ঔষধ পরিচিতি

ক্লোট্রিমাজল ভ্যাজাইনাল ট্যাবলেট কেন ও কিভাবে ব্যবহার করবেন।

বিস্তৃতবর্ণালীর ছত্রাকনাশক ডারমাটোফাইট্স , ঈস্ট এবং অন্যান্য ছত্রাকের বিরুদ্ধে নির্ভরযোগ্য কার্যকারিতা প্রদর্শন করে । এছাড়াও ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস এবং গ্রাম – পজেটিভ জীবাণু ( স্ট্রেপটোকক্কাই / স্ট্যাফাইলোকক্কাই ) ও গ্রাম – নেগেটিভ জীবাণুর ( ব্যাকটেরয়েডস / হিমোফাইলাস ভ্যাজাইনালিস ) বিরুদ্ধেও Afun VT কার্যকর ।

Afun VT বা neosten VT তে থাকা উপাদান
প্রতিটি NEOSTEN VT বা Afun VT (ভ্যাজাইনাল ট্যাবলেটে) তে রয়েছে । ক্লোট্রিমাজল বিপি ০.২ গ্রাম

নিওস্টেন বা এফান এর রোগ নির্দেশনা যোনীপথে চুলকানী

  • সংক্রমণজনিত যোনী নিসাব,
  • ছত্রাক সংক্রমণজনিত যোনী প্রদাহ ( প্রধানত ক্যানডিডা এবং / অথবা ট্রাইকোমেনাসজনিত ) নিওস্টেন ভিটি বা এফান ভিটি
  • সংবেদী ব্যাকটেরিয়াজনিত অতিসংক্রমণ।

Afun VT বা neosten VT প্রয়োগ এবং ব্যবহারমাত্রা

ক্যানডিডা সংক্রমণজনিত যোনী প্রদাহ ( যোনীপথে চুলকানী ) প্রতিরোধে ৩ দিন নিওস্টেন ভিটি ব্যবহারই যথেষ্ট । পরপর ৩ রাত একটি করে এফান বা নিওস্টেন ভ্যাজাইনাল ট্যাবলেট যোনীর যতদূর সম্ভব ভিভরে স্থাপন করা উচিত । ( এ্যাপ্লিকেটর ব্যবহারের জন্য নির্দেশাবলী দেখুন ) । সবচেয়ে ভাল ফল পাওয়ার জন্য হাঁটু সামান্য বাঁকা করে চিৎ হয়ে শোয়া অবস্থায় প্রয়োগ করতে হবে ।

প্রয়োজনবোধে , প্রতিদিন একটি করে নিওস্টেন ভ্যাজাইনাল ট্যাবলেট ৬ থেকে ১২ দিন পর্যন্ত নির্দ্বিধায় ব্যবহার করা যাবে । চিকিৎসা এমনভাবে করা উচিত যেন ঋতুস্রাবের সময় এড়ানো যায় এবং ঋতুস্রাব শুরু হওয়ার আগেই চিকিৎসা শেষ হয় ।

পুনরায় সংক্রমণ এড়ানোর জন্য , পুরুষ সঙ্গীর উচিত একই সময়ে নিওষ্টেন বা এফান ক্রীম দিয়ে স্থানীক চিকিৎসা করা । সহনশীলতা যেহেতু যোনীত্বক দিয়ে নিওস্টেনের প্রকৃতপক্ষে কোন বিশোষণ ঘটে না , তাই সংবহনতন্ত্রের উপর এর কোন প্রভাবের আশঙ্কা নেই । নিওস্টেন ভ্যাজাইনাল ট্যাবলেটের স্থানীক সহনশীলতা সাধারণভাবে ভাল । কোন কোন ক্ষেত্রে ব্যবহারকৃত স্থানে অস্বস্তিবোধ অথবা জ্বালাপোড়া হতে পারে । কিন্তু এসব উপসর্গগুলো ক্ষতিকর নয় ।

গবেষণায় এবং রোগীদের উপর পরীক্ষায় দেখা গেছে যে , এফান ভ্যাজাইনাল ট্যাবলেট ব্যবহারে গর্ভবর্তী মা ও শিশুর কোন ক্ষতি হয় না । গর্ভকালীন শেষ ৪-৬ সপ্তাহ গর্ভপথ বা যোনীপথ সংক্রমণমুক্ত রাখার জন্য Neosten or Afun VT ব্যবহার করা যেতে পারে । বাণিজ্যিক মোড়ক এ্যাপ্লিকেটরসহ প্রতিটি এলুমিনিয়াম স্ক্রিপে রয়েছে ৩ টি ভ্যাজাইনাল ট্যাবলেট যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে ক্লোট্রিমাজল বিপি ০.২ গ্রাম ।

এফান ভিটি / নিওস্টেন ভিটি এ্যাপ্লিকেটর ব্যবহারের নির্দেশাবলী

১. প্লাঞ্জার “ A ” টানুন , যতটুকু টানা যায় । একটি ভ্যাজাইনাল ট্যাবলেট এ্যাপ্লিকেটর “ B ” তে রাখুন ।

টেবলেটটি সেট করুন

২. ট্যাবলেটসহ এ্যাপ্লিকেটর যোনীর যত ভিতরে সম্ভব প্রবেশ করান ( ভাল ফল পাবার জন্য চিৎ হয়ে শোয়া উচিত ) ।

যোনীতে প্রবেশ করান

৩. প্লাঞ্জার “ A ” – তে চাপ দিন , ফলে ট্যাবলেট যোনীতে স্থাপিত হবে । এ্যাপ্লিকেটর সরিয়ে নিন ।
৪. ব্যবহারের পর , এ্যাপ্লিকেটর “ B ” থেকে প্লাঞ্জার ” A ” টেনে বের করুন । তারপর এটি সাবধানতার সাথে গরম ( ফুটন্ত নয় ) পানি ও সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে শুকনো অবস্থায় রাখুন ।

ব্যবহার শেষে ধুয়ে রেখে দিন

দ্রষ্টব্যঃ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের নির্দেশ কঠোরভাবে পালনীয় ।

Clotrimazole bp 0.2 g / 200mg বিভিন্ন কোম্পানির ঔষধ এর তালিকা

Trade NameCompany
Afun VTSquare
Clotrim VSAcme Lab
Clozol VTChemist Lab
Dermasim 200mgACI Ltd
Neosten VTBeximco
আরও পড়ুন – কিটোটিফেন এর কার্যকারিতা।
ফ্লুকোনাজল এর কাজ কি এবং খাওার নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X