ঔষধ পরিচিতি

সেফুরক্সিম এক্সিটিল Cefuroxim Axitil এর বিস্তারিত।

সেফুরক্সিম এক্সিটিল Cefuroxim axitil
হলো সেফালোস্পেরিন গোত্রের একটি এন্টিবায়োটিক Antibiotic। সেফুরক্সিম ব্যাপক বিস্তৃত বর্ণালী গ্রাম পজেটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণুর উপর কার্যকর।

কার্যকারীতা :

নিন্ম শ্বাসতন্ত্রের সংক্রমন :

ফুসফুসের তীব্র বা দীর্ঘায়ীত প্রদাহ। ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ব্রঙ্কিয়েকটেসিস, লাংএ্যাবসেস।

নাক কান গলার সংক্রমন :

যেমন – মধ্য কর্ণের প্রদাহ, সাইনুসাইটিস, টনসিলাইটিস, এবং ফেরেনজাইটিস। এগুলো উচ্চ শ্বাসতন্ত্রের সংক্রমন।

মুত্র জননতন্ত্রের সংক্রমন :

যেমন – কিডনী ও সন্নিহিত অঞ্চলের প্রদাহ বা পাইয়েলোনেফ্রাইটিস। মুত্রথলির প্রদাহ বা সিসটাইটিস। মুত্রনালীর প্রদাহ বা UTI ইউরেথ্রাইটিস সংক্রমন।

চর্ম ও নরম কোষকলার সংক্রমন :

নরম কোষকলার ফোঁড়া বা ফুরনকিউলোসিস। পুঁজ নিঃসরনকারী চর্মরোগ। ত্বকের স্টেপটোক্কাস ও স্টেফাইলোক্কাস সংক্রমনজনিত ফুসকুড়ি বা ইমপিটিগো। একিউট গণোরিয়া, গনোক্কাল ইউরেথ্রাইটিস, সারভিসাইটিস, মেনিনজাইটিস।

সেফুরক্সিম এর সেবন বিধি :

এই এন্টিবায়োটিক গ্রহনের সাথে, খাদ্য গ্রহনের পূর্বাপার সম্পর্ক নেই। শুধু ঔষধ গ্রহনের সময়কে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ প্রতি ১২ ঘন্টা অন্তর এই ঔষধ সেবন করতে হবে। এবং যথা নিয়ম বজায় থাকতে হবে। ঔষধের নির্ধারিত কোর্স অবশ্যই সম্পন্ন করতে হবে। অন্যথায় সেফুরক্সিম রোগীর শরীরে রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। সেফুরক্সিম এক্সিটিল সাধারনত সর্বনিন্ম ৫ দিন থেকে ৭ / ১০ থেকে রোগের তীব্রতা বুঝে, ২০ দিনও সেবন করা লাগতে পারে। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে।

উপস্থাপনা :

সেফুরক্সিম এক্সিটিল ১২৫, ২৫০, ও ৫০০ মিঃগ্রাঃ ট্যাবলেটে হয়ে থাকে।
এবং প্রতি ৫ মিঃলিঃ তে ১২৫ মিঃগ্রাঃ সাসপেনশন তৈরীর পাউডার থাকে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানে :

গর্ভাবস্থায় প্রথম ৩ মাস যেকোন এন্টিবায়োটিক ই পরিহার করা উচিত। তবে শেষভাগে মুত্রনালী ও অন্যান্য সংক্রমনে সেফুরক্সিমের নিরাপদ ব্যবহার রয়েছে।

ব্যবসায়ীক নাম :

Axicef – Unimed & unihealth.
Axim – Aristopharma.
Cefobac – popular pharmacutical.
Cefotil – square pharmacutical.
Cerox – A – Aci ltd.
Furex – Drug International.
Furocef – Renata ltd.
Kilbac – Incepta pharmacutical.
Kilmax – Eskayef pharmacutical.
Merocef – Ibn sina pharmacutical.
Mextil – Bio pharma. ( সেফুরক্সিম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X