ঔষধ পরিচিতি

Esomiprazole ক্যাপসুল কিসের ঔষধ

ইসোমিপ্রাজল সুনির্দিষ্টভাবে গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষে অবস্থিত প্রোটন পাম্প প্রতিরোধক । এটি এনজাইমকে নিগ্রহ করার মাধ্যমে মাত্রা নির্ভর এসিড নিঃসরণ বিরোধী কার্যক্রম শুরু করে ।

Esomiprazole এর রোগ নির্দেশনা

গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স রোগ , ইরোসিভ ইসোফেগাইটিস রোগসমূহ নির্মূলে নির্দেশিত । এছাড়াও ডিওডেনাল আলসারে হ্যালিকোবেটার পাইলোরী নির্মূলে ( ট্রিপল থেরাপি ) ইসোমিপ্রাজল ব্যবহৃত হয় । এসিড সম্পর্কিত ডিসপেপসিয়া , ডিওডেনাল অথবা গ্যাস্ট্রিক আলসার এবং জলিঞ্জার – ইলিশন সিনড্রোম এর চিকিৎসায় এটি ব্যবহৃত হয় ।

ইসোমিপ্রাজল এর মাত্রা ও প্রয়োগবিধি

ইসোমিপ্রাজল খাওয়ার ১ ঘন্টা পূর্বে সেবন করা উচিত । রোগের ধরণ অনুযায়ী সুপারিশকৃত মাত্রা ও প্রয়োগ নিম্নরূপ :

  • ইরোসিভ ইসোফ্যাগাইটিস নির্মূলে ২০/৪০ মি.গ্রা . হিসেবে দৈনিক ১ বার করে ৪-৮ সপ্তাহ । অধিকাংশ ক্ষেত্রেই ৪-৮ সপ্তাহেই রোগ নির্মূল সম্ভব । তবে কোন কোন ক্ষেত্রে অতিরিক্ত ৪-৮ সপ্তাহকাল চিকিৎসার প্রয়োজন হতে পারে ।
  • ইরোসিভ ইসোফ্যাগাইটিস নিরাময় নিয়ন্ত্রণে ২০ মি . গ্রা . করে দৈনিক ১ বার । ৬ মাসের অধিক সময়কালের ক্ষেত্রে প্রযোজ্য নয় ।
  • লক্ষণ নির্ভর গ্যাস্ট্রোইসোফেগাল রোগ সমুহের ক্ষেত্রে ২০ মি.গ্রা . হিসেবে দৈনিক ১ বার করে ৪ সপ্তাহ ।
  • ডিওডেনাল আলসারে হ্যালিকোবেকটার পাইলোরী নির্মূলে ট্রিপল থেরাপী ইসোমিপ্রাজল এমোক্সিসিলিন ৪০ মি : গ্রা : দৈনিক ১ বার ১০ দিন ১০০০ মি : গ্রা : দৈনিক ২ বার ১০ দিন ক্ল্যারিথ্রোমাইসিন ৫০০ মি : গ্রা : দৈনিক ২ বার ১০ দিন
  • জলিঞ্জার ইলিশন সিনড্রোমে ইসোমিপ্রাজল ক্যাপসুলের দৈনিক একক প্রয়োগ মাত্রা ২০-৮০ মি . গ্রা .। রোগীর বৈশিষ্ট্য অনুযায়ী প্রয়োগ মাত্রা নির্ধারণ করতে হবে এবং ক্লিনিক্যাল নির্দেশনা যতদিন থাকবে ততদিন চিকিৎসা চালিয়ে যেতে হবে ।
  • ডিওডেনাল আলসারের ক্ষেত্রে দৈনিক ২০ মি . গ্রা . হিসেবে ২-৪ সপ্তাহ ।
  • গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে দৈনিক ২০-৪০ মি . গ্রা . হিসেবে ৪-৮ সপ্তাহ ।

Esomiprazole সাসপেনশন প্রস্তুত প্রনালী

একটি কাপে ১৫ মি.লি. বিশুদ্ধ পানিতে প্যাকেটের সম্পূর্ণ দানা মিশিয়ে ভালভাবে নাড় ন এবং ২-৩ মিনিট রেখে দিন , অতঃপর পুনরায় নাড়ুন এবং সম্পূর্ণ মিশ্রণ একবারে সেবন করুন ।
সাসপেনশনটি ন্যাসোগ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিক টিউব দ্বারা প্রয়োগ করতে হলে ১৫ মি.লি. পানিতে মেশাতে হবে । অন্য কোন পানীয় বা খাদ্য ব্যবহার করা উচিত নয় । মিশ্রণটি ভালভাবে নাড়ার পর ২-৩ মিনিট রেখে দিন , অতঃপর পুনরায় ভালভাবে নাড়ার পর উপযুক্ত মাপের সিরিঞ্জ ব্যবহার করে ৩০ মিনিটের মধ্যে
টিউবে প্রবেশ করাতে হবে । টিউবের ভেতরের সাসপেনশনটি পুনরায় পানি দিয়ে পরিষ্কার করা উচিত ।

প্রতিনির্দেশনা
ইসোমিপ্রাজলের প্রতি অতিসংবেদনশীল রোগীর ক্ষেত্রে এর ব্যবহার পরিহার করা উচিত ।
সাবধানতা- ইসোমিপ্রাজল গ্যাস্ট্রিক আলসারে ব্যবহারের পূর্বে অবশ্যই ম্যালিগন্যান্‌সির সম্ভাব্যতা যাচাই করে নিতে হবে । তা না হলে ইসোমিপ্রাজল রোগের লক্ষণসমূহকে ঢেকে দিয়ে রোগ নিরূপণে বিলম্ব ঘটাতে পারে ।

ইসোমিপ্রাজল গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার

গর্ভাবস্থায় নিরাপদ ব্যবহারের কোন নির্দেশনা এখনও প্রতিষ্ঠিত হয়নি । তবে জীবজন্তুর উপর পরীক্ষা করে কোন বিকলাঙ্গজনিত ফলাফল পাওয়া যায়নি । যেহেতু মাতৃদুগ্ধে ইসোমিপ্রাজলের নিঃসরণ ও সদ্যজাত শিশুদের উপর এর প্রভাবজনিত কোন তথ্য পাওয়া যায়নি । তাই ইসোমিপ্রাজল দিয়ে চিকিৎসাকালে স্তন্যদান সাময়িক বন্ধ রাখতে হবে ।
শিশুদের ক্ষেত্রে কার্যকারিতা ও নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি ।
বয়স্কদের ক্ষেত্রে মাত্রা নিয়ন্ত্রণের প্রয়োজন নেই ।

যকৃতের গোলযোগ থাকলে ইসোমিপ্রাজলের ব্যবহার

যকৃত ক্রিয়ায় গোলযোগের ক্ষেত্রে ওষুধের জৈবলভ্যতা ( Bioavailability ) এবং অর্ধজীবন ( Half – Life ) বেড়ে যেতে পারে তাই সেক্ষেত্রে মাত্রা নির্ধারণের প্রয়োজন রয়েছে এবং এতে সর্বোচ্চ প্রয়োগ মাত্রা হবে দৈনিক ২০ মি.গ্রা।

মৃদু ও অস্থায়ী পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথাব্যথা , ডায়রিয়া , বমি বমি ভাব , তলপেটে ব্যথা , কোষ্ঠকাঠিন্য ইত্যাদি ।

ইসোমিপ্রাজল ব্যবহারের সময় ফেনিউয়েন , ওয়ারফেরিন , কুইনিডিন , ক্ল্যারিথ্রোমাইসিন , এমোক্সিসিলিন এর মিথস্ক্রিয়ার কোন প্রমাণ নাই ।
তবে ডায়াজিপামের সাথে ইসোমিপ্রাজল ব্যবহারের ক্ষেত্রে ডায়াজিপামের নিঃসরণ প্রক্রিয়া বিলম্ব হতে পারে ।
ইসোমিপ্রাজল কিটোকোনাজল , ভিগোক্সিন এবং আয়রন জাতীয় ওষুধের শোষণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে।

Trade NameCompanyMg
EmepAristopharma20/40mg T/C
40mg Inj Available
EsoconBio pharma20/40mg T/C, Mups
& Inj Available
AlotonGenarel5 mg
AltonGenarel20/40 mg
CuracidRangs Pharma20/40 mg
EprazolLab Aid20/40 mg
EsmaxConcord20/40 mg
EsobestSharif Pharma20/40mg T/C, Mups
& Inj Available
EsofluxCenteon Pharma20/40 mg
EsolokIbn Sina20/40mg T/C, Mups
& Inj Available
EsomepACI Ltd20/40mg T/C, Mups
& Inj Available
MaxproReneta Ltd20/40mg T/C, Mups
& Inj Available
MaximaAcme Lab20/40mg T/C, Mups
& Inj Available
NexumSquare20/40mg T/C, Mups
& Inj Available

আরও পড়ুন – ফ্লুকোনাজল এর কাজ কি এবং খাওার নিয়ম

হামদর্দ এর জন্ডিসের ঔষধ | সেবনের নিয়মসহ বিস্তারিত

Sex Tablet for men বা সেক্সের ট্যাবলেট এর নাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X