রোগ নির্নয়সাধারন জ্ঞানস্বাস্থ্য টিপস

বিশেষজ্ঞ ডাক্তার বলতে কি বুজায়

বিশেষজ্ঞ বলতে এটাই বুজায় যে তিনি এই রুগ সম্পর্কে বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত । আমরা অনেক সময় চিকিৎসা ক্ষেত্রে অনেক ভুল করে ফেলি, যা সুচিকিৎসার পরিবর্তে অপচিকিৎসায় পরিনত হয়। যেমন, একজন মহিলা রুগির গলায় ব্যথার জন্য গাইনী ডাক্তার দেখালেন ! বিষয়টা কেমন হল ? নিশ্চই বলবেন ঠিক ই তো আছে। মহিলাদের জন্য তো গাইনী ডাক্তার দেখাতে হয় ! – নাহ , সবসময় গাইনী ডাক্তার নয়।

মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাজ কি

কোন কোন রোগ শুধু মেডিসিন দ্বারা সেরে যায় , এবং এসব রোগে কখনো অপারেশনের প্রয়োজনও হতে পারে, সেক্ষেত্রে রোগের তীব্রতার উপর বিবেচনা করে সিদ্ধান্ত হয় কোন ডাক্তার দেখাবেন। মেডিসিন বিশেষজ্ঞ নাকি সার্জন ! একই রোগের জন্য সার্জন ও মেডিসিন দুই ধরনেরই ডাক্তার আছে। শুধু প্রয়োজন বুজেই ব্যাবস্থা নিতে হবে।

যেমন, নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার যদি দেখাতে চান, এখানে নাক কান গলার সার্জনও আছে আবার মেডিসিনও পাবেন। আপনাকে শুধু জানতে হবে, রোগীকে ঔষধ খাওয়ালেই হবে – নাকি অপারেশন লাগবে! যদি অপারেশন লাগে, তবে হৃদরোগ বিশেষজ্ঞ সার্জনের কাছে যেতে হবে। যদি মেডিসিন বিশেষজ্ঞের কাছে যান, তাহলে সময় এবং টাকা দুটোই অপচয় হতে পারে। তবে, আপনিতো ডাক্তার নয়, কিভাবে জানবেন আপনার অপারেশনের প্রয়োজন নাকি ঔষধেই কাজ হবে !

আর এজন্য একজন বিশ্বস্থ পল্লী চিকিৎসকের সহায়তা নিতে পারেন- যদি তিনি অভিজ্ঞ হন। এছাড়াও আরও কিছু বিষয় আছে যা আপনাকে জানতে সহযোগিতা করবে। ধরুন আপনার কোথাও একটা ফোড়া হল, অনেক ঔষধ খেলেন কিন্তু ব্যথা কমছেনা, এখন আপনি কি করবেন ? – আপনার উচিৎ একজন প্রফেসার লেভেলের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখানো, এটা আপনার কাছে ছোট হলেও আসলে ছোট নয়। তাই এসব বিষয় জানা থাকলে সময়মত সঠিক চিকিৎসা পাওয়া যায়।

রগের সমস্যায় কি ডাক্তার দেখাবেন বা রগ বিশেষজ্ঞ কি

রগের সমস্যায় আপনি নিউরোলজিষ্ট বা নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। তিনিই রগের ডাক্তার , হয়তো প্রশ্ন আসতে পারে, রগের মানেতো ভেইন! তাহলে ভেইন স্পেশালিষ্ট তো থাকার কথা। – নাহ , চিকিতসার ভাষায় এটা স্নায়ুরোগ আর আপনি এখন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। যেমন- প্যারালাইসিস, কোমর থেকে পা পর্যন্ত ব্যাথা, হাত পা মাঝে মাঝে অবশ হয়ে যাওয়া, আঙ্গুল বাঁকা হয়ে আসা, শিরায় বিষ যন্ত্রনা, ইত্যাদি চিকিৎসা উনার কাছে পাবেন।

চর্ম ও যৌন বিশেষজ্ঞ কি

চর্ম ও যৌন বিশেষজ্ঞ মানে আপনারা যা বুজেন তা নয়, এয়ালোপ্যাথিক চিকিৎসায় যৌন দুর্বলতা বলতে কিছু নেই। এখানে যৌনবাহিত রোগকে ইঙ্গিত করা হয়েছে। যেমন- সিফিলিস, গনোরিয়া, ইত্যাদি রোগসমুহের চিকিৎসককে যৌন বিশেষজ্ঞ বলা হয়ে থাকে। আমার জানামতে ৮০% যৌন দুর্বলতার রোগী এই বিশেষজ্ঞের কাছে আশ্রয় নিয়ে অবশেষে খারাপ মন্তব্য করেন।

ব্যখ্যা হিসাবে বলি, চর্মরোগ হল এলারজি জাতীয় রোগ। আর যৌনবাহিত রোগগুলো এর সাথেই সম্পৃক্ত। তাই এখানে চর্ম ও যৌনরোগকে একত্রে দেখানো হয়। আপনার যদি চামড়ায় কোন রোগ হয় অথবা যৌনাঙ্গে কোন রোগ হয় ,তাহলে অবশ্যই চর্ম ও যৌনবিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন।

মাথার সমস্যার জন্য কোন ডাক্তার দেখাবেন

মাথার সমস্যা বলতে ব্রেইন লস যদি হয় তাহলে আপনাকে সাইকোটিক ডাক্তার দেখাতে হবে। ব্রেইন এন্ড মাইন্ড স্পেশালিষ্ট বলতে সাইকোটিক ডাক্তারকেই বুজানো হয়। যদি কোন রোগির পাগলামি বা উন্মাদনার লক্ষন দেখা যায়, দেরি না করে সাইকিয়াট্রিষ্ট দেকানো উচিৎ। তবে সাধারনত মাথা ব্যাথা বা মাথা ঘোরার জন্য সাধারন মেডিসিন ডাক্তার দেখালেই চলে। এছাড়া রাতে ঘুম থেকে হঠাৎ জেগে উঠে কোথাও চলে যাওয়া, বা মনে হয় কেউ ডাকছে এমনটা হওয়া , বেঁচে থেকে কোন লাভ নেই এরকম মনে করলেও ব্রেইনের ডাক্তার দেখাতে পারেন।

পেটের সমস্যার জন্য কোন ডাক্তার

পেটের সমস্যা বলতে অনেক কিছু বুজায়। এর মধ্যে গ্যাষ্ট্রিক, এসিডিটি, বদহজম, ও গ্যাসজনিত পেটের ব্যথার জন্য গ্যাষ্ট্রোএন্টারলজি Gastroenterology বা গেষ্ট্রোলিভার এর ডাক্তার দেখাতে পারেন। লিভারজনিত সমস্যা , হেপাটাইটিস, এবডোমেনাল পেইন ইত্যাদি সমস্যার জন্য অন্য কোথাও না গিয়ে গ্যাষ্ট্রোলজি দেখান।

সার্জারি বিশেষজ্ঞের কাজ কি

সার্জারি বিশেষজ্ঞের কাজ হল- যিনি অস্ত্রোপাচার বা অপারেশন এর মাধ্যমে চিকিৎসা কতস্ন তিনি সার্জারি বিশেষজ্ঞ। তিনি মুলত যেসব চিকিৎসা ঔষধের দ্বারা সম্ভব নয়, তা অপারেশনের দ্বারা করে থাকেন। যেমন- পলিপাসের চিকিৎসা, পাইলসের ও টিউমার ইত্যাদি।

সনোলজিস্ট মানে কি

আল্ট্রাসাউন্ড এর মাধ্যমে যে টেস্ট করা হয় তাকে আল্ট্রাসনোগ্রাফি বলে। আর যিনি আল্ট্রাসনোগ্রাম করেন, তাকে সনোলজিষ্ট বলা হয়। এই টেস্টের মাধ্যমে পেটের ভিতরের অনেক সমস্যাগুলো নির্ণয় করা যায়। যেমন, পিত্ত পাথুরী, লিভারের বর্তমান অবস্থা, খাদ্যনালী, কিডনীর সাইজ ও অবস্থান, পাথরের সাইজ, ও গর্ভের সন্তানের পরিস্থিতি জানা যায়।

আরও পড়ুন- ফুসফুসে ক্যান্সার কি কেনো হয়? প্রতিরোধ ও সচেতনতা সম্পর্কে জানুন

জন্ডিস কি ? এর কারন ও প্রতিকার সম্পর্কে জেনে নিন

হামদর্দ এর জন্ডিসের ঔষধ | সেবনের নিয়মসহ বিস্তারিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X