ঔষধ পরিচিতি

অ্যালজিন ৫০ ট্যাবলেট কিসের ঔষধ | Algin 50 mg

অ্যালজিন কিসের ঔষধ তা জানার আগে এর গ্রুপ ও পরিমান জেনে নিন। algin, veset, Veseral 50, Norvis, Tinum, এগুলো সব একই ঔষধ। Tablet Inj & Syrup ফর্ম্যাটে বাজারজাত হয়।
ট্যাবলেট / সিরাপ / ইনজেকশন এ পাওয়া যায়।
প্রতিটি ট্যাবলেটে আছে টাইমোনিয়াম মিথাইলসালফেট ৫০ মিগ্রা,
সিরাপ প্রতি ৫ মিলি বা ১ চামচে ১০ মিগ্রা, ও
প্রতিটি 2 মিলি ইনজেকশনে 5 মিলিগ্রাম টাইমোনিয়াম মিথাইলসালফেট থাকে।

এ্যালজিন ৫০ কি কাজ করে Algin 50 Tablet

Algin 50 mg Tablet বা Tiemonium Methylsulphate একটি antispasmodic এজেন্ট এবং ভিসারাল ব্যথা উপশমে ব্যবহৃত হয়। এটি অন্ত্র, বিলিয়ারি সিস্টেম, মূত্রাশয় এবং জরায়ুর পেশীর খিঁচুনি কমায়। Algin গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এবং বিলিয়ারি রোগের ব্যথার জন্য নির্দেশিত হয় যেমন হেপাটোকলিক, কোলাইটিস, গ্যাস্ট্রিক এবং ডুওডেনাল আলসার। অ্যালজিন, গাইনোকোলজি এবং রেনাল কোলিকেও ব্যবহার করা যেতে পারে। টাইমোনিয়াম মিথাইলসালফেট তীব্র ব্যথার জন্যও নির্দেশিত।

Norvis 50 mg Tablet খাওয়ার নিয়ম

প্রাপ্তবয়স্কদের- মুখে সেবন: স্বাভাবিক ডোজ 100 থেকে 300 মিলিগ্রাম (2 থেকে 6 ট্যাবলেট) বিভক্ত মাত্রায় প্রতিদিন।
ইনজেকশন : স্বাভাবিক ডোজ হল 5mg (1 ampoule) প্রতিদিন তিনবার ইন্ট্রামাসকুলার বা ধীর শিরায় ইনজেকশনের মাধ্যমে।

শিশু – ১-২ চামচ করে দিনে ৩ বার । ১২ বছরের বেশি প্রাপ্ত বয়স্কদের জন্য ১-২ টি ট্যাবলেট দিনে ৩ বার সেবন করা যায়। ইঞ্জেকশান মাংসপেশিতে বা শিরায় ধীরে ধীরে প্রয়োগ করতে হয়।

Tiemonium Methylsulphate যে সমস্যায় সেবন নিষেধ

হাইপারথাইরয়েডিজম, গ্লুকোমা, প্রোস্ট্যাটিক হাইপারট্রফি, প্যারালাইটিক ইলিয়াস, পাইলোরিক স্টেনোসিস, টাকাইকার্ডিয়া, ফুসফুসের তীব্র শোথ এবং মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ক্ষেত্রে নিষেধ।

Viseral 50 mg Tablat সেবনে সতর্কতা:

এ্যালজিন- দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস, করোনারি অপ্রতুলতা, পরিবেষ্টিত হাইপারথার্মিয়া, গুরুতর হেপাটিক অপ্রতুলতা, গুরুতর রেনাল অপ্রতুলতা, গর্ভাবস্থা এবং বুকের দুধ খাওয়ানো রোগীদের সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। হাইপোটেনশন এবং টাকাইকার্ডিয়ার ঝুঁকি এড়াতে, ইনজেকশনটি ধীরে ধীরে পরিচালনা করা উচিত।

টাইমোনিয়াম মিথাইলসালফেট গ্রুপের কয়েকটি ঔষধের নাম দেয়া হলো-

Trade NameCompany
AlginRenata Ltd
EmoniumBeximco
NorvisSquare
PrevipGenarel Pharma
TimonilPopular Pharma
TiniluxShorif Pharma
TiniumAcme Lab
TinoDelta Pharma
TyniumACI Ltd
VisralOpsonin Pharma

আরও পড়ুন – ফেক্সো ফেনাডিন কি কাজ করে জেনে নিন

পেপনর সিরাপ কি রোগের ঔষধ

প্রেসার বা রক্তচাপ মাপা শিখে নিন

এপেনডিসাইটিস কি | কারন | লক্ষনসহ চিকিৎসাপদ্ধতি

রোগবালাই ইউটিউব চ্যানেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X