ঔষধ পরিচিতিস্বাস্থ্য টিপস

মুখে ঘা এর ঔষধ কি |খাওয়ার নিয়মসহ বিস্তারিত

মুখে ঘা একসময় শুধু শীত এলেই শুনা যেত। এখন তো সারাবছরই মুখের ঘা নিয়ে ডাক্তারের কাছে ভীড় করতে দেখা যায়। প্রচুর এসিডিটি, খাদ্যে পর্যাপ্ত ভিটামিনের অভাব, এবং বিভিন্ন ছত্রাক সংক্রমণ থেকে এই রোগের আক্রমণ বেড়েই চলছে। এটা মুলত জিহবায় ঘা। তবে মুখের ঘা বলতে অন্যটা বুজায়, আজকে সব কিছু জানতে পারবেন এই লেখায়।

মুখের ঘা বা ওরাল আলসার কি

মুখে ঘা বলতে অনেক প্রকারের হয়ে থাকে। অনেকে জিহ্বার এবং মুখে আলসার সব গুলিয়ে ফেলেন। যা চিকিৎসার জন্য কঠিন হয়ে দাড়ায়। রোগটা প্রায় সমগোত্রীয় হলেও ঔষধ নির্বাচন সমান নাও হতে পারে। তাই ডাক্তারকে ভালভাবে দেখানোর প্রয়োজন। চিত্রে যে ছবিটা দেয়া হয়েছে তার জন্য Meoral বা Orofresh নামক একটি সল্যুশন আছে, ব্রাশের সাহায্যে দিনে ৩ বার ব্যবহার করলে আরোগ্য হবে।

Meoral বা Orofresh OS 5%+1%

Meoral বা Orofresh এ 5% Rhobarb ও 1% Selisylic Acid আছে। Beximco pharma কোম্পানির বাজারজাতকৃত Meoral Oral Solution ও Ziska Pharma কতৃক Orofresh Oral Solution দুইটা একই সমমানের আর দামও প্রায় সমান। তাই যেকোন একটা পেলেই চলবে।

মুখের ঘা এর ঔষধ কি

মাইকোরাল জেল

ওরাল ক্যানডিডেডাস, গলায় ঘা, জিহ্বায় লালচে ঘা হলে, বয়স অনুপাতে আধা চামচ থেকে ১ চামচ করে দিনে ৩ বার সেবন করতে পারেন। এভাবে ১ সপ্তাহ পর্যন্ত ঔষধ চালিয়ে যেতে পারেন। এই জেল নিয়ে সুন্দরভাবে একটা লেখা আছে, বিস্তারিত পড়ুন

ভি প্লেক্স ট্যাবলেট

ভিটামিন বি কমপ্লেক্স এর এই ঔষধে সবগুলো ভিটামিন থাকলেও, মুখে ঘার জন্য রিবোফ্লাভিন জাতীয় বি ভিটামিন এর প্রয়োজন। তবে ভি প্লেক্স খেলেও সবগুলো বি পাওয়া যায়। তাই ট্যাবলেট হলে ১ টি করে ২ বার ২-৪ সপ্তাহ খেতে পারেন।
সিরাপ বয়স অনুযায়ী ১-২ চামচ করে দিনে ২ বার সেবন করা যায়।

ডারমা এন্টি ফাঙ্গাল ক্যাপসুল

যেহেতু মুখে ঘা এর জন্য এক ধরনের ফাঙ্গাস দায়ী হতে পারে। তাই এন্টি ফাঙ্গাল হিসাবে ফ্লুকোনাজল ৫০ মিগ্রা রোজ ১ টা অথবা শিশু হলে সিরাপ ২৫ মিগ্রা বা আধা চামচ রোজ ১ বার ৭ দিন সেবনের পরামর্শ দেয়া উত্তম। এতে মুখের ভিতরে থাকা ফাঙ্গাস ধ্বংশ করা যায়। ফ্লুকোনাজল নিয়ে আমাদের একটি লেখা আছে বিস্তারিত পড়ুন

যেকোন ঔষধ ডাক্তারের পরামর্শ ব্যাতিত সেবন করা উচিত নয়। কারন একই উপসর্গের রোগীর কারন ভিন্ন হতে পারে। রোগবালাই ডটকম শুধু মাত্র একটি ধারনা দেয়ার জন্য বা সাধারণ জ্ঞান হিসাবে, প্রত্যেকটি রোগ নিয়ে সাজানো হয়েছে। যেন এখান কিছু জানা যায়।

এই পেজে বিভিন্ন জেলার বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার ও রোগী দেখার সময়সহ বিস্তারিত তুলে ধরা হয়েছে। কোন রোগের জন্য কি ডাক্তার দেখাবেন, তার একটা ধারনা দেয়া হয়েছে। নিয়মিত পড়লে অনেক কিছু জানতে পারবেন। তবে জটিল কোন রোগের ক্ষেত্রে নিজে চিকিৎসার দায়ীত্ব নিবেননা। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খাবেন।

আরও পড়ুন – Sex Tablet For Men | সেক্স এর ট্যাবলেট

Nystat Drop কিসের ঔষধ | খাওয়ার নিয়মসহ বিস্তারিত

ক্যালসিয়াম ডি কিসের ঔষধ | Calcium & Vitamin D3 IU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X