ঔষধ পরিচিতিহারবাল

ফেনী দাওয়াখানার জন্ডিসের ঔষধ এর নাম কি

ফেনী দাওয়াখানার জন্ডিসের ঔষধ এর নাম নিচে লিখে দেয়া হল, এখান থেকে রোগের লক্ষন ও তীব্রতার উপর নির্ভর করবে কোন ঔষধ নির্বাচন করবেন? এবং সেবনবিধি কি পরিমানে হবে? এর জন্য অবশ্যই আপনাকে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ফেনী জিগার Feni Jigar জন্ডিস ও রক্তস্বল্পতায় কাজ করে

কার্যকারিতা : লিভারের দুর্বলতা জনিত সকল উপসর্গ , প্লীহার গোলযোগ ও পিত্ত বদ্ধতা ও পিত্ত উগ্রতা জনিত জন্ডিস , দৈহিক উষ্ণতা , অরুচি ও ক্ষুধা স্বল্পতা , কোষ্ঠের অনিয়মিতা , পৈত্তিক জ্বর , জীর্ণ জ্বর , শোথ , কামলা , পান্ডু , দেহের বিবর্নতা , চোখের বিবর্নতা , দৈহিক জ্বালা পোড়া প্রশমক ।

সেবন বিধি : প্রাপ্ত বয়সে : ৪ চা চামচ করে দৈনিক ৩ থেকে ৪ বার সেব্য । অপ্রাপ্ত বয়সে : ২ চা চামচ এবং শিশুদের ক্ষেত্রে ১ চা চামচ করে দৈনিক ৩ থেকে ৪ বার সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ মতে ।

কালোমেঘাসব Kalameghasab লিভার সিরোসিসেও কাজ করে

কার্যকারিতা – যকৃত দুষ্টি ( লিভারের গোলযোগ ) , লিভারের শুস্কতা ( সিরোসিস অব লিভার ) , প্লীহা বৃদ্ধি , পরিপাক তন্ত্রের দুর্বলতা , কোষ্ঠ বদ্ধতা , অরুচি , ক্ষুধাহীনতা , রক্ত ও পিত্ত দুষ্টি , জন্ডিস , জ্বর , পুরাতন জ্বর প্রশমক।

সেবন বিধি : ( শিশুদের জন্য ) ৬ মাস বয়স পর্যন্ত আধা চা চামচ দৈনিক ২-৩ বার সেব্য । ৭-১২ মাস পর্যন্ত : : ১ চা চামচ করে দৈনিক ২-৩ বার সেব্য । ১ বছরের উর্দ্ধে ৪ বছর পর্যন্ত : ২ চা চামচ করে দৈনিক ২-৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ মতে ।

টিনোফেন Tinofen জন্ডিসজনিত জ্বর কমায়

কার্যকারিতা : জ্বর প্রশমক । লিভারের প্রদাহ জনিত জ্বর , পিত্ত বিকার জনিত জ্বর , পুরাতন জীর্ণজ্বর প্রশমক । সেবন বিধি : প্রাপ্ত বয়সে : ৪-৬ চা চামচ করে দৈনিক ২-৩ বার । অপ্রাপ্ত বয়সে : ১-২চা চামচ করে দৈনিক ২-৩ বার সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ মতে ।

পুনর্নবাদ্যরিষ্ট কাজ করবে-যদি লিভার ফোলে যায়

কার্যকারিতা : শোঁথ – ফোলা প্রশমক । লিভার এবং প্লীহার গোলযোগ জনিত শোথ , ফোলা , হাত পা মুখমন্ডলে শোথ বা রস জমে ফোলে গেলে , পাকস্থলীর গভীরে শোথ হলে , লিভার এবং প্লীহা ফোলে গেলে এ ঔষধটি কার্যকর । প্রস্রাব বৃদ্ধি করে । সেবন বিধি : প্রাপ্ত বয়স্ক : ৪ চা চামচ । অপ্রাপ্ত বয়স্ক : ২ চা চামচ করে দৈনিক ২-৩ বার সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ মতে ।

রোহিতকারিষ্ট কি কাজ করে জেনে নিন

কার্যকারিতা : যকৃত ( লিভার ) প্লীহা ( ইসপিলিন ) এবং পাকস্থলীর বিভিন্ন ব্যাধিতে কার্যকর । পিত্তরসের আধিক্যতা এবং পিত্তাশ্রিত জন্ডিস , অবরোধক এবং প্রদাহজনিত জন্ডিস , ক্ষুধা মান্দায় , পাকস্থলীর জ্বালা – পোড়া , বুক জ্বালা , কোষ্ঠ – কাঠিন্যতা প্রশমিত করে । সেবন বিধি : প্রাপ্ত বয়স্ক : ৪ চামচ করে দৈনিক ২-৩ বার সেব্য । অপ্রাপ্ত বয়স্ক : ২ চামচ করে দৈনিক ২-৩ বার সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ মতে ।

লিভাজন সিরাপ এর কাজ কি

লিভাজন সিরাপ ফেনী দাওয়াখানার ইউনানী ঔষধ, কার্যকারিতা : যকৃত ও লিভার প্লীহার প্রতিবন্ধকতা অপসারক , যকৃত , প্লীহা , অন্ত্রনালী , পাকস্থলী , শোথ প্রদাহ ফোলা , জন্ডিস , পান্ডু , কামলা রোগ নিরাময় করে , আহারে রুচি এবং ক্ষুধা বৃদ্ধি করে । সেবন বিধি : প্রাপ্ত বয়স্ক : ৩-৪ চা চামচ করে এবং অপ্রাপ্ত বয়স্ক : ১-২ চামচ করে দৈনিক ২ ৩ বার সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ মতে ।

আরও পড়ুন – লিভার ভাল রাখার উপায় | জন্ডিস থেকে মুক্তির উপায়

হামদর্দ এর জন্ডিসের ঔষধ | সেবনের নিয়মসহ বিস্তারিত

রক্তস্বল্পতায় কি করবেন | রক্তহীনতা বলতে কি বুজায় | এ্যানিমিয়া দূর করার উপায়

কালোজিরার তেল ও বেলশুঠ এর উপকারিতা জেনে নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X