ঔষধ পরিচিতিস্বাস্থ্য টিপস

পেনভিক (পেনিসিলিন ভি) কিসের ঔষধ | Penvik DS

পেনভিক ডি এস ” ( ফেনোক্সিমিথাইল পেনিসিলিন বা পেনিসিলিন – ভি ) এসিড স্ট্যাবল এবং ক্ষুদ্রান্ত্রের উপরিভাগ থেকে শোষিত হয় । বিভিন্ন প্রকার ফেনোক্সিমিথাইল পেনিসিলিনের মধ্যে ফেনোক্সিমিথাইল পেনিসিলিনের পটাশিয়াম লবণ সবচেয়ে ভাল শোষিত হয় ।

Penvik খাওয়ার নিয়ম

পেনডিক খাবারের সাথে দেওয়া যায় তবে খাবারের ১ ঘন্টা পূর্বে বা খাবারের ২ ঘন্টা পরে এর সর্বোচ্চ শোষণ হয় । ইহা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে । পেনিসিলিন – জি এর তুলনায় ইহার সুবিধা হল ইহা পাকস্থলির এসিডে বিনষ্ট হয় না ।

পেনভিক কিসের ট্যাবলেট

পেনিসিলিন ভি সংবেদনশীল জীবাণু প্রধানতঃ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণে নির্দেশিত । নিম্নবর্ণিত সংক্রমণগুলিতে সাধারণত পেনডিক ‘ নির্দেশিত স্ট্রেপ্টোককাল সংক্রমণ : শ্বাসতন্ত্রের উপরিভাগের মৃদু , মাঝারী ও তীব্র সংক্রমণে , স্কারলেট জ্বর এবং মৃদু এরিসিপেলাস – এ পেনভিক বা ওপেন ” ব্যবহৃত হয় । এল – হিমোলাইটিক স্ট্রেপটোকক্কাস দ্বারা সৃষ্ট হৃদপিন্ডের মাংসপেশীর প্রদাহ , নিউমোনিয়া , স্টেফাইলোকক্কাস ( যারা পেনিসিলিনেজ তৈরী করে না ) দ্বারা সৃষ্ট সংক্রমণ , নিউমোকক্কাস সংক্রমণ , মধ্যকর্ণের প্রদাহ , মেনিনগোকক্কাস সংক্রমণ । ফুসোস্পাইরোকিটোসিস ।

দাঁতের মাড়ির প্রদাহ , ফ্যারিংসের প্রদাহ । সংক্রমণ প্রতিরোধ : রিউমেটিক জ্বরের পুনরাক্রমণ প্রতিরোধে , পিউপেরাল সেপসিস , ডিপথেরিয়া , এন্থ্রাক্স , গনোকক্কাল সংক্রমণ , সিফিলিস , ইয়াওস্ এবং একটিনোমাইকোসিস ।

পেনভিক (পেনিসিলিন ভি) খাওয়ার নিয়ম

মাত্রা ও সেবনবিধি ২৫০ -৫০০ মি.গ্রা . ৬ ঘন্টা পরপর ।
প্রাপ্ত বয়স্ক শিশু : ১২৫-২৫০ মি.গ্রা . ট্যাবলেট ৬ ঘন্টা পরপর ।
পাউডার ফর সাসপেনসন : ১-২ চা চামচ ( ৫-১০ মি.লি. ) ৬ ঘন্টা পরপর ।
ফোর্ট পাউডার ফর সাপেনসন : ১ / ২-১ চা চামচ ( ২.৫-৫ মি.লি. ) ৬ ঘন্টা পরপর ।

শিশু ( ১ বছরের নীচে ) : ৬২.৫-১২৫ মি.গ্রা . ৬ ঘন্টা পরপর পাউডার ফর সাপেনসন : ১ / ২-১ চা চামচ ( ২.৫-৫ মি.লি. ) ৬ ঘন্টা পরপর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ।
পেনিসিলিন ভি ” খালি পেটে খাবার গ্রহণের ১ ঘন্টা পূর্বে অথবা ২ ঘন্টা পরে সেবন করা ভাল ।

পেনিসিলিন ভি এর প্রতিনির্দেশনা

পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে পেনভিক ব্যবহার করা যাবে না । অতি তীব্র সংক্রমণে এটি নির্দেশিত নয় ।
পার্শ্ব প্রতিক্রিয়া বমি , বমি বমি ভাব , পাকস্থলীর অস্বাচ্ছন্দ্য , উদরাময় প্রভৃতি দেখা দিতে পারে ।
অতি সংবেদনশীল প্রক্রিয়ার মধ্যে ত্বকের শুদ্ধতা , ল্যারিংসের ইডিমা , সিরাম সিকনেস ইত্যাদি দেখা দিতে পারে ।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া জিংক অক্সাইড , ম্যাগনেসিয়াম কার্বোনেট , ক্যালামাইন ইত্যাদি যারা পেনভিক ” এর কার্যকারিতা হ্রাস পায় । এসপিরিন , সালফা মেথাক্সিপাইরিজিন এবং সালফাইথিডোল পেনিসিলিন ডি এর ইনভিট্রো ও ইনভিভো সেরাম বাইন্ডিং বাধাগ্রস্ত করে । এছাড়া ফেনোক্সিমিথাইল পেনিসিলিন এমাইনোগ্লাইকোসাইডের কার্যকারিতা সম্পূর্ণরূপে নষ্ট করে । একত্রো সেবনের ফলে প্রোবিনেসিড পেনিসিলিন ডি এর রেচন বাধাগ্রস্ত করে ।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার – গর্ভাবস্থায় পেনিসিলিন ব্যবহারে কোন প্রতিনির্দেশ নেই । তবে মাতৃদুগ্ধে পেনিসিলিন – ডি নিঃসৃত হয় যা নবজাতকের এলার্জিক বিক্রিয়া ঘটাতে পারে ।

পেনিসিলিন ভি এর অন্যান্য ঔষধের নাম

Trade NameCompany
Biopen VKBiopharma
OpenOpsonin Pharma
Oracin kSynovia Pharma
Pen VKRenata Ltd
Penvik DsSquare Pharma

আর পড়ুন –

সোলাস ট্যাবলেট কিসের ঔষধ | Solas Tablet 100

ট্রিপটিন কিসের ঔষধ Triptin 10 & 25 mg

মুখে ঘা এর ঔষধ কি খাওয়ার নিয়মসহ বিস্তারিত

Micoral gel কিসের ঔষধ | কি কাজ করে এবং খাওয়ার নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X