ঔষধ পরিচিতি

ক্যালসিয়াম ডি কিসের ঔষধ | Calcium & Vitamin D3 IU

রক্তে পর্যাপ্ত ক্যালসিয়াম বিভিন্ন জৈব রাসায়নিক ক্রিয়ার জন্য অপরিহার্য । শারীরিক জৈব রসায়ন রক্তে ক্যালসিয়ামের অভাব অতি অল্প সময়ের জন্যও সহ্য করে না । বিভিন্ন ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা যায় ক্যালসিয়াম হাড়ের ক্ষয় ও ক্ষয়জনিত হাড় ভেঙ্গে যাওয়া প্রতিরোধ করে । ভিটামিন ডি সুস্থ হাড়ের জন্য অত্যাবশ্যকীয় । এছাড়াও ভিটামিন ডি ক্যালসিয়ামের শোষন বৃদ্ধি করে এবং হাড়ের গঠনকে ত্বরান্বিত করে । ক্লিনিক্যাল পর্যবেক্ষনে দেখা যায় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি হাড়ের বৃদ্ধির পাশাপাশি অস্টিওপোরেসিস এবং হাড়ের ভাঙ্গন প্রতিরোধে সিনারজিস্টিক প্রভাব রয়েছে ।

ক্যালসিয়াম ডি কি কাজ করে

অস্টিওপোরেসিস , অস্টিওমেলাসিয়া , রিকেটস , টিটেনি এবং প্যারাথাইরয়েড রোগে ব্যবহৃত হয় । ইহা বাড়ন্ত বাচ্চাদের দ্রুত বাড়ার জন্য বাড়তি ক্যালসিয়াম চাহিদায় , খাবারে অপ্রতুল ক্যালসিয়াম , অস্টিওপোরোসিস প্রতিরোধ এর চিকিৎসায় , অস্টিওজেনেসিস এর ডিজঅর্ডার , দাঁত গঠন , প্রচ্ছন্ন টিটেনি , গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে বাড়তি চাহিদা পূরনে ব্যবহৃত হয়।

Calcium & Vitamin D3 IU খাওয়ার নিয়ম

ক্যালসিয়াম ডি ট্যাবলেট দিনে ২ টি করে অথবা ১ টি করে সকালে এবং সন্ধ্যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। ক্যালসিয়াম খাওয়ার সঠিক নিয়ম হল সকালে অথবা দূপুরে খেতে হয়, রাতে না খাওয়াই ভাল। কারন ক্যালসিয়াম সেবনের পর ঘুমিয়ে পরলে, তা কিডনীতে জমা হয়ে সকালে প্রস্রাবের সাথে নির্ঘত হয়ে জেতে পারে। তাতে তেমন কোন ফল নাও পেতে পারেন।

ক্যালসিয়াম ডি এর প্রতি – নির্দেশনা

হাইপারক্যালসিমিয়া এবং হাইপারপ্যারাথাইরোডিজম হাইপারক্যালসিইউরিয়া এবং নেফ্রোলিথিয়াসিস এই ঔষধের যে কোন উপাদানের প্রতি অসংবেদনশীলতা বৃক্কের অকার্যকারিতা ডিগক্সিনের সাথে ব্যবহার ( রক্তে ক্যালসিয়ামের মাত্রা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করতে হয় )

সতর্কতাঃ মৃদু হাইপারক্যালসিমিয়া হলে ক্যালসিয়াম ডি ট্যাবলেট গ্রহন বন্ধ করতে হবে । যে সকল রোগীর ক্ষেত্রে দেহের ভেতরে পাথর সৃষ্টির ইতিহাস জানা গিয়েছে তাদের তরল জাতীয় খাদ্য গ্রহনের পরামর্শ দেয়া উচিত ।

পার্শ্ব – প্রতিক্রিয়াঃ ক্যালসিয়াম কার্বোনেট গ্রহনে পাকস্থলি ও অন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে । এছাড়াও কোষ্টকাঠিন্য হতে পারে । ক্রনিক বৃদ্ধিও অক্ষম রোগীদের ক্ষেত্রে উচ্চ মাত্রার ক্যালসিয়াম গ্রহণে হাইপারক্যালসিমিয়া পরিলক্ষিত হতে পারে । ভিটামিন ডি সেবনে কখনো কখনো ত্বকে লালচে ধরনের ফুসকুড়ি হতে পারে ।

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহারঃ

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে Calcium & Vitamin D3 IU ট্যাবলেট চিকিৎসকের সার্বিক তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত ।
শিশু এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহারঃ
১২ বছরের নীচে শিশু এবং প্রাপ্ত বয়স্কদের জন্য Calcium & Vitamin D3 IU ট্যাবলেট প্রস্তাবিত নয় ।

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়াঃ

ডিগক্সিন , ক্যালসিয়াম , ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়াম যুক্ত এন্টাসিড , ক্যালসিয়াম , ক্যালসিট্রায়োল , টেট্রাসাইক্লিন , ডক্সিসাইক্লিন , অ্যামাইনোসাইক্লিন , অক্সিটোসাইক্লিন ইত্যাদি উপরোক্ত ঔষধের সাথে Calcium & Vitamin D3 IU ট্যাবলেট এর সম্ভাব্য প্রতিক্রিয়া থাকতে পারে , তাই এ ধরনের ঔষধ সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন ।

অতিমাত্রায় ক্যালসিয়াম ডি সেবন

বমি বমি ভাব এবং বমি হওয়া , প্রচন্ড তন্দ্রাচ্ছন্নতা , মুখ শুষ্ক হওয়া , ক্ষুধামন্দা , ধাতব স্বাদ , পাকস্থলিতে মোচড় , ডায়রিয়া , দুর্বলতা , মাথা ব্যথা , কোষ্ঠকাঠিন্য এবং মাথা ঝিমঝিম করা ইত্যাদি হতে পারে ।

Calcium & Vitamin D3 IU এর বিভিন্ন কোম্পানির বাজারজাতকৃত ঔষধগুলো
Trade NameCompaniStatus/mg
A-Cal D/DXAcme Lab500+200
500+400mg
Acical D / DXACI Ltd500+200
500+400mg
Apocal D Apex Pharma500+200mg
Aristocal D Aristopharma500+200mg
Boni DDelta Pharma500+200mg
CadminGenarel Pharma500+200mg
Cal DPacific Pharma500+200mg
Calbo DSquare Pharma500+200mg
Calcin D / DXRenata Ltd500+200
500+400mg

আরও পড়ুন- Omiprazole কিসের ঔষধ | ওমিপ্রাজল খাওয়ার নিয়ম

Mecobal Tablet কি কাজ করে খাওয়ার নিয়মসহ জেনে নিন

লিভোফ্লক্সাসিন কি ধরনের এন্টিবায়োটিক | Livofloxacin INN
অ্যালজিন কি রোগের ঔষধ | Algin 50 mg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X