Micoral gel কিসের ঔষধ | কি কাজ করে এবং খাওয়ার নিয়ম
মাইকোনাজোল সিনথেটিক ইমিডাজলের জাতক Micoral gel । ইহা ছত্রাকবিরোধী ওষুধ যার ডার্মাটোফাইট এবং ইস্ট বিরোধী কার্যকারিতা রয়েছে । এছাড়াও মাইকোনাজোল গ্রাম পজেটিভ ব্যাকটেরিয়া ব্যাসিলি এবং কক্কাই এর বিরুদ্ধে কার্যকর । মাইকোনাজোল লেনেস্টেরল এর ডিমিথাইলেশনকে নির্দিষ্ট ভাবে বাধা দেয়ার মাধ্যমে আরগোস্টেরল তৈরীতে বাধা দেয় । ফলে ফাঙ্গাল কোষের মৃত্যু ঘটে ।
Micon Gel এর কাজ
মাইকন ওরাল জেল মুখ , গলা , পাকস্থলি এবং অস্ত্রের ছত্রাকজনিত সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় নির্দেশিত । বিশেষ করে জিহ্বায় ঘা হলে কোন কিছু খেলে ঝাল ঝাল লাগে, জিহবা লালচে দেখা যায়, গলা লালচে ভাব অর্থাৎ গলায় ঘা হলেও Micon gel সেবন করতে হয়।
Gelora gel খাওয়ার নিয়ম
ওরাল ক্যানডিডিয়াসিসঃ ১ মাসের কম বয়সের শিশুঃ ১/৫ চা চামচ দিনে ২-৪ বার করে সেব্য ১ মাস ২ বছরের কম বয়সের শিশুঃ ১/৪ চা চামচ দিনে ৪ বার করে সেব্য ২ বছরের শিশু – প্রাপ্ত বয়স্কঃ ১/২ চা চামচ দিনে ৪ বার করে সেব্য অস্ত্রের ক্যানডিডিয়াসিসঃ ৪ মাস বয়সের শিশু – প্রাপ্ত বয়স্কঃ ৫ মি.গ্রা . / কেজি ( দৈহিক ওজন ) দিনে ৪ বার করে সেব্য ব্যবহারবিধিঃ মুখের ক্ষতস্থানে জেলোরা ওরাল জেল সরাসরি প্রয়োগ করা যেতে পারে ।
মুখের ঘা এর চিকিৎসায় সর্বোত্তম ফলাফল পেতে হলে এ মাইজেল ওরাল জেল যতদূর সম্ভব দীর্ঘ সময় ধরে ক্ষতের সংস্পর্শে রাখতে হবে । সাধারণত উপসর্গ দূর হওয়ার পর আরো সাত দিন ব্যবহার করা যেতে পারে । মাইকন ওরাল জেল আহারের পর ব্যবহার করা উচিত ।
Miconazole gel এর বিপরীত নির্দেশনাঃ
মাইকোনাজোল ওরাল জেল – এর যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল এবং যকৃতের অকার্যকারিতা রোগীদের ক্ষেত্রে বিপরীত নির্দেশিত । পার্শ্ব প্রতিক্রিয়াঃ দীর্ঘ দিন ব্যবহারের ফলে বমি অথবা বমি বমি ভাব , ডায়রিয়া , কদাচিৎ এলার্জিক বিক্রিয়া এবং কারো কারো ক্ষেত্রে হেপাটাইটিস হতে পারে ।
ড্রাগ ইন্টার্যাকশনঃ যে সব ওষুধের বিপাকক্রিয়া সাইটোক্রোম 3A4 এবং 2C9 এনজাইম সিস্টেম দ্বারা হয় মাইকোনাজোল তাদের বিপাক ক্রিয়াকে বাধা দেয় । যার ফলে এ সকল ওষুধের পার্শ্ব – প্রতিক্রিয়া দীর্ঘায়িত বা বেড়ে যেতে পারে ।
মাইকোনাজোল ব্যবহার এর সময় টারফিনাডাইন , এসটিমিজোল , মিজোলাসটিন , সিসাপ্রাইড , ট্রায়োজোলাম , মিডাজোলাম , ডোফেটিলাইড , কুইনিডিন , পিমোজাইড , CYP3A4 মেটাবোলাইজড HMG – CoA রিডাকটেজ ইনহিবিটর যেমন সিমভাস্ট্যটিন এবং লোভাস্ট্যটিন এর ব্যবহার করা উচিত নয় ।
মাইকোনাজোল জেল গর্ভকালীন ও দুগ্ধদানকালীন ব্যবহারঃ
যদিও মাইকোনাজোলের কোন ভ্রুণের ক্ষতি অথবা টেরাটোজেনিক প্রভাব দেখা যায় নাই তবুও গর্ভাবস্থায় ঝুকির চেয়ে লাভ বিবেচনা করে এই ওষুধ ব্যবহার করা যেতে পারে । মাইকোনাজোল মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা জানা যায়নি সেজন্য স্তন্যদানকালীন সময় সাবধানতার সাথে ব্যবহার করা উচিত ।
মাত্রাতিরিক্ত ব্যবহারঃ সাধারণত মাইকোনাজোল তীব্রমাত্রায় বিষাক্ত নয় । তবে মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে বমি অথবা ডায়ারিয়া হতে পারে ।
মাইকোনাজোল জেল 2% এর কয়েকটি ঔষধের নাম
Brand Name | Company |
A-migel | Acme Lab |
Candoral | Beximco Pharma |
Gelora | Square Pharma |
Micoral Gel | ACI Ltd |
Myco OG | Pharmasia |
Micon Gel | Aristopharma |
Unigel | Opsonin Pharma |
আরও পড়ুন – Sex Tablet For Men | সেক্স এর ট্যাবলেট
Nystat Drop কিসের ঔষধ | খাওয়ার নিয়মসহ বিস্তারিত