পেপনর সিরাপ কিসের ঔষধ | Pepnor Syrup
প্রতি ৫ মি.লি. পেপনর সিরাপে আছে কিউমিনাম সায়মিনাম ২.৬৪ গ্রাম , সিনামোমাম জিলানিকাম ১৩.২৪ মি.গ্রা . , ইলেটারিয়া কার্ডামোমাম ১৩.২৪ মি.গ্রা . , সিনামোমাম টামেলা ১৩.২৪ মি.গ্রা . , মেসুয়া ফেরা ১৩.২৪ মি.গ্রা . , জিনজিবার অফিসিনালি ২৬.৪৮ মি.গ্রা . , মিরিসটিকা ফ্রান্সে ১৩.২৪ মি.গ্রা , সাইপেরাস রোটানডাস ১৩.২৪ মি.গ্রা . , ট্রাকিসপারমাম এ্যামি ১৩.২৪ মি.গ্রা . , সাইজেজিয়াম এ্যারোমেটিকাম ১৩.২৪ মি.গ্রা . সহ অন্যান্য ভেষজ উপাদানের নির্যাস ।
পেপনর সিরাপ কি কাজ করে
পেপনর সিরাপ এক ধরনের উৎকৃষ্ট হজমকারক ওষুধ । ইহা অনেক গুলো ভেষজ উদ্ভিদের সমন্বয়ে তৈরী যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ও নিরাপদ ।
কিউমিনাম সায়মিনাম : জীরাতে উদ্বায়ী তেল প্রধানত ফ্যাটি অয়েল ( ১০-১৫ % ) , ফ্যাটি এসিড , পেট্রোসেলিক এসিড এবং পামিটিক এসিড আছে ।
কিউমিনিন এবং ফ্লাভোন এর প্রধান উপাদান । জীরার ফ্যাটি অয়েলের জীবানু বিরোধী কার্যকারিতা রয়েছে ।
উদ্বায়ী তেল অন্ত্রকে শিথিল করে এবং অন্ত্রের গ্যাস , স্ফীত ও ফাঁপা হওয়া থেকে রক্ষা করে। এটি অগ্নিমান্দ্য ও ডায়রিয়ায় উপকারী।
সিনামোমাম জিলানিকাম : এটি পাচক , উদ্দীপক ও টনিক হিসেবে ব্যবহৃত হয় ।
এটি পরিপাক নালীর সংকোচন জনিত ব্যথা কমায় এবং পেট ফাঁপা দূর করে ও হজম শক্তি বৃদ্ধি করে ।
এটি কার্যকারী হজমকারক এবং সংকোচন বিরোধী হিসেবে প্রমাণিত ।
ইলেটারিয়া কার্ডামোমাম : এলাচের হজমকারক ও উদ্দীপক হিসেবে গুন রয়েছে। এটি এককভাবে ওষুধ হিসেবে ব্যবহার হয় না , তবে অন্য উদ্ভিদের সাথে একত্রে ব্যবহৃত হলে সম্মিলিতভাবে উদ্দীপক , টনিক এবং বিরেচক হিসেবে কাজ করে।
সিনামোমাম টামেলা – এটি সুগন্ধিযুক্ত এবং এর উদ্বায়ী তেল জীবাণু বিরোধী হিসেবে কাজ করে ।
মেসুয়া ফেরা : নাগেশ্বরের ফুলে এসেনসিয়াল তেল , দুইটি তিক্ত উপাদান সাথে ১ % মেসুওল রয়েছে। মেসুওল এর এন্টিবায়োটিক গুণ রয়েছে। এতে বিদ্যমান উদ্বায়ী তেল হজমকারক ও কাশি বহিঃস্কারক হিসেবে ব্যবহৃত হয়। এটি পায়ুপথের জ্বালাপোড়া , রক্ত আমাশয় এবং পাইলস রোগেও উপকারী।
জিনজিবার অফিসিনালি : প্রাচীন আয়ুর্বেদে উল্লেখ আছে আদা শ্বসনতন্ত্রের ও পরিপাকতন্ত্রের জন্য খুবই উপকারী। এটি বহুল কাজে ব্যবহৃত হয় যেমন- কোষ্ঠকাঠিন্য , অজীর্ণ , বদহজম , বাত – ব্যথায়। আদা পাকস্থলী ও অস্ত্রে অতিরিক্ত গ্যাস তৈরীতে বাধার সৃষ্টি করে অথবা উৎপন্ন গ্যাস নিঃসরন করতে সাহায্য করে।
মিরিস্টিকা ফ্রাগ্রেন্স এর উপকারিতা :
জাতিফলে এসিটিক এসিড , ইউজেনল , ফ্রাগ্রেন্সিন ও মিরিস্টিসিন এ্যালকালয়েড রয়েছে। এটি ডায়রিয়া রোগে উপকারী। এটি টনিক , পাচক এবং এন্টামোবিয়া হিস্টোলাইটিকা ও ই – কোলাই এর বিরুদ্ধে কার্যকরী।
সাইপেরাস রোটানডাস : আয়ুর্বেদিক ওষুধে মুখা ব্যবহৃত হয়। এটি জ্বর , পরিপাক ক্রিয়ার সমস্যা , ব্যথাযুক্ত ঋতুস্রাব ও অন্যান্য রোগে কার্যকরী। অনেক ধরনের উপাদান মুথাতে পাওয়া যায়। যেমন- এ – সাইপেরন , বি – সেলিনেন সাইপেরন , সাইপেরটুনডোন , সুজিওনল , কবুসন এবং আইসোকবুসন যা বমিভাব , জ্বর এবং প্রদাহ রোগ সারাতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।
ট্রাকিসপারমাম এ্যামি : ফার্মাকোলজিক্যাল পরীক্ষায় দেখা গেছে যে এর প্যারাসিমপ্যাথো মাইমেটিক ( প্যারাসিমপ্যাথেটিক নার্ভকে শিথীলকরণ ) কার্যকারিতা রয়েছে। ফলে যমানি অগ্নাশয় ও অন্ত্রনালীকে সংকোচিত করে উৎসেচক যেমন- লাইপেজ , ট্রিপসিন এবং অ্যামাইলেজ নিঃসরণ বাড়িয়ে দিয়ে শর্করা , আমিষ ও চর্বি জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। এটি যকৃত থেকে পিত্ত নিঃসরণ বাড়ায় বিধায় চর্বি জাতীয় খাদ্য হজম ও শোষণ সহজ হয়।
সাইজেজিয়াম এ্যারোমেটিকাম : আয়ুর্বেদে এটি লবঙ্গ নামে পরিচিত। এর এসেনসিয়াল অয়েল ভারতবর্ষ , চাইনিজ মেডিসিন , পাশ্চাত্য হারবাল মেডিসিন এবং দন্ত চিকিৎসায় ব্যথা কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এটি মূলত পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক এসিড নিঃসরণ বাড়ায় ও পেরিস্টালসিস মুভমেন্ট বৃদ্ধি করে ফলে দ্রুত বায়ু নিঃসরণ হয়।
Pepnor Syrup কি রোগের ঔষধ
ডিসপেপসিয়া বা বদহজম , পেটব্যথা , পেটফাঁপা , বমিবমি ভাব ও অরুচিতে নির্দেশিত। এটা ডায়রিয়া রোগে উপকারী , গ্যাসের কারনে সৃষ্ট মিথ্যা প্রসব বেদনা , গর্ভ পরবর্তীকালীন পরিপাকে সমস্যা এবং স্তন্যদানকারী মায়েদের পুষ্টি উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এটা ডায়রিয়া অথবা আমাশয়জনিত রিয়াক্টিভ আথ্রাইটিস রোগে উপকারী।
শিশুদের খাবারের রুচি বৃদ্ধির জন্য আদর্শ ঔষধ
যেসকল শিশু খাবার খেতে খুবই অনিহা প্রকাশ করে তাদেরকে ১-২ মাস সেবন করানো উচিৎ। শিশুর বদহজম পেটে ব্যথা ও অরুচিতে অত্যান্ত কার্যকরী একটি হারবাল ঔষধ। ১ বছর বয়স থেকেই পেপনর সিরাপ সেবন করানো যাবে।
Pepnor Syrup খাওয়ার নিয়ম
১২ বছরের কম বয়সী শিশুদের জন্য : ১-২ চা চামচ ( ৫-১০ মি.লি. ) দিনে ২ বার সেব্য ।
প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে : ২-৩ চা চামচ ( ১০-১৫ মি.লি. ) দিনে ২ বার সেব্য । অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ।
পার্শ্ব প্রতিক্রিয়া – কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না ।
প্রতিনির্দেশনা – এখনো পর্যন্ত কোন বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। কিন্তু এর কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা দেখা দিলে ব্যবহার করা যাবে না। আদা পিত্ত তৈরিতে সাহায্য করে তাই যাদের পিত্তথলিতে পাথর রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। যারা পিত্তথলিতে পাথরের কারনে অবস্ট্রাকটিভ জন্ডিসে আক্রান্ত তাদের বেলায় পেপনর ব্যবহার সতর্কতার সাথে করতে হবে।
Pepnor Syrup এর গর্ভকালীন ও স্তন্যদানকালীন ব্যবহার
গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে এর ব্যবহার কোন সমস্যা সৃষ্টি করে বলে জানা যায় নি ।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া – রক্ত জমাট বাধতে বাধাদানকারী ওষুধ যেমন- ওয়ারফারিন , এসপিরিন এর সাথে এটি ব্যবহার করা উচিত নয়।
আরও পড়ুন – ডেসলর কি কাজ করে
হামদর্দ এর জন্ডিসের ঔষধ | সেবনের নিয়মসহ বিস্তারিত
পরিপাকতন্ত্র বা পাচনতন্ত্রের রোগের উপসর্গ | যা খুব গুরুত্বপুর্ন।