ঔষধ পরিচিতিস্বাস্থ্য টিপস

ডিলিটা বা ফ্রেনজিট ট্যাবলেট কি কাজ করে | Frenxit

ডিলিটা বা ফ্রেনজিট, এনজেন্টা, রেনজিট, মেলিক্সল, এনফ্রি এগুলো সবই একই গ্রুপের ঔষধ। যা ফ্লুপেনটিক্সল ০.৫ এন্ড মেলিথ্রাসিন ১০ মিগ্রা গ্রুপের ট্যাবলেট।

ডিলিটা ট্যাবলেট এর কাজ কি

ডিলিটা বা ফ্রেনজিট ট্যাবলেট এর কাজ :

১। ডিলিটা অ্যাংজাইটি , ডিপ্রেশন এবং অ্যাপেথির চিকিৎসায় ব্যবহৃত হয় ।
২। সাইকোজেনিক ডিপ্রেশন এবং অন্যান্য সাইকোসিস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় । অতিরিক্ত দূশ্চিন্তা থেকে প্রশান্তি দেয়। মাথা ফ্রেশ রাখতে সহায়তা করে। অনেকে প্রেসারের ঔষধের সাথে সেবন করেন, কারন অতিরিক্ত টেনশন দূর করতে মেল্টিক্স বা ডিলিটা জাতীয় ঔষধ ভাল কাজ করে।

ফ্রেনজিট ট্যাবলেট খাওয়ার নিয়ম বয়স্কদের :

ফ্রেনজিট ট্যাবলেট সাধারণত ১টি ট্যাবলেট সকালে অথবা দিনে ২ টি ট্যাবলেট প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় বিভক্ত মাত্রায় ।
জরুরী প্রয়োজনে : সকালের মাত্রা বৃদ্ধি করে ২ টি ট্যাবলেট দেওয়া যেতে পারে ।
বৃদ্ধদের : ১ টি ট্যাবলেট সকালে , সাধারণত সকালে ১ টি ট্যাবলেট দিয়েই নিয়ন্ত্রণ করা হয় ।

শিশুদের কোন সুপারিশ নেই । পূর্ব সতর্কতা- রোগী যদি পূর্বেই ঘুমের জন্য ট্রাংকুলাইজার ব্যবহার করে থাকে তাহলে ওগুলোর সেবন ধীরে ধীরে বন্ধ করতে হবে ।

এনজেন্টা ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া

অস্থিরতা , অনিদ্রা , রিপোর্টেড হাইপোম্যানিয়া , কদাচিৎ মাথা ঘুরানো , কাঁপুনি , দৃষ্টি শক্তির সমস্যা , মাথা ব্যথা , হাইপারপ্রোলেকটিনেমিয়া , এক্সট্রাপিরামিডালের উপসর্গ দেখা দিতে পারে ।

রেনজিট ট্যাবলেট এর বিরুদ্ধ ব্যবহার

এক্সট্রিম এজিটেশন , কার্ডিয়াক ডিজঅর্ডার , কার্ডিওভাসকুলার ইনসাফিসিয়েনসি । রোগী ১৪ দিনের মধ্যে মনো এমাইনো অক্সিডেজ ইনহিবিটর সেবন করে থাকলে । (সাধারন রোগীদের এগুলো না দেখলেও চলবে)

মেলটিক্স ট্যাবলেট এর আন্তঃক্রিয়া

ফ্লুপেনটিক্সল ও মেলিট্রাসিন এলকোহল , বারবিচুরেটস এবং অন্যান্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেসেন্ট প্রতিক্রিয়া বৃদ্ধি করে । যুগপৎ মনো এমাইনো অক্সিডেজ ইনহিবিটর সেবন করলে হাইপারটেনসিভ ক্রাইসিস হতে পারে ।

নিউরোলেপটিকস এবং থাইমোলেপটিকস ওয়ানেথিডিন এবং সমগোত্রীয় শ্রেণীর ঔষধের এন্টিহাইপারটেনসিভ প্রতিক্রিয়া কমিয়ে দেয় এবং থাইমোলেপটিকস এড্রিনালিন এবং নরএড্রিনালিনের প্রতিক্রিয়া বৃদ্ধি করে ।

গর্ভাবস্থায় এবং দুগ্ধদানকালীন সময়ে রোগীদের গর্ভাবস্থায় এবং দুগ্ধদানকালীন সময়ে এই ঔষধ ব্যবহার করা উচিৎ নয় ।

আমরা একেক টাইটেল এ একেকটা নাম ব্যাবহার করেছি, তার কারন সবগুলো নাম সম্পর্কে যেন আপনারা পরিচিত হতে পারেন। নিচে আরও কিছু সেইম ঔষধের নাম লিখে দিচ্ছি।

Trade NameCompany
AdelaxACI Ltd
AnfreeAristopharma
Anzet FCPopular Pharma
DeletaGeneral Pharma
FrenxitBeximco pharma
MeltixNavana Pharma
RedexGlobe Pharma
RenxitRenata Ltd
TenaxitIncepta Pharma
TixolAlco Pharma

আরও পড়ুন সোলাস ট্যাবলেট কিসের ঔষধ | Solas Tablet 100

ট্রিপটিন কিসের ঔষধ Triptin 10 & 25 mg

মুখে ঘা এর ঔষধ কি খাওয়ার নিয়মসহ বিস্তারিত

Sex Tablet For Men | সেক্স এর ট্যাবলেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X