ঔষধ পরিচিতি

হামদর্দ এর জন্ডিসের ঔষধ | সেবনের নিয়মসহ বিস্তারিত

হামদর্দ ল্যাবরেটরীজ – বাংলাদেশে ইউনানী, আয়ুর্বেদ, ও হারবাল ঔষধ প্রস্তুত ও বাজারজাতকারী হিসাবে একটি বিশ্বস্থ প্রতিষ্ঠানের নাম। সেই হিসাবে, অনেকেই হামদর্দ এর জন্ডিসের ঔষধ ঔষধগুলো আস্থার সাথেই সেবন করেন। তাই নিচে এই প্রতিষ্ঠানের আরও কিছু জন্ডিসের ঔষধের লিস্ট তুলে ধরা হলো। যেন আরও কিছু ধারনা পেতে সহায়তা করে।

সিরাপ SYRUP ইকটার্ন দিনার (ICTURN DINAR)

লিভারের গোলযোগ ও লিভার সুরক্ষায় অনুপম হারবাল ওষুধ।
ইকটার্ন কাসনী মূল ও বীজ , গোলাপ ফুল , গাওজবান , শাপলা ফুল , স্বর্ণলতা , রেউচিনি এবং অন্যান্য উপাদানের অপূর্ব সমন্বয়ে প্রস্তুত , যা সকল প্রকার জন্ডিস ও হেপাটাইটিস নিরাময়ে অত্যন্ত কার্যকরী ।
ইকটার্ন পিত্তনালির প্রতিবন্ধকতা অপসারণ করে সঠিকভাবে পিত্ত নিঃসরণে সহায়তা করে, এবং লিভারের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখে ।

উপাদান – প্রতি ৫ মিলি সিরাপে আছে
Cichorium endivia root ( কাসনী মূল )
Cichorium endivia seed ( কাসনী বীজ )
Rosa damascena flower ( গোলাপ ফুল ) ৪০০ মিগ্রা ২০০ মিগ্রা ২০০ মিগ্রা
Borago officinalis ( গাওজবান ) ১০০ মিগ্রা
Nymphaea nouchali ( শাপলা ফুল ) ১০০ মিগ্রা
Cuscuta reflexa ( স্বর্ণলতা ) ১৫০ মিগ্রা
Rheum emodi ( রেউচিনি ) ১২৫ মিগ্রা
অন্যান্য উপাদান পরিমাণমত

ইকটার্ন দিনার কি কাজ করে

জন্ডিস – হেপাটাইটিস পিত্তনালির প্রতিবন্ধকতা শোথ, ফুসফুসের আবরক ঝিল্লির প্রদাহ, কোষ্ঠকাঠিন্য, অরুচি, জরায়ুর প্রদাহ, সহ লিভারের দূর্বলতায় কার্যকরী।

ইকটার্ন দিনারের সেবনবিধি

প্রাপ্ত বয়স্ক : ২-৩ চা চামচ দৈনিক ২ বার আহারের পর ।
অপ্রাপ্ত বয়স্ক : ১ / ২-১ চা চামচ দৈনিক ২ বার আহারের পর ।
অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ।

প্রতিনির্দেশ : কোন প্রতিনির্দেশ নেই ।
পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি ।
সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন ।
পরিবেশনা – এম্বার বোতলে ৪৫০ মিলি , ২২৫ মিলি ও ১০০ মিলি সিরাপ ।

সিরাপ জাবিন (SYRUP JABEEN) এর কাজ

সিরাপ জাবীন – কাসনী বীজ , জটামাংসী , রান্ধুনী বীজ , মৌরি ও অন্যান্য মূল্যবান সমন্বয়ে প্রস্তুত ।
এতে বিদ্যমান কাসনী বীজ পিত্ত নিঃসারক হিসেবে কাজ করে এবং পিত্ত জন্ডিস ও দীর্ঘমেয়াদী জ্বর উপশম করে ।
জটামাংসী প্রদাহ , জ্বর এবং শরীরের জ্বালাপোড়া দূর কর ইহা রক্ত পরিশোধন করে ও লিভার সুরক্ষা করে ।
রান্ধুনী বীজ হজমকারক , সংক্রমণ প্রতিরোধক ও বিষক্রিয়া দূরকারক ।
মৌরি প্রদাহ নিবারক , মূত্রকারক এবং পিত্তনালি ও মূত্রতন্ত্রের প্রতিবন্ধকতা অপসারণ করে ।

জাবীন এর ইউনানী উপাদান

প্রতি ৫ মিলি সিরাপে আছে
Cichorium endivia seed ( কাসনী বীজ )
Nardostachys jatamansi ( জটামাংসী ) ১২৫.০০ মিগ্রা ২৫০.০০ মিগ্রা ৬২.৫০ মিগ্রা
Apium graveolens seed ( রান্ধুনী বীজ )
Foeniculum vulgare ( মৌরি ) ৬২.৫০ মিগ্রা
অন্যান্য উপাদান পরিমাণমত

সিরাপ জাবীন এর উপকারীতা

লিভারের প্রদাহজনিত জন্ডিস জ্বর ।
মূত্রস্বল্পতা

সেবনবিধি
৩ চা চামচ দৈনিক ২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ।
প্রতিনির্দেশ
কোন প্রতিনির্দেশ নেই ।
পার্শ্ব প্রতিক্রিয়া
নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি ।
সতর্কতা – শিশুদের নাগালের বাইরে রাখুন ।

আরক মাকো ARAQ MAKO লিভারের শক্তিবর্ধক ও প্রদাহ নিবারক

আরক মাকো লিভারের প্রদাহ ও জন্ডিস এর চিকিৎসায় অত্যন্ত সুফলদায়ক । ইহা লিভারের শক্তি ও কার্যক্ষমতা বৃদ্ধি করে । আরক মাকো কাকমাচী ও অন্যান্য মূল্যবান উপাদানের সমন্বয়ে প্রস্তুত । কাকমাচী প্রদাহ নিবারক , লিভার সুরক্ষাকারক , রক্ত পরিশোধক ও মূত্রকারক । ইহা জন্ডিস , শোথ ও জ্বর নিরাময়ে কার্যকরী ।

প্রতি ৫ মিলি আরকে আছে
Solanum nigrum ( কাকমাচী ) ৫০০ মিগ্রা পরিমাণমত অন্যান্য উপাদান

নির্দেশনা– লিভারের প্রদাহ লিভারের দুর্বলতা
সেবনবিধি- ৮-১৬ চা চামচ দৈনিক ২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ।
প্রতিনির্দেশ- কোন প্রতিনির্দেশ নেই ।
পার্শ্ব প্রতিক্রিয়া– নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি ।

জিগারিন ক্যাপসুল (CAPSULE JIGARINE) – লিভারের বৃদ্ধি ও দুর্বলতার চিকিৎসায় অত্যন্ত কার্যকরী

জিগারীন হামদর্দ – এর গবেষণালব্ধ ওষুধ , যা সুসম্পন্নভাবে লিভারের শক্তি বৃদ্ধি করে এবং সঠিক কর্মক্ষমতা বজায় রাখে । জিগারীন প্রদাহ নিবারক ও লিভার সুরক্ষাকারক হিসেবে অত্যন্ত কার্যকরী ইহা রক্তের বিষক্রিয়া দূর করে , বিভিন্ন কেমিকেল ও বিষাক্ত পদার্থের ধ্বংস হতে লিভারকে সুরক্ষা করে , বাইল বা পিত্ত নিঃসরণ , ক্ষুধা , হজম প্রক্রিয়া উন্নত করে এবং সেইসাথে সুস্বাস্থ্য বজায় রাখে । এছাড়াও জিগারীন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে ।

উপাদান- প্রতি ক্যাপসুলে আছে
Achillea millefolium বরজাসুফ ( ঘনীভূত নির্যাস আকারে ) ২৫০ মিগ্রা ২৫০ মিগ্রা
Artemisia ahsinthium আসাতীন ( নাগদনা )
অন্যান্য উপাদান পরিমাণমত

নির্দেশনা- লিভারের বৃদ্ধি ও দুর্বলতা লিভারের প্রদাহ লিভারের প্রদাহজনিত জন্ডিস শোথ
সেবনবিধি– ২ ক্যাপসুল দৈনিক ২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ।
প্রতিনির্দেশ– কোন প্রতিনির্দেশ নেই ।
পার্শ্ব প্রতিক্রিয়া– নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি ।

ট্যাবলেট হেপালজিন (TABLET HEPALGIN ) – লিভার ও পাকস্থলীর গোলযোগ নিরাময়ে কার্যকরী

হেপালজিন লিভারের শক্তি এবং কার্যক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী মূল্যবান প্রাকৃতিক ওষুধি উপাদানের সমন্বয়ে প্রস্তুত । ট্যাবলেট হেপালজিন লিভারকে শক্তিশালী করে ও পিত্ত নিঃসরণ নিয়মিত রাখে । ইহা বায়ু নিঃসারক , ক্ষুধাবর্ধক ও কোষ্ঠ পরিষ্কারক হিসেবে কাজ করে ।

উপাদান- প্রতি ট্যাবলেটে আছে
Embelia ribes ( বিরঙ্গ ) ৪৫.৪৫ মিগ্রা
Terminalia chebula ( হরীতকী ) ৪৫.৪৫ মিগ্রা
Zingiber officinale dry ( শুল্ক আদা ) ৪৫.৪৫ মিগ্রা
Zingiber zerumbet ( একাঙ্গী ) ৪৫.৪৫ মিগ্রা
Piper nigrum ( গোলমরিচ ) ৪৫.৪৫ মিগ্রা
Sodium borate ( সোহাগা ) ৪৫.৪৫ মিগ্রা
Ammonium chloride ( নিশাদল )
অন্যান্য উপাদান ৪৫.৪৫ মিগ্রা পরিমাণমত

নির্দেশনা– হেপাটাইটিস ( লিভারের প্রদাহ ) লিভারের দুর্বলতা বদহজম – পাকস্থলীর দুর্বলতা
সেবনবিধি– ১-২ ট্যাবলেট দৈনিক ২-৩ বার আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ।
প্রতিনির্দেশ– কোন প্রতিনির্দেশ নেই ।
পার্শ্ব প্রতিক্রিয়া– নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি ।

সিরাপ অমৃতারিস্ট (SYRUP AMRITARIST)

যা অমৃতানি জ্বর নিবারক ও লিভার সুরক্ষাকারক অভাবিধ পরিশোষণ করে , প্রস্রাবের জ্বালাপোড়া ও মূত্রনালীর বিভিন্ন সংক্রমণ দূর রান , অণুজীবনাশক ও শান্তকারক । অমৃতারিষ্ট সকল প্রকার জুর ও পুরাতন জ্বর , ভারী বৃদ্ধি জনিত সমস্যায় অত্যন্ত সুফলদায়ক ।

প্রতি ৫ মিলি সিরাপে আছে ।
Tinaspora cordifolia (গুলঞ্চ )
Aegle marmelos bark ( বেল ছাল )
Oroxylum indicum bark ( শ্যোনা ছাল )
Stereospermum suaveolens bark ( পারুল ছাল )
Premna integrifolia bark ( গণিয়ারী ছাল )
Uraria lagopoides ( চাকুলে)
Desmodium gangeticum ( শালপাণি )
Solanum Kanthocarpum ( কণ্টিকারী )
Tribulus terrestris ( গোক্ষুর কাঁটা )
Solanum indicum ( তিত বেগুন )
অন্যান্য উপাদান পরিমাণমত

জ্বর ও দীর্ঘ মেয়াদী লিভার ও প্লীহার বৃদ্ধি জন্ডিস এ প্রস্রাবের জ্বালাপোড়া রক্ত দূষণমূত্রনালির সংক্রমণ
সেবনবিধি– ২-৪ চা চামচ দৈনিক ৩ বার আহারের পর
অপ্রাপ্ত বয়স্ক -১/২ – ১ চা চামচ দৈনিক ৩ বার আহারের পর
অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবা

প্রতিনির্দেশ– কোন প্রতিনির্দেশ নেই ।
পার্শ্ব প্রতিক্রিয়া– নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি ।

সিরাপ রোহিতরাষ্টি (SYRUP ROHITAKARISTA) লিভারের বিভিন্ন সমস্যার চিকিৎসায় কার্যকরী

হামদর্দ রোহিতকারিষ্ট লিভারের শক্তি ও কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং পাকস্থলী ও লিভারের মধ্যে চমৎকার সমন্বয় সাধন করে । ইহা হেপাটাইটিস , জন্ডিস , লিভার ও প্লীহা বৃদ্ধি , শেষ পেটের গোলযোগ দূর করে এবং মুখে রুচি আনয়ন করে ।

প্রতি ৫ মিলি সিরাপে আছে
Aphanamixis polystachya ( রোহিতক )
Piper longum ( পিপুল )
Zingiber officinale ( আদা )
Cinnamomum zeylanicum ( দারচিনি )
Amomum subulatum ( বড় এলাচ )
Phyllanthus emblica ( আমলকী )
Terminalia chebula ( হরীতকী )
Terminalia belerica ( বহেড়া )
অন্যান্য উপাদান পরিমাণমত

জন্ডিস হেপাটাইটিস লিভার ও প্লীহা বৃদ্ধি । শোথ পেটের গোলযোগ – অরুচি দূর করতে রোহিতকারিষ্ট খুব কার্যকরী।

সেবনবিধি– প্রাপ্ত বয়স্ক : ২-৪ চা চামচ দৈনিক ২-৩ বার অপ্রাপ্ত বয়স্ক : ১ / ২-১ চা চামচ দৈনিক ২-৩ বার আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ।
প্রতিনির্দেশ– পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি ।

আরও পড়ুন – পরিপাকতন্ত্র বা পাচনতন্ত্রের রোগের উপসর্গ | যা খুব গুরুত্বপুর্ন।

হার্নিয়া বা অন্ত্রবৃদ্ধি কি | কারন ও সঠিক চিকিৎসা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X