ইটোরিক্স ট্যাবলেট কিসের ঔষধ | Etorix Tablet
ইটোরিক্স ৬০/৯০/১২০ ট্যাবলেট হলো ইটোরিকক্সিব এর একটি প্রস্তুতি । এটি একটি নন স্টেরয়ডাল এন্টি ইনফ্লামেটরী ড্রাগ ( NSAID ) যা প্রদাহনাশক , ব্যথানাশক এবং জ্বরনাশক কার্যকারিতা দেখায় । এটি নির্দেশিত মাত্রায় বা এর উর্দ্ধে সাইক্লোঅক্সিজিনেস -২ ( COX – 2 ) এর সিলেকটিভ ইনহিবিটর , যা অত্যন্ত কার্যকর এবং মুখে সেবন যোগ্য ।
COX – ২ প্রাথমিক ভাবে প্রোস্টানয়েড তৈরীতে দায়ী যা ব্যথা , প্রদাহ এবংজ্বরের কারণ । পরিপাকতন্ত্রের কম ক্ষতি করে এবং অনুচক্রিকার উপর কোনরূপ ক্রিয়া না করে এ সকল ক্লিনিক্যাল লক্ষণগুলো ইটোরিকক্সিব কমায় সুনির্দিষ্টভাবে COX – ২ কে বাধা দিয়ে।
ইটোরিক্স ১২০ ট্যাবলেট এর কাজ কি
ইটোরিক্স ১২০ ট্যাবলেট নিম্নলিখিত ব্যথা ও প্রদাহ নিরাময়ের জন্য নির্দেশিত – অস্টিওআর্থ্রাইটিস – রিউমাটয়েড আর্থ্রাইটিস – তীব্র দাঁতের ব্যথা অথবা দাঁতের অস্ত্রোপচার পরবর্তী ব্যথা – তীব্র ব্যথা এবং প্রদাহ – দীর্ঘমেয়াদী মাংস পেশীর ব্যথা – তীব্র গেঁটেবাত – ডিসমেনোরিয়া অ্যানকাইলোজিং স্পনডাইলাইটিস
ইটোরিক্স ৬০/৯০/১২০ খাওয়ার নিয়ম
প্রাপ্ত বয়স্ক এবং কিশোর ( ১৬ বছরের উপরে ) অস্টিওআর্থ্রাইটিস , ডিসমেনোরিয়া এবং দীর্ঘমেয়াদী মাংসপেশীর ব্যথা , সাথে দীর্ঘস্থায়ী কোমর ব্যথা : ৬০ মি.গ্রা . দিনে একবার । রিউমাটয়েড আথ্রাইটিস এবং অ্যানকাইলোজিং স্পনডাইলাইটিস : ৯০ মি.গ্রা . দিনে একবার ।
তীব্র দাঁতের ব্যথা অথবা দাঁতের অস্ত্রোপচার পরবর্তী ব্যথা এবং তীব্র গেঁটেবাতের ব্যথা : ১২০ মি.গ্রা . দিনে একবার । শিশুদের ক্ষেত্রে ইটোরিকক্সিব এর নিরাপত্তা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি ।
টরী ১২০ ট্যাবলেট এর প্রতিনির্দেশনা
ইটোরিকক্সিব অথবা এর কোন উপাদানের প্রতি সংবেদনশীলদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত । সক্রিয় পেপটিক আলসার অথবা অস্ত্রে রক্তক্ষরণ ও প্রদাহ , মারাত্মক কনজেসটিভ হার্ট ফেইলিওর এবং তীব্রভাবে অকার্যকর যকৃতের রোগীদের ক্ষেত্রেও ইটোরিকক্সিব প্রতিনির্দেশিত ।
ইটোকক্স ১২০ ট্যাবলেট সেবনে সতর্কতা
এডভান্সড রেনাল ডিজিজের রোগীদের ক্ষেত্রে ইটোরিকক্সিব নির্দেশিত নয় । ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ৩০ মি.লি. / মি . এর কম , এমন রোগীদের ক্ষেত্রে ব্যবহার খুবই সীমিত । যদি এ সকল রোগীদের ইটোরিকক্সিব দিয়ে চিকিৎসা শুরু করা হয় তবে তাদের রেনাল কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত ।
ডিহাইড্রেশন রোগীদের ইটোরিকক্সিব দিয়ে চিকিৎসায় শুরু থেকে সতর্ক থাকতে হবে । এ ধরনের রোগীর ক্ষেত্রে এর ব্যবহার শুরু করার পূর্বে রোগীকে রিহাইড্রেট করে নিতে হবে । আগে থেকে ইডিমা আছে এমন , উচ্চ রক্তচাপ অথবা হার্ট ফেইলিওর এর রোগীদের ক্ষেত্রে ফ্লুইড রিটেনশন , ইডিমা অথবা উচ্চ রক্তচাপের সম্ভাবনা বিবেচনায় রাখতে হবে ।
আরও পড়ুন – দাউদের মলমের নাম কি
এছাড়াও যে সকল রোগী আগে থেকেই খাদ্যনালীতে ছিদ্র , ক্ষত এবং রক্তপাত ( পি.ইউ.বি ) সমস্যায় ভুগছেন এবং যাদের বয়স ৬৫ বছরের উপর এদের পি.ইউ.বি তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী । যে সকল রোগীদের লিভার অকার্যকারিতার চিহ্ন বা লক্ষণ দেখা যায় অথবা লিভার টেস্টে অস্বাভাবিকতা দেখা যায় , তাদেরকে দীর্ঘস্থায়ী লিভারের কার্যকারিতার টেস্ট করতে হবে ।
আরও পড়ুন – টিউমারের ঔষধ কি জেনে নিন
যদি দীর্ঘস্থায়ী লিভারের কার্যকারিতা টেস্টে অস্বাভাবিকতা ( স্বাভাবিক মাত্রার তিন গুন উপরে ) দেখা দেয় তবে এর ব্যবহার বন্ধ করতে হবে । যাদের তীব্র শ্বাসকষ্ট , চামড়ার ফুসকুড়ি ও নাশিকা প্রদাহ আছে এবং স্যালিসাইলেট অথবা নন সিলেকটিভ সাইক্লোঅক্সিজিনেস ইনহিবিটর ব্যবহারের ফলে সেসব সমস্যা আরো বেড়ে গিয়েছিল তাদের ক্ষেত্রে সাবধানতার সাথে এটি ব্যবহার করতে হবে । এটি জ্বরের উপসর্গ বন্ধ করে দিতে পারে , জ্বর হচ্ছে সংক্রমণের উপসর্গ । তাই রোগীর ইনফেকশনের চিকিৎসায় এর ব্যবহারে চিকিৎসকের সতর্কতা অবলম্বন করতে হবে ।
ইটোরিক্স ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারনত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে শুষ্ক মুখ , স্বাদে অরুচি , মুখে ক্ষত , পেট ফাঁপা , কোষ্ঠকাঠিন্য , মুখের স্বাদ এবং ওজনের পরিবর্তন , বুকে ব্যথা , দূর্বলতা , শরীরের কোন অংশে জ্বালা পোড়া , ইনফ্লুয়েঞ্জার মত লক্ষণ এবং মাংসপেশীর ব্যথা ।
আরও পড়ুন – ডায়রিয়া বা দীর্ঘস্থায়ী পাতলা পায়খানার ঔষধ
ড্রাগ ইন্টার্যাকশন ইটোরিকক্সিবের সাথে ওয়ারফেরিন , মিথোট্রেক্সেট , রিফামপিসিন , ডাইইউরেটিক্স , এসিই ইনহিবিটরস , জন্মবিরতিকরণ পিল , লিথিয়াম এবং এসপিরিন এর ড্রাগ ইন্টার্যাকশন থাকতে পারে ।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ইটোরিক্স ট্যাবলেট
গর্ভাবস্থায় অন্যান্য ওষুধ যেগুলো প্রোস্টাগ্লান্ডিন সংশ্লেষণকে বাধা দেয় সেগুলোর মতো গর্ভাবস্থার শেষ ভাগে ইটোরিকক্সিব এর ব্যবহার পরিহার করতে হবে , কারন এটা ভ্রুনের ডাক্টাস আরটেরিওসাসকে অপরিণত অবস্থায় বন্ধ করে দিতে পারে । ইটোরিকক্সিব গর্ভাবস্থায় প্রতিনির্দেশিত । কিন্তু ভ্রুনের সম্ভাব্য ঝুঁকি না হলে গর্ভাবস্থার প্রথম দুই ট্রাইমেস্টারে এটা ব্যবহার করা যেতে পারে । স্তন্যদানকালে : এটি মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা জানা যায়নি ।