ঔষধ পরিচিতি

ক্লোনাজিপাম কিসের ঔষধ | Clonazepam USP

ক্লোনাজিপাম ” ০.৫ ট্যাবলেট । প্রতি ট্যাবলেটে আছে Clonazepam USP ০.৫ / ১ / ২ মিগ্রা .। এপিটা ” ট্যাবলেট ।

ক্লোনাজিপাম এর ফার্মাকোলজি

Clonazepam বেনজোডায়াজেপিন শ্রেণীর ওষুধসমূহের মত ফার্মাকোলজিক্যাল বৈশিষ্ট্যের অধিকারী । এটি উত্তেজনা প্রশমনকারী , সম্মোহনকারী ও খিঁচুনিরোধী বৈশিষ্ট্য রয়েছে । এর মূল খিঁচুনিরোধী বৈশিষ্ট্য অন্যান্য বেনজোডায়াজেপিন সমূহের অনুরুপ ।

Clonazepam এর কাজ কি

• মানসিক উদ্বেগ । আবষয়কতা , এপোৱাফোবিয়া
● যুগ্মীরোগ বা অন্যান্য খিঁচুনিরোগ
● মায়োক্লোনিক এবং অ্যাকাইনেটিক সীলারসমূহ এবং পেটিট ম্যাল ভেরিয়েন্ট ( সেনক্স – গ্যাসটউট সিনড্রোম ) এর একক বা সংযুক্ত চিকিৎসায় । অ্যাবসেন্স স্পেল ( পেটিট ম্যাল ) সহ রোগী যাদের ক্ষেত্রে সাকসিনামাইড অকার্যকর , তাদের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে ।

ক্লোনাজিপাম এর সেবনবিধি ও মাত্রা

প্রত্যেক রোগীর ক্ষেত্রে প্রতিক্রিয়া ও সহনশীলতা অনুযায়ী ওষুধের মাত্রা নির্ধারণ করতে হবে ।
অপ্রাপ্ত বয়স্ক : শিশু ও অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা ( দশ বৎসর বয়স পর্যন্ত অথবা ৩০ কেজি ওজন পর্যন্ত ) ০.০১ এবং ০.০০ মি.গ্রা . / কেজি প্রতিদিন এর মধ্যে হওয়া বাঞ্ছনীয়, এবং ০.০৫ মি.গ্রা . / কেজি প্রতিদিন এর উর্দ্ধে হ ওয়া বাঞ্ছনীয় নয়।

যখন দিনে দুই বা তিনটি বিভক্ত মাত্রায় দেয়া হয় । প্রাপ্ত বয়স্কদের প্রারম্ভিক মাত্রা দৈনিক ১.৫ মি.গ্রা . এর উর্ধ্বে হওয়া উচিত নয় । যা তিনটি সমান বিভক্ত মাত্রায় দিতে হবে । খিঁচুনি পর্যাপ্তভাবে নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত ওষুধের মাত্রা প্রতি তিন দিন অন্তর ০.৫ থেকে ১ মি.গ্রা . পর্যন্ত বাড়ানো যেতে পারে ।

অব্যাহত সাধারণ চিকিৎসার মাত্রা প্রত্যেক রোগীর ক্ষেত্রে প্রতিক্রিয়া অনুযায়ী নির্ধারণ করতে হবে । প্রাপ্ত বয়স্কদের জন্য নির্দেশিত অব্যাহত সাধারণ চিকিৎসার মাত্রা ৮ থেকে ১০ মি.গ্রা . প্রতি দিন , তিনটি সমান বিভক্ত মাত্রায় ২০ মি.গ্রা . প্রতিদিন এর অধিক মাত্রায় সতর্কতার সাথে ব্যবহার করতে হবে ।

একাধিক খিঁচুনিরোধী ওষুধের ব্যবহার হতাশাগ্রস্থতা বৃদ্ধি করতে পারে । পূর্ব হতে চলমান কোন খিঁচুনিরোধী ওষুধের সাথে যখনই ক্লোনাজিপাম যোগ করা হবে তখন এরকম মনে হবে ।

Clonazepam এর প্রতিনির্দেশনা

যকৃতের কোন বিশেষ অসুখ , ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা , বেনজোডায়াজেপিন সমূহের প্রতি অতি সংবেদনশীলতা ।

Clonazepam এর পার্শ্ব প্রতিক্রিয়া

ক্লোনাজিপামের ক্ষেত্রে সব চাইতে বেশি প্রতীয়মান পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবনমনের সাথে সম্পর্কিত । এছাড়া ঝিমুনিভাব ও এটাক্সিয়া হয়ে থাকে । এই প্রতিক্রিয়া সময়ের সাথে কমে যেতে পারে । কিছু ক্ষেত্রে আচরণগত সমস্যা ও লালা নিঃসরণ বৃদ্ধি পেতে পারো ।

Clonazepam – অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

বেনজোডায়াজেপিন ও খিঁচুনিরোধী ওষুধের সেরাম ঘনত্বের পরিবর্তন সহ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

গর্ভাবস্থায় ও অন্যদানকালে

গর্ভকালীন ক্যাটাগরি- ‘ সি ‘ ” । গর্ভাবস্থায় কোনাজিপাম ব্যবহার এড়িয়ে চলা উচিত । গর্ভাবস্থায় খিঁচুনির ওষুধ ব্যবহারে শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে । যে সব মা ক্লোনাজিপাম গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো উচিত নয় ।

মাত্রাধিক্য ঔষধ সেবনের কুফল

অতিরিক্ত মাত্রার লক্ষণসমূহ হল ঝিমুনিভাব এবং বিভ্রান্তি , হ্রাসকৃত রিফ্লেক্স এবং কোমা । শ্বাস – প্রশ্বাস , হৃদ স্পর্শন এবং রক্তচাপের উপর প্রতিক্রিয়া সর্বনিম্ন যদি না অপিরিমিত মাত্রা সর্বোচ্চ পর্যায়ের হয় ।

প্রস্তুতকারক ও বাজারজাতকৃত নাম

Trade Name CompanyMgMRP
ArotrilAristopharma0.5
1
2 mg
4.00
5.00
6.00
ClonatrilHealtcare0.5
1
2 mg
6.00
10.00
CloniumACI LTd0.5
1
2mg
6.00
8.00
10.00
CloronEskayef0.5
1 mg
PD 2.5mg/ml
5.00
8.00
80.00
DenixilRenata Ltd0.5
1 mg
4.00
6.00
DisopenIncepta 0.5
1
2 mg
PD 2.5 mg/ Ml
Inj – 1mg/ml
4.00
5.00
6.00

150.00
EpiclonGenarel0.5
1
2 mg
4.00
6.00
7.00
EpitraSquare0.5
1
2 mg
6.00
8.00
10.00
LonapamDelta Pharma0.5
2 mg
3.00
5.00
PaseOpsonin0.5
1
2 mg
PD 2.5mg / ml
Inj 1mg / ml
5.00
6.00
7.00
80.00

আরও পড়ুন – কিটোটিফেন এর কার্যকারিতা এ্যানিমিয়া দূর করার উপায়

ধুমপান ছাড়ার উপায় বা ধূমপান থেকে মুক্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X