ঔষধ পরিচিতি

প্রিগাবালিন ৫০ কিসের ঔষধ | বিস্তারিত জানুন Pregabalin Bp

এই লেখার বিষয়বস্তু সমূহ:

প্রিগাবালিন এর কাজ কি

  1. ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিজনিত নিউরোপ্যাথিক ব্যথা
  2. পোষ্ট হার্পেটিক নিউরালজিয়া
  3. পার্শিয়াল অনসেট সিজার এর সহযোজিত চিকিৎসায়
  4. ফিব্রোমায়ালজিয়া
  5. স্পাইনাল কর্ডের আঘাতজনিত নিউরোপ্যাথিক ব্যথা
  6. জ্যানারালাইজড্ এ্যাংজাইটি ডিসঅর্ডার

প্রিগাবা ৫০ খাওয়ার নিয়ম

ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিজনিত নিউরোপ্যাথিক ব্যথাঃ

যে সব রোগীর ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স সর্বনিম্ন ৬০ মিলি / মিনিট তাদের ক্ষেত্রে প্রিগাবালিন এর সর্বোচ্চ নির্দেশিত মাত্রা হল ১০০ মিগ্রা দিনে ৩ বার ( দৈনিক ৩০০ মিগ্ৰা ) । দৈনিক ৫০ মিগ্রা করে দিনে ৩ বার ( দৈনিক ১৫০ মিগ্রা ) সেবন শুরু করা উচিত , যা কার্যকারিতা এবং সহনশীলতার উপর নির্ভর করে ১ সপ্তাহের মধ্যে ৩০০ মিগ্রা পর্যন্ত উন্নীত করা যেতে পারে ।

পোষ্ট হার্পেটিক নিউরালজিয়াঃ

যে সব রোগীর ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স সর্বনিম্ন ৬০ মিলি / মিনিট তাদের ক্ষেত্রে Pregabalin ( প্রিগাবালিন ) এর সুপারিশকৃত মাত্রা হল ৭৫ মিগ্রা থেকে ১৫০ মিগ্রা দিনে ২ বার অথবা ৫০ মিগ্রা থেকে ১০০ মিগ্রা করে দিনে ৩ বার ( দৈনিক ১৫০-৩০০ মিগ্রা ) । দৈনিক ৭৫ মিগ্রা করে দিনে ২ বার অথবা ৫০ মিগ্রা দিনে ৩ বার বিভক্ত মাত্রায় ( দৈনিক ১৫০ মিগ্রা ) সেবন শুরু করা উচিত যা কার্যকারিতা এবং সহনশীলতার উপর নির্ভর করে ১ সপ্তাহের মধ্যে ৩০০ মিগ্রা পর্যন্ত উন্নীত করা যেতে পারে ।

পার্শিয়াল অনসেট সিজার এর সহযোজিত চিকিৎসায়ঃ

সাধারণভাবে ইহা সুপারিশকৃত যে , রোগীকে দৈনিক সর্বমোট সর্বোচ্চ ১৫০ মিগ্রা ( ৭৫ মিগ্রা দিনে ২ বার অথবা ৫০ মিগ্রা দিনে ৩ বার ) মাত্রায় প্রদান করতে হবে । প্রত্যেক রোগীর ক্রিয়া এবং সহনশীলতার উপর নির্ভর করে সর্বোচ্চ দৈনিক ৬০০ মিগ্রা পর্যন্ত বৃদ্ধি করা যায় ।

ফিব্রোমায়ালজিয়া

ফিব্রোমায়ালজিয়াতে Pregabalin ( প্রিগাবালিন ) এর সুপারিশকৃত মাত্রা হল দৈনিক ৩০০ মিগ্রা থেকে ৪৫০ মিগ্রা । দৈনিক ৭৫ মিগ্রা করে দিনে ২ বার বিভক্ত মাত্রায় ( দৈনিক ১৫০ মিগ্রা ) সেবন শুরু করা উচিত , যা ঔষধের কার্যকারিতা ও সহনশীলতার উপর নির্ভর করে এক সপ্তাহের মধ্যে দৈনিক ১৫০ মিগ্রা করে দিনে ২ বার পর্যন্ত ( দৈনিক ৩০০ মিগ্রা ) বৃদ্ধি করা যেতে পারে । যে সব রোগীর ক্ষেত্রে পর্যাপ্ত উপশম পরিলক্ষিত হয় না তাদের ক্ষেত্রে মাত্রা প্রত্যেহ ২ বার ২২৫ মিগ্রা পর্যন্ত ( দৈনিক ৪৫০ মিথা ) বৃদ্ধি করা যেতে পারে ।
ক্ষেত্রে মাত্রা প্রত্যেহ ২ বার ২২৫ মিগ্রা পর্যন্ত ( দৈনিক ৪৫০ মিগ্রা ) বৃদ্ধি করা যেতে পারে ।

স্পাইনাল কর্ডের আঘাতজনিত নিউরোপ্যাথিক ব্যথা

স্পাইনাল কর্ডের আঘাতজনিত নিউরোপ্যাথিক ব্যথায় Pregabalin ( প্রিগাবালিন ) এর সুপারিশকৃত মাত্রা হল দৈনিক ১৫০-৬০০ মিগ্রা । সুপারিশকৃত প্রারম্ভিক মাত্রা হল ৭৫ মিগ্রা করে দিনে ২ বার ( দৈনিক ১৫০ মিগ্রা ) , যা ঔষধের কার্যকারিতা ও সহনশীলতার উপর নির্ভর করে এক সপ্তাহের মধ্যে দৈনিক ১৫০ মিগ্রা করে দিনে ২ বার ( দৈনিক ৩০০ মিগ্রা ) পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে । দৈনিক ১৫০ মিগ্রা দুইটি বিভক্ত মাত্রায় ২-৩ সপ্তাহের চিকিৎসায় যে সব রোগীর ব্যথা পর্যাপ্ত উপশম পরিলক্ষিত হয় না । এবং যারা সহনীয় তাদের ক্ষেত্রে Pregabalin ( প্রিগাবালিন ) দৈনিক দুইটি বিভক্ত মাত্রায় ৩০০ মিগ্রা পর্যন্ত ( দৈনিক ৬০০ মিগ্রা ) নেওয়া যেতে পারে ।

জ্যানারালাইজড এ্যাংজাইটি ডিসঅর্ডার

দৈনিক মাত্রা ১৫০ থেকে ৬০০ মিগ্রা দুই অথবা তিনটি বিভক্ত মাত্রায় দেওয়া যেতে পারে । চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়মিত পুনঃবিবেচনা করা উচিত ।

বৃক্কীয় অকার্যকরী রোগীর ক্ষেত্রেঃ প্রিগাবালিন প্রাথমিকভাবে অপরিবর্তিত ওষুধ হিসেবে সিস্টেমিক সারকুলেশন হতে বৃক্কীয় তন্ত্রের মাধ্যমে অপসারিত হয় । যেহেতু প্রিগাবালিনের ক্লিয়ারেন্স , ক্রিয়েটিনিন – এর ক্লিয়ারেন্সের সাথে সরাসরি সমানুপাতিক , তাই দুর্বল কার্যকরী বৃক্কীয় রোগীর ক্ষেত্রে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স অনুসারে নিম্নলিখিত ছক অনুযায়ী আলাদা ভাবে মাত্রা নির্ণয় করতে হবে ।
দৈনিক মোট মাত্রা ( মিগ্রা / দিন ) নির্দেশিত সেবন যাত্রা ( মিগ্রা / মাত্রা ) অনুযায়ী সেবন করা উচিত । * সাপ্লিমেন্টারী মাত্রা একটি অতিরিক্ত একক মাত্রা ।

যকৃতীয় অকার্যকরী রোগীর ক্ষেত্রে ব্যবহার

যকৃতীয় অকার্যকরী রোগীর ক্ষেত্রে মাত্রা সমন্বয়ের প্রয়োজন নেই ।
শিশু এবং বয়ঃসন্ধিকালে ব্যবহারঃ নিরাপত্তা এবং কার্যকারীতার অপর্যাপ্ত উপাত্তের কারণে প্রিগাবালিন ১২ বছরের নীচে শিশু এবং কিশোর ( ১২ – ১৭ বছর বয়স ) -এর ক্ষেত্রে নির্দেশিত নয় ।
বয়স্ক রোগীর ক্ষেত্রে ব্যবহার ( ৬৫ বছরের উর্দ্ধে )ঃ বৃক্কীয় কার্যকারীতা কমে যায় বলে বয়স্ক রোগীর ক্ষেত্রে প্রিগাবালিনের মাত্রা কমানোর প্রয়োজন হতে পারে ।
বিরুদ্ধ ব্যবহার , সতর্কতা , ইত্যাদি । ইহার মূল উপাদান অথবা যেকোন এক্সিপিয়েন্টস এর প্রতি অতিসংবেদনশীলতা আছে এমন রোগীর ক্ষেত্রে ব্যবহার নিষিদ্ধ ।

পেগালিন ৫০ সেবনে সতর্কতাঃ

চলতি ক্লিনিক্যাল পর্যবেক্ষণ অনুযায়ী , যে সকল ডায়াবেটিক রোগীর প্রিগাবালিন চিকিৎসায় ওজন বৃদ্ধি পায় , তাদের হাইপোগ্লাইসেমিক ওষুধের মাত্রা সামঞ্জস্য করা উচিৎ । প্রিগাবালিন চিকিৎসায় তন্দ্রাচ্ছন্নতা , ঘুমভাব হতে পারে , যা বয়স্ক রোগীদের ক্ষেত্রে দূর্ঘটনাজনিত ঘটনা বাড়িয়ে দেয় । অচেতন , বিভ্রান্তি এবং মানসিক ভারসাম্যহীনতা । সুতরাং ওষুধের কার্যকর প্রতিক্রিয়ার সাথে পরিচিত না হওয়া পর্যন্ত রোগীদের সতর্কতা অবলম্বন করা উচিত ।

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে pregabalin এর ব্যবহারঃ

গর্ভবতী মহিলার ক্ষেত্রে প্রিগাবালিন ব্যবহারের পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি । মানুষের ক্ষেত্রে গুরুতর ঝুঁকি অজানা । নিতান্ত প্রয়োজন না হলে গর্ভাবস্থায় প্রিগাবালিন ব্যবহার করা উচিত নয় ( যদি ভ্রুণের উপর সম্ভাব্য ক্ষতিকর প্রভাবের চেয়ে মায়ের প্রতি এর উপকারীতা বিবেচিত হয় ) । সন্তানধারনে সম্ভাবনাময়ী মহিলার ক্ষেত্রে কার্যকর জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা উচিত । প্রিগাবালিন মায়ের বুকের দুধে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি যদিও ইঁদুরের দুধে ইহার উপস্থিতি পরিলক্ষিত । সুতরাং প্রিগাবালিন দ্বারা চিকিৎসা করার সময় সন্তানকে মায়ের বুকের দুধ পান করা থেকে বিরত রাখা উচিত ।

অন্যান্য ওষুধের সাথে প্রিগাবালিনের ( পিজি) আন্তঃক্রিয়াঃ

প্রিগাবালিন সাথে ফিনাইটয়েন , কার্বামাজিপাইন , ভ্যালপ্রোয়িক এসিড , ল্যামোট্রিজিন , গাবাপেন্টিন , লোরাজিপামু , অক্সিকোডন অথবা ইথানলের সাথে আন্তঃক্রিয়ার ফার্মাকোকাইনেটিক্সের কোন ক্লিনিক্যাল পরিবর্তন পাওয়া যায়নি । মানুষের উপর ফার্মাকোকাইনেটিক পরীক্ষায় দেখা যায় যে , ওরাল এ্যান্টিডায়াবেটিক , ডায়ইউরেটিকস্ , ইনসুলিন , ফেনোবারবিটাল , টিয়াগাবিন এবং টপিরামেট ব্যবহারে প্রিগাবালিনের ক্লিয়ারেন্সের কোন উল্লেখযোগ্য প্রভাব নাই ।

মুখে খাওয়ার জন্মনিরোধক ওষুধ নরইথিষ্টেরন এবং / অথবা ইখিনাইল অয়িষ্ট্ৰাডিয়ল এবং প্রিগাবালিন একত্রে ব্যবহারে তাদের কোন উপাদানের স্টিডীস্টেট ফার্মাকোকাইনেটিক্সকে প্রভাবিত করেনা । প্রিগাবালিন ; ইথানল এবং লোরাজিপাম – এর প্রভাবকে বৃদ্ধি করতে পারে ।

নিয়ন্ত্রিত ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা যায় , অক্সিকোডন , লোৱাজিপাম , অথবা ইথানল এর সাথে প্রিগাবালিনের মাল্টিপল ওরালডোজ যুগপৎ সেবনে । শ্বসনের উপর গুরুত্বপূর্ণ কোন ক্লিনিক্যাল ফলাফল পাওয়া যায়নি । প্রিগাবালিন এবং অন্যান্য সিএনএস ডিপ্রেসেন্ট ওষুধ গ্রহনে রোগীর রেসপিরেটরী ফেইলুর এবং কোমা হওয়ার তথ্য রয়েছে । প্রিগাবালিন ; অক্সিকোডন সেবনের কারনে রোগীর কগনেটিভ এবং এসমোটর অকার্যকারিতার ক্ষেত্রে সহায়ক হিসেবে দেখা যায় ।

প্রিগাবালিন ( pregabalin) এর পার্শ্ব – প্রতিক্রিয়া

শুষ্ক মুখ , কোষ্ঠ – কাঠিন্য , বমি ভাব , বমি , পেট ফাঁপা , ওইডিমা , তন্দ্রাচ্ছন্নতা , কিমুনী , অস্থিরতা , মনোযোগের অভাব , মাংসপেশীর নিয়ন্ত্রন এবং সঞ্চালনে অসামঞ্জস্যতা , স্মৃতিভ্রম , প্যারাএসথেশিয়া , ইউফোরিয়া , বিভ্রান্তি , ফ্যাকাশে ভাব , ক্ষুধার পরিবর্তন , ওজন বৃদ্ধি , যৌনক্ষমতার পরিবর্তন , দৃষ্টি সমস্যা ও অকুলার ডিসঅর্ডার , খুব কম ক্ষেত্রে পেট ফুলে যাওয়া , লালা বৃদ্ধি পাওয়া , গ্যাস্ট্রোওইসুফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ , স্বাদ পরিবর্তন , বিষণ্ণতা , অনিদ্রা , অস্বাভাবিক স্বপ্ন দেখা , ভ্রমদৃষ্টি , অস্থিরতা , দ্রুত মুডের পরিবর্তন , ভীতির সংক্রমণ ইত্যাদি , কদাচিৎ ক্ষেত্রে , ডিসফ্যাসিয়া , হাইপোটেনশন , এভি ব্লক , কনজেসটিভ হার্ট ফেইলর , এনজিওইডিমা , জ্ঞান হারানো , মাথা ব্যথা এবং প্ররাইটাসেরও তথ্য পাওয়া গেছে ।

অতিমাত্রাঃ অতিমাত্রা ১৫ গ্রাম পর্যন্ত কোন ধরনের অনাকাঙ্খিত পার্শ্ব – প্রতিক্রিয়া তথ্য পাওয়া যায়নি । প্রিগাবালিন অতিমাত্রা গ্রহণে যে সকল পার্শ্ব – প্রতিক্রিয়া সাধারণত দেখা যায় যেমন ঝিমুনী , কনফিউশন স্টেট , এজিটেশন এবং অস্থিরতা । সাধারণত প্রিপাবালিনের অতিমাত্রা চিকিৎসা হলো সাধারণ সহায়কমূলক ব্যবস্থা , যদি প্রয়োজন হয় হেমোডায়ালাইসিস করা যেতে পারে ।

pregabalin Bp গ্রুপের কয়েকটি কোম্পানির ঔষধ এর বাজারজাতকৃত নাম।

Trade NameCompanyMg
Gaba pRenata25/50/75/100mg
Gaba AidLab aid25/50/75mg
GabarolACI Ltd25/50/75/100/150mg
GabatecZiska Pharma25/50/75/100/150mg
LegabaApex Pharma25/50/75mg
MyricaUnimed & Unihealth25/50/75/100mg
NepcoPacific Pharma25/50/75/100/150mg
NervalinBeximco25/50/75/100/150/330mg
PegalinPopular Pharma25/50/75/100/150mg
PrebalinGenarel Pharma25/50/75/100/150mg

আরও পড়ুন – খিঁচুনি প্রতিরোধক ফেনোবারবিটাল

ক্লোট্রিমাজল ভ্যাজাইনাল ট্যাবলেট কেন ও কিভাবে ব্যবহার করবেন।

সাধারন জ্ঞানস্বাস্থ্য টিপসহোমিও

হার্নিয়া বা অন্ত্রবৃদ্ধি কি | কারন ও সঠিক চিকিৎসা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X