ঘুমের ঔষধের নাম কি | খাওয়ার নিয়মসহ
ঘুমের ঔষধের নাম সব ফার্ম্মেসীতে চাইলেই পাবেননা। সব নিয়ম না মনলেও আমাদের দেশে এই নিয়মটা অনেকেই মানে। কারন অপব্যবহার একমাত্র দায়ী। অথচ একজনের প্রয়োজন হলো, কিন্তু সে ঔষধটা পেলনা। উদ্বেগজনিত কারনে, অতিরিক্ত মানসিক চাপ, অস্তিরতা, বা যেকোন করনেই হোক ঘুম না হলে রোগী কি করবে? অনিদ্রায় রোগীকে আরও নার্ভাস করে ফেলতে পারে। তাই ঘুমের ঔষধ এই মুহুর্তে রোগীর জন্য উপযুক্ত চিকিৎসা। নিচে কয়েকটি ঔষধের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ডাক্তারের সাথে পরামর্শ করে ঔষধ খেতে পারবেন।
ব্রোমাজিপাম কি কাজ করে
উদ্বেগ, প্যানিক আক্রমণ থেকে অনেকের ঘুম হয়না। ব্রোমাজিপাম ৩ মিগ্রা প্রতিদিন রাতে শোয়ার আগে ১ টি করে সেবন করে দেখতে পারেন। মোটামুটি ভাল একটা সুনিদ্রার আশা করা যায়। তবে কখনই অতিমাত্রায় সেবন উচিৎ নয়। প্রয়োজনে ডাক্তারের সাথে পরামর্শ করে ঔষধ পরিবর্তন করে নিবেন। কয়েকটি ব্রোমাজিপাম ট্যাবলেট এর নাম লিখে দেয়া হল-
Trade Name | Conpany |
Bopam 3 | Opsonin Pharma |
Anxopam 3 | Popular Pharma |
Broze 3 | Bio Pharma |
Norry | Renata Ltd |
Siesta | Incepta Pharma |
মিডাজোলাম কি ঘুমের ঔষধ?
অনিদ্রার স্বল্পমেয়াদী চিকিৎসা হিসাবে Midazolam দেয়া হয়। আবার অপারেশনের পুর্বে প্রিমেডিকেশন হিসাবেও দেয়া হয়ে থাকে। Midazolam 7.5 এবং 15 mg এর হয়। রোজ রাতে ১ টা করে সেবন করতে হয়। মিডাজোলাম এর কয়েকটি ঔষধ নিচে দেয়া হল-
Trade Name | Company |
Anquil | General Pharma |
Dormitrol | Square Pharma |
Midolam | Opsonin Pharma |
Milam | Eskayef Pharma |
Mizolam | Acme Lab |
মৃগীরোগের ঔষধ লোরাজিপাম এ ঘুম হয়
উদ্বেগ অবস্থা, মৃগীরোগ উপশম , সাইকোসোমাটিক , জৈব বা মনস্তাত্ত্বিক অসুস্থতা , অনিদ্রার সাথে সম্পর্কিত উদ্বেগ , নার্ভাসনেস , অস্থিরতা , বমি বমি ভাব এবং বমি , কেমোথেরাপি এবং অ্যান্টিকনভালসেন্টস সম্পর্কিত , এবং প্রিমেডিকেন্ট বা সাধারণ প্রক্রিয়া বা সার্জারির আগে যেখানে সার্জারী বা সার্জারির আগে প্রয়োগ করা যেতে পারে অস্বস্তি হতে মুক্তি পাওয়া যায়।
Trade Name | Company |
Lorapam | Popular Pharma |
Lozicum | Incepta Pharma |
Trapex | Sun Pharma |
Lorazem | Albion Pharma |
ডায়াজিপাম কি ঘুমের ঔষধ?
ডায়াজিপাম এ ঘুম হয় তবে এটা উত্তেজনা, উদ্বেগ, অ্যানেস্থেশিয়া, খিঁচুনি, অনিদ্রা, পেশীর খিঁচুনি, অ্যালকোহল প্রত্যাহার সিন্ড্রোম এ কার্যকরী।
অবস্থাবেধে ১-২ ট্যাবলেট বিবক্ত মাত্রায় সেবন করা যায়। অবশ্যই ডাক্তারের প্রেশক্রিপশন ব্যাতিত খাবেননা।
Trade Name | Company |
Azepam | Acme Lab |
D pam | General Pharma |
Easium | Opsonin Pharma |
Sedil | Square Pharma |
Selium | Silco Pharma |
ক্লোবাজাম কি রোগের ঔষধ
উদ্বেগ, উত্তেজনা, বিরক্তি, অস্থিরতা, মৃগীরোগ এর ঔষধ হলেও এটি ঘুমের কাজ করে। তবে শুধু ঘুমের জন্য এই ঔষধ সেবন অনুচিত। উপরের এক বা একাধিক লক্ষণ থাকতে হবে। আগেই বলা হয়েছে কোন না কোন কারনে ঘুমের ব্যাঘাত ঘটে। এগুলো চিহ্ণিত করে ঘুমের ঔষধ খাওয়া উচিত।
Trade Name | Company |
Calm 10 | Bio Pharma |
Clob | Opsonin Pharma |
Keolax | Beximco Pharma |
Procalm | kemiko Pharma |
Tranquil | Ibn Sina Pharma |
রিবোট্রিল কি ঘুমের ঔষধ?
রিবোট্রিল হলো ক্লোনাজিপাম গ্রুপের একটি ঔষধ। ০.৫-২ মিগ্রা পর্যন্ত হয়ে থাকে। এর কাজ অ্যাগোরাফোবিয়া সহ বা ছাড়াই প্যানিক ডিসঅর্ডার। মৃগীরোগ এবং অন্যান্য খিঁচুনি ব্যাধি সহ স্ট্যাটাস এপিলেপটিকাস। মায়োক্লোনিক এবং অ্যাকিনেটিক খিঁচুনি, পেটিট ম্যাল ভ্যারিয়েন্ট (লেনক্স-গ্যাস্টাউট সিন্ড্রোম) এবং শিশুর খিঁচুনি ব্যবস্থাপনায় একটি সহায়ক বা অবাধ্য ক্ষেত্রে।
অনুপস্থিতির খিঁচুনি (পেটিট মাল) রোগীদের ক্ষেত্রে যারা সাকসিনিমাইডে সাড়া দিতে ব্যর্থ হয়েছেন, ক্লোনাজেপাম কার্যকর হতে পারে। ক্লোনাজেপাম টার্ডিভ ডিস্কিনেসিয়া, রেস্টলেস লেগ সিন্ড্রোম, দ্রুত চোখের চলাচল এবং বার্নিং মাউথ সিনড্রোমের চিকিৎসার জন্যও একটি বিকল্প হতে পারে।
ঘুমের ঔষধ সেবন করতে সতর্কতা অবলম্বন করা উচিত। যেন ওভারডোজ না হয়। ডাক্তার যে পরিমান প্রেসক্রিপশন করবেন, ঠিক সে পরিমানই সেবন করা উচিত। এতেও যদি কাঙ্খিত ঘুম না হয়, পরবর্তীতে আবার ডাক্তারের সাথে যোগাযোগ করে, ঔষধের পরিমান বা অন্য ঔষধ লিখে দেবেন।
Trade Name | Company |
Arotril | Aristopharma |
Clon | Globe Pharma |
Pase | Opsonin Pharma |
Cloron | Eskayef Pharma |
Revotril | Radiant Pharma |
আরও পড়ুন – ব্যথার ট্যাবলেট এর নাম কি জেনে নিন | Pain Killer
পেনিসিলিন ভি কিসের ঔষধ | Penvik DS
সোলাস ট্যাবলেট কিসের ঔষধ | Solas Tablet 100