ঔষধ পরিচিতি

ফেনাডিন ট্যাবলেট কি কাজ করে | Fexo Fenadin USP 120

fexo120 কিসের ঔষধ :

সিজনাল এলার্জিক রাইনাইটিস

ফেক্সো ফেনাডিন প্রাপ্ত বয়স্ক এবং ২ বছর বা এর বেশি বয়সের শিশুদের সিজনাল এলার্জিক রাইনাইটিস জনিত সকল উপসর্গ সমূহকে দূর করে । হাঁচি , নাক থেকে পানি পড়া , নাকের ও গলার চুলকানি , ত্বকের চুলকানি এবং চোখ লাল হওয়া উপশমে ফেনাডিন নির্দেশিত ।

ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া :

ফেক্সো ফেনাডিন ১২০ ট্যাবলেট, প্রাপ্ত বয়স্ক এবং ২ বছর বা এর বেশি বয়সের শিশুদের সিজনাল এলার্জিক রাইনাইটিস জনিত সকল উপসর্গ সমূহকে দূর করে । হাঁচি , নাক থেকে পানি পড়া , নাকের ও গলার চুলকানি , ত্বকের চুলকানি এবং চোখ লাল হওয়া উপশমে ফেনাডিন নির্দেশিত। ফেক্সো ফেনাডিন ৬ মাস বয়স থেকে শুরু করে বয়স্ক , সব বয়সের রোগীর ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়ার ফলে ত্বকের উপসর্গগুলোকে দূর করতে নির্দেশিত ।

ফেনাডিন সিরাপ বা ট্যাবলেট খাওয়ার নিয়ম

ফেনাডিন ১২০ ট্যাবলেট/ ৩০ সিরাপ সিজনাল এলার্জিক রাইনাইটিস : ১২ বছর বা এর বেশি বয়সের শিশুদের জন্য এবং বয়স্কদের ক্ষেত্রে : ১২০ মি.গ্রা . অথবা ১৮০ মি.গ্রা . প্রতিদিন ১ বার করে অথবা ৬০ মি.গ্রা . দিনে ২ বার করে । যেসব রোগীদের কিডনী সংক্রান্ত জটিলতা রয়েছে , তাদের জন্য শুরুতে প্রতিদিন ৬০ মি.গ্রা . ১ বার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে । ৬ থেকে ১১ বছর বয়সের শিশুদের ক্ষেত্রে : ৩০ মি.গ্রা . করে দিনে ২ বার । যেসব রোগীদের কিডনী সংক্রান্ত জটিলতা রয়েছে , তাদের জন্য শুরুতে প্রতিদিন ৩০ মি.গ্রা . ১ বার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে ।

ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া :

১২ বছর বা এর বেশি বয়সের শিশুদের জন্য এবং বয়স্কদের ক্ষেত্রে : ১২০ মি.গ্রা . অথবা ১৮০ মি.গ্রা . প্রতিদিন ১ বার করে অথবা ৬০ মি.গ্রা . দিনে ২ বার করে । যেসব রোগীদের কিডনী সংক্রান্ত জটিলতা রয়েছে , তাদের জন্য শুরুতে প্রতিদিন ৬০ মি.গ্রা . ১ বার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে । ৬ থেকে ১১ বছর বয়সের শিশুদের ক্ষেত্রে ৩০ মি.গ্রা . দিনে ২ বার করে । যেসব রোগীদের কিডনী সংক্রান্ত জটিলতা রয়েছে , তাদের জন্য শুরুতে প্রতিদিন ৩০ মি.গ্রা . ১ বার করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে ।

পার্শ্ব প্রতিক্রিয়াফেনাডিন ১২০ ট্যাবলেট ঘুলে ঘুম ঘুম ভাবসহ অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না এবং এটা ডোজ এর সাথে সম্পর্কযুক্ত নয় । তবে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে- ভাইরাল ইনফেকশনের মত উপসর্গ ( ঠাণ্ডা , ফ্লু ) , বমিবমি ভাব , ডিসমেনোরিয়া , ক্লান্তিভাব , মাথা ব্যথা এবং গলায় চুলকানি ।

অন্য ওষুধের সাথে ফেক্সো ফেনাডিনের প্রতিক্রিয়া :

ফেনাডিন ১২০ ট্যাবলেট জাতীয় ঔষধ খাওয়ার সাথে সাথেই অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম যুক্ত এন্টাসিড , ইরাইথ্রোমাইসিন কিংবা কিটোকোনাজল খাওয়া উচিত নয় কারণ , এতে ফেক্সোফেনাডিন – এর শোষণ বেড়ে যেতে পারে ।

ফেক্সোফেনাডিন ১২০ ট্যাবলেট এর প্রতিনির্দেশনা :

ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড অথবা এর কোন উপাদানের প্রতি যাদের অতি মাত্রায় সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে নির্দেশিত নয় ।
গর্ভাবস্থায় ব্যবহার : যেহেতু গর্ভকালীন সময়ে এর ব্যবহারে সীমিত অভিজ্ঞতা রয়েছে , তাই শুধু মাত্র একান্ত প্রয়োজন হলে গর্ভবতী মহিলাদের দেওয়া যেতে পারে ।

স্তন্যদানকালে ব্যবহার – স্তন্যদানকালীন সময়ে মায়েরা ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড সেবন করলেও এতে শিশুর ক্ষেত্রে কোন পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায় না । তাই মার্কিন যুক্তরাষ্ট্রের একাডেমি অব পেডিয়াট্রিক্স স্তন্যদানকালে ফেক্সোফেনাডিনকে মায়েদের জন্য সুপারিশ করেছে ।
শিশুদের ক্ষেত্রে ব্যবহার : ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ৬ মাস বয়স থেকেই শিশুদেরকে দেওয়া যায় ।

fexofenadin গ্রুপের কয়েকটি ঔষধের নাম নিচে দেওয়া হলো-

Trade NameCompaniMG
Alafrre TabletApex Pharma30mg/5ml
120-180mg
Alagra TabletAlco Pharma30-60-120-180mg
AxodinBeximco30mg/5ml
60-120-180mg
AxofenAristopharma30mg/5ml
60-120-180mg
DeflexDelta Pharma30mg/5ml
60-120mg
Fenadin SyrupRenata Ltd30mg/5ml
60-120-180mg
Fexo Square Pharma30mg/5ml
60-120-180mg
FenoxSMC Enterprise120 mg
FexofedaEuro pharma120-180mg
FexominIbn Sina30mg/5ml
60-120-180mg

আরও পড়ুন – পেপনর সিরাপ কি রোগের ঔষধ 

ডেসলর কি কাজ করে

ক্লোনাজিপাম কিসের ঔষধ 

ফ্লুকোনাজল এর কাজ কি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X