক্রান্ত হলে, এই সমস্যা দেখা দিতে পারে।
  • প্রাস্রাবনালীতে পাথর হলে প্রস্রাব আটকে যেতে পারে।
  • ব্লাডারের মধ্যে রক্ত জমাট বেঁধে, প্রস্রাব আটকে যেতে পারে।
  • গর্ভধারিনী ও বৃদ্ধা মহিলাদের জরায়ু পিছনের দিকে, ঝুলে ইউরিথ্রাতে চাপ পড়লে।
  • যৌনাঙ্গে অত্যাধিক আঘাত পেলেও প্রস্রাব আটকে যায়।
  • প্রস্রাবনালীর বাইরে লিঙ্গের চামড়ার মুখ আটকে গেলেও প্রাস্রাবে অসুবিদা হয়। এটাকে ফাইমোসিস বলে।
  • হিসটিরিয়া রোগ হলে, এবং হাই প্রেসার জনিত স্ট্রোক হলে প্রস্রাব আটকে যেতে পারে।
  • কোষ্ট্যকাঠিন্যের জন্য ইউরেথ্রায় চাপ পড়লে, প্রস্রাব আটকায়।
  • মেরুদন্ডে আঘাত থেকে বা কোন রোগ হলেও প্রস্রাব আটকাতে পারে।
  • গর্ভবতী মায়েদের পেটের বাচ্চার মাথার চাপ থেকেও, প্রস্রাব আটকানোর কারন হতে পারে।

UTI বা ইউরেথ্রাইটিস হলো কি?

অনেকের ধারনা এটা কি UTI বা ইউরিনারিনারী ট্রাক্ট ইনফেকশন? না এই রোগটা তা নয়। তাতরাঙ্গী বলে যদি তার ট্রিটমেন্ট করান, তার সঠিক চিকিৎসা হলোনা। কারন এটি বিভিন্ন কারনে হয়। সুতারাং এই রোগ তাতরাঙ্গী বা UTI নয়। Urinary tract infection কে সাধারন রোগীরা তাতরাঙ্গী বলেও ডাকে। তবে প্রস্রাব আটকে যাওয়া আর একটু একটু প্রস্রাব হওয়া এক নয়। তাতরাঙ্গীতে অল্প অল্প প্রস্রাব হয়। সাথে টনটন করে।

প্রস্রাব আটকে যাওয়ার লক্ষন :

  • মুত্রথলিতে প্রস্রাব জমা হয়ে, ঐ স্থানে টনটন করে। এবং প্রস্রাব করতে না পারায়, রোগীর অস্বস্থিবোধ হয়।
  • যেখার ব্লাডারের অবস্থান, সেই জায়গাটা ফুলে যায়।
  • ৮-১০ ঘন্টা বা তার বেশী সময় ধরে প্রস্রাব না হওয়া।

প্রস্রাবজনিত টেস্ট :

  • Urine R/M/E
  • Blood C/P
  • Cholesterol
  • USG of KUB
  • Renogramine

প্রস্রাব আটকে যাওয়ার চিকিৎসা :

প্রস্রাব আটকে গেলে কি করনীয়। প্রথমতঃ সঠিক কারন খুঁজে বের করা। কেননা, অনেক কারনেই তো প্রস্রাব আটকে যায়। এটা প্রথম অংশে বলেছি।
মুত্রথলির উপরে গরম পানির সেঁক দিলে প্রস্রাব হতে পারে। Hot water bag ব্যাবহার করতে পারেন। অথবা পানির বোতলও ব্যাবহার করতে পারেন।
কোষ্ঠ্যকাঠিন্যের জন্য প্রস্রাব বন্ধ হলে। গরম পানির সাথে গ্লিসারিন, Soft shop water দ্বারা সাপোজিটরী হিসাবে ব্যাবহার করতে পারেন।

উপরের পদ্ধতিতে প্রস্রাব না হলে, মুত্রনালীতে ক্যাথাদার ঢুকাতে হবে। আর এজন্য অবশ্যই হাসপাতালে যেতে হবে। প্রস্রাব আটকে গেলে কি করনীয় ।
প্রোস্টেড গ্লান্ড বড় হয়ে গেলে তার চিকিৎসার জন্য, একজন ইউরোলজিস্টের স্মরনাপন্ন হতে হবে।
মুত্রনালীতে পাথর হলে অথবা ফাইমোসিস হলেও সার্জারী ডাক্তার দিয়ে, অপারেশন করাতে হবে।দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X