ঔষধ পরিচিতি

Mecobal Tablet কি কাজ করে খাওয়ার নিয়মসহ জেনে নিন

মিকোবাল ট্যাবলেট Mecobal Tablet

প্রতিটি পাতলা আবরণ যুক্ত ট্যাবলেটে আছে মিকোবালামিন আইএনএন ০.৫ মি.গ্রা .। মিকোবাল আইএম / আইভি ইঞ্জেকশন : প্রতিটি এ্যাম্পুলে আছে আইএম / আইভি ইঞ্জেকশনের জন্য মিকোবালামিন আইএনএন ৫০০ মাইক্রো গ্রাম এর ১ মি.লি. জীবাণুমুক্ত দ্রবণ ।

Mecobalamin Tablet

মিকোবালামিন এক ধরনের এন্ডোজেনাস কো – এনজাইম বি ১২ , যা হোমোসিষ্টিন থেকে মেথিওনিন তৈরির সময় ট্রান্সমিথাইলেশনে মেথিওনিন সিনথেটেজ এর কো – এনজাইম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । ইহা স্নায়ু কোষে সহজেই প্রবেশ করে এবং প্রোটিন ও নিউক্লিক এসিড তৈরিতে সাহায্য করে । ইহা এক্সনাল ট্রান্সপোর্ট ও এক্সনাল রিজেনারেশনে সাহায্য করে । লেসিথিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা মেডুলারী সিথের প্রধান উপাদান । ইহা ডিলেইড সাইন্যাপটিক ট্রান্সমিশন কে পুন : সংরক্ষণ করে এবং নিউরোট্রান্সমিটারের মাত্রা স্বাভাবিক রাখে ।

Mecobalamin কিসের ঔষধ

মিকোবালামিন ট্যাবলেট নিম্নোক্ত ক্ষেত্রে নির্দেশিত :

  • পেরিফেরাল নিউরোপ্যাথি
  • অ্যালকোহলিক নিউরোপ্যাথি
  • ডায়াবেটিক নিউরোপ্যাথি
  • ড্রাগ ইনডিউসড্ নিউরোপ্যাথি
  • লাম্বাগো
  • এনট্রাপমেন্ট নিউরোপ্যাথি
  • ইন্টারকোস্টাল নিউরালযিয়া
  • মাল্টিপল স্ক্লেরোসিস
  • ডায়াবেটিক রেটিনোপ্যাথি
  • ভার্টিব্রাল সিনড্রম
  • পার্কিনসনস্ ডিজিজ
  • অ্যালঝেইমারস্ ডিজিজ
  • বেলস্ পালসি

ইঞ্জেকশন : পেরিফেরাল নিউরোপ্যাথিস এবং ভিটামিন বি ১২ অভাবজনিত মেগালোব্লাস্টিক এনিমিয়ার চিকিৎসায় মিকোবাল নির্দেশিত ।

Mecobalamin খাওয়ার নিয়ম

০.৫ মি.গ্রা . ট্যাবলেট একটি করে দৈনিক তিনবার খাবার পর সেবন করতে হবে । অবশ্য রোগীর বয়স এবং রোগের তীব্রতা অনুযায়ী মাত্রা পুনঃনির্ধারণ করা উচিৎ ।

Mecobalamin ইঞ্জেকশন :

পেরিফেরাল নিউরোপ্যাথিস : প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে : মিকোবালামিন ৫০০ মাইক্রো গ্রাম – এর একটি এ্যাম্পুল দৈনিক এক বার করে সপ্তাহে তিন বার আইএম / আইভি ইঞ্জেকশন হিসেবে প্রয়োগ করতে হবে । রোগীর বয়স এবং লক্ষণের উপর ভিত্তি করে মাত্রা পুনঃনির্ধারণ করা যাবে ।

মেগালোব্লাস্টিক এনিমিয়া : প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে : মিকোবালামিন ৫০০ মাইক্রো গ্রাম – এর একটি এ্যাম্পুল দৈনিক এক বার করে সপ্তাহে তিন বার আইএম / আইভি ইঞ্জেকশন হিসেবে প্রয়োগ করতে হবে । ওষুধ প্রয়োগের দুই মাস পরে মাত্রা কমিয়ে ১-৩ মাস অন্তর ১ টি করে এ্যাম্পুল প্রয়োগ করতে হবে ।

শিশুদের ক্ষেত্রে : নির্দেশিত নয় । প্রতিনির্দেশনা মিকোবালামিন অথবা এর যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত ।

পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষুধা মন্দা , বমি বমি ভাব , ডায়রিয়া অথবা পরিপাকতন্ত্রের অন্যান্য সমস্যা মাঝে মাঝে দেখা দিতে পারে । সতর্কতা যেসব রোগীদের মিকোবালামিন দিয়ে চিকিৎসা করা সত্ত্বেও কোন ফল পাওয়া যায় না ; তাদের ক্ষেত্রে দীর্ঘদিন এই ওষুধ ব্যবহার করা উচিত নয় ।

ওষুধ আন্তঃক্রিয়া -সুসহনীয় ওষুধ আন্তঃক্রিয়া সংক্রান্ত কোন তথ্য এখনো জানা যায়নি । গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে মিকোবালামিন নির্দেশিত নয় ।

Mecobalamin Tablet এর বিভিন্ন কোম্পানির ঔষধগুলোর নাম

Trade NameCompany
MB 12Acme Lab
MecobalGeneral Pharma
MecolAristopharma
MecolaginIncepta Pharma
MecolinDrug Int
Mecopen F/CEskayef Pharma
MethicolSquare Pharma
NarvexOrion Pharma
NervitonOpsonin Pharma
PedialGlobe Pharma

আরও পড়ুন- লিভোফ্লক্সাসিন কি ধরনের এন্টিবায়োটিক

অ্যালজিন কি রোগের ঔষধ | Algin 50 mg

ফেক্সো ফেনাডিন কি কাজ করে জেনে নিন| Fexo Fenadin USP 120

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X