স্বাস্থ্য টিপসহারবাল

দ্রুত বীর্য পাতের প্রাকৃতিক চিকিৎসা! ৯৯.৯৯% কাজ হয়

সেই সাথে পেটকেও ঠিক রাখতে হবে। পেট পরিস্কার না থাকলে, কখনো যৌন রোগ থেকে মুক্তি পাবেন না।টাকার জোর বেশী থাকলে, অনেক দামী নিউট্রিশন সংগ্রহ করে খাওয়া যায়। যাদের টাকার জোর কম, তারা কি বঞ্চিত হবে ?
এসব চিন্তা মাথায় রেখেই, আজকে ভারতীয় আয়ুর্বেদীক ফর্মুলা আপনাদের সামনে উপস্থাপন করছি। যৌন দূর্বলতা, দ্রুত বীর্যপাত ও লিঙ্গোত্থান জনিত সমস্যার হারবাল পথ্যটি নিজেই বানাতে পারবেন।

এই ফর্মুলাটি তৈরী করা একেবারে সহজ ও সুলভে সব জায়গায় পাওয়া যায়। মাত্র ৭টি উপাদান দিয়ে সক্রিয় পথ্যটি তৈরী করা যায়। নিচের উপাদনগুলো মিশিয়ে রোজ সকালে ও রাত্রে সেবন করবেন।

হারবাল মিক্স সেভেন :


আমলকি গুড়া – ১৪%
হরতকি বিচি ছাড়া গুড়া – ১৪%
বহেরা বিচিসহ – ১৪%
ইসুবগুল – ১৪%
তোখমাদানা – ১২%
তালমাখনা – ১৬%
কাথিলা – ১৬%


এই সাতটি উপাদান নিয়মিত সেবন করলে, ঐ ব্যাক্তি যৌন দূর্বলতা ও গণোরিয়ায় ভূগতে পারেনা। এগুলো সম্পর্কে গুগলের বিশ্বস্ত ওয়েবসাইটগুলোতে সার্চ করুন। শুধু আমার পোস্ট দেখেই বিশ্বাস বা অবিশ্বাস করবেননা। আমি ভৈষজ্য ধনন্তরী এবং ভারতীয় আয়ুর্বেদীক শাস্ত্র থেকে এই পথ্য তৈরী করি। তাই, আমি আমার মত করেই ফর্মুলাটি উপস্থাপন করেছি। আপনারা মিলিয়ে নিয়েন।

তবে আধুনিক চিকিৎসায় একটা নিয়ম আছে, একর্ডিং টু কন্ডিশন! রোগের তীব্রতা অনুযায়ী আপনার আরোগ্য হতে সময় কম বা বেশী লাগতে পারে। এর জন্য ফর্মুলা দায়ী নয়। কোন কোন ক্ষেত্রে আশানুরুপ ফল নাও পেতে পারেন। এর জন্যও আপনার বডি স্টাকচার বা প্রতিরক্ষা ব্যবস্থাই দায়ী।

এমনও হতে পারে, যেমন মোবাইলের ব্যাটারীর চার্জ ফুরিয়ে গেলে, আবার রিচার্জ করা যায় সত্য, কিন্তু ব্যাটারীটাই যদি নস্ট হয়ে যায়, সেক্ষেত্রে সারাদিন চার্জে লাগিয়ে রাখলেও রিচার্জ হবেনা! এমনটা সাধারনত নেশাগ্রস্থদের ক্ষেত্রে বা নিয়মিত ভায়াগ্রা সেবনকারীদের ক্ষেত্রে হয়ে থাকে। আবার খুব বেশীদিন স্টেরয়েড সেবীদেরও এমনটা হতে দেখেছি।

জীবনে অনেক যৌনরোগীর ট্রিটমেন্ট করতে গিয়ে এই অভিজ্ঞতা হয়েছে। তবুও দীর্ঘদিন এই পথ্য সেবনে মোটামুটি ইমপ্রোভ হতেও দেখেছি। সবশেষে আরেকটা তথ্য দিবো, দীর্ঘদিন ডিপ্রেশনে ভূগতেছেন, এমন রোগীদেরও একটু বেশী সময় লাগতে পারে। কারন, দূশ্চিন্তা যৌনশক্তি কমিয়ে দেয়।

সিলড্রেনাফিল সাইট্রেট :

রমরমা ও মুখরোচক বিজ্ঞাপনের পাল্লায় পড়ে, কেউ যেন প্রকৃতিক মনে করে, সিলড্রেনাফিল সাইট্রেটস খেয়ে না বসেন। এর জন্যই আজকের এই পোস্ট। কারন এটা কোন চিকিৎসার জন্য নয়! এটা স্রেফ যাদের একেবারেই সব শেষ! তার যাবেই বা কি? বুজতেই পারছেন।

৬৫ উর্ধো বয়োবৃদ্ধদের কখনও যদি স্বাধ জাগে – তারা যেন কাজ চালিয়ে যেতে পারেন, এর একটা উপায় মাত্র। এটা নিয়মিত সেবনে, আপনার লিঙ্গউত্থানে সমস্যা হবে। অর্থাৎ ভায়াগ্রা মানে সিলড্রেনাফিল ব্যতিত লিঙ্গোত্থান হবেনা।

বীর্য ঘন করার বানিজ্যিক ঔষধ :

এবার বলি যারা নিজেরা তৈরী করতে সময় পাননা, বা ব্যাস্ততার অজুহাতে খাওয়া হয়না, চেনা জানা কোন প্রকৃত হারবাল কবিরাজ বা বানিয়াতির কাজ যারা করে, তাদের কাছ থেকে কিনে খেতে পারেন। অথবা এসব বানিয়াতি পথ্য ফুটপাতেও বিক্রি করে। শুধু জেনে নিবেন, সাথে সাথে কাজ করবে কিনা।

যদি বলে, ২৪ ঘন্টায় কাজ করবে। তাহলে বুজবেন কেমিক্যাল মেশানো আছে। এগুলো নিবেননা। কোন হারবাল ঔষধ সেবনে ১০-১৫ দিনের আগে কার্যকারীতা তেমন বুঝা যায়না। বিশেষ করে এসব রোগের জন্য।

কাতিলা গম এর উপকারীতা :

youtube চ্যানেলেও এসব নিয়ে আলোচনা আছে, Rugbalai লিখে সার্চ করলে পাবেন। হারবাল পথ্য নিয়ে অনেক ভিডিও আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X