মোনাস ১০ কিসের ঔষধ | খাওয়ার নিয়মসহ | Monas 10 tablet

মোনাস ১০ হলো মন্টিলুকাস্ট গ্রুপের একটি এ্যাজমা বিরুধী ঔষধ, ( মোনাস অথবা প্রোভেয়ার ) প্রাপ্ত বয়স্ক এবং ৬ মাস বয়স ও তদূর্ধ বয়সের শিশুদের ক্ষেত্রে এ্যাজমা প্রতিরোধে ও দীর্ঘস্থায়ী চিকিৎসায় এবং সিজনাল এ্যালার্জিক রাইনেটিস্ রোগের লক্ষণ থেকে উপশমের জন্য নির্দেশিত । ইহা শ্বাসতন্ত্র ও ফুস্ফুসের জমাকৃত কফ পরিস্কারেও কাজ করে।
মোনাস ১০ ট্যাবলেট খাওয়ার নিয়ম
মোনাস ১০ ট্যাবলেট, এ্যাজমা এবং সিজনাল রাইনেটিস্ – এ আক্রান্ত প্রাপ্ত বয়স্ক ও কিশোরঃ প্রাপ্ত বয়স্ক এবং ১৫ বছর বয়স বা তদূর্ধ বয়সের কিশোরের ক্ষেত্রে মাত্রা হচ্ছে মন্টিলুকাস্ট ১০ মিগ্রা ( ১ টি মোনাস অথবা প্রোভেয়ার ১০ ট্যাবলেট ) দিনে একবার
এ্যাজমা এবং সিজনাল রাইনেটিস্ – এ আক্রান্ত শিশুঃ ৬ থেকে ১৪ বছর বয়স্ক শিশুদের জন্য মাত্রা হচ্ছে মন্টিলুকাস্ট ৫ মিগ্রা ( ১ টি প্রোভেয়ার ৫ ট্যাবলেট ) দিনে একবার ।
২ থেকে ৫ বছর বয়স্ক শিশুদের জন্য মাত্রা হচ্ছে মন্টিলুকাস্ট ৪ মিগ্রা ( ১ টি মন্ট্রিল বা প্রোভেয়ার ৪ ট্যাবলেট ) দিনে একবার ।
৬ মাস থেকে ৫ বছর বয়স্ক শিশুদের জন্য মাত্রা হচ্ছে মন্টিলুকাস্ট ৪ মিগ্রা ( ১ টি প্রোভেয়ার ৪ ওরাল গ্র্যানিউলস্ স্যাশের সম্পূর্ণ পাউডার সরাসরি মুখে খাওয়া যাবে , অথবা একটি চামচ ভর্তি ঠান্ডা পানির সাথে অথবা স্বাভাবিক তাপমাত্রার নরম খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো যাবে ) দিনে একবার ।
এম কাস্ট ১০ এর বিরুদ্ধ ব্যবহার ও সতর্কতা ইত্যাদি
এম কাস্ট ১০ বা যেকোন নামের মন্টিলুকাস্ট ১০/৫ এর প্রতি অভিসংবেদনশীলতা আছে এমন রোগীদের ক্ষেত্রে ইহার ব্যবহার নিষিদ্ধ ।
সতর্কতাঃ তীব্র এ্যাজমা আক্রমনে পুনঃ ব্রংকোস্পাজম আছে , স্ট্যাটাস এ্যাজমাটিকাস সহ , এমন রোগীদের ক্ষেত্রে মন্টিলুকাস্ট – এর ব্যবহার নির্দেশিত নয় ।
রোগীদের যথাযত পুনরুদ্ধারকারী ওষুধ সংরক্ষণ করার জন্য উপদেশ দেওয়া উচিত । এ্যাজমার তীব্র অবনতির সময় মন্টিলুকাস্ট – এর সাহায্যে চিকিৎসা চালানো যেতে পারে । যখন শ্বসনকৃত করটিকোস্টেরয়েডের মাত্রা চিকিৎসা পর্যবেক্ষনের অধীনে ক্রমান্বয়ে হ্রাস করা হচ্ছে , তখন আকস্মিকভাবে শ্বসনকৃত অথবা মুখে সেব্য করটিকোস্টেরয়েডের পরিবর্তে মন্টিলুকাস্ট ব্যবহার করা উচিত নয় । কর্মতৎপরতা হেতু ব্রংকোম্পাজম – এর চিকিৎসা এবং ব্যবস্থাপনায় মন্টিলুকাস্ট একক ব্যবহার করা উচিত নয় ।
এ্যাসপিরিন – এর প্রতি জ্ঞাত সংবেদনশীলতা আছে এমন রোগীরা যখন মন্টিলুকাস্ট নিচ্ছেন তখন এ্যাসপিরিন অথবা নন – স্টেরয়ডাল এ্যান্টি – ইনফ্লামেটরী ওষুধ সমূহ পরিহার করা উচিত । যদিও মন্টিলুকাস্ট এ্যাসপিরিন – এর সংবেদনশীলতা হেতু এ্যাজমা রোগীদের উন্নতি ঘটায় , ইহা এ্যাসপিরিন – এর সংবেদনশীলতা হেতু রোগীদের ক্ষেত্রে এ্যাসপিরিন এবং অন্যান্য এ্যান্টি – ইনফ্লামেটরী ওষুধ – এর ব্রংকোকনস্ট্রিকটর প্রতিক্রিয়া হ্রাস করে না ।
মোনাস ১০ ট্যাবলেট এর সাথে অন্য ঔষধ এর আন্তঃক্রিয়াঃ
মোনাস ১০ বা মন্টিলুকাস্ট গ্রুপের ট্যাবলেট নিয়মিতভাবে এ্যাজমা রোগের প্রতিষেধক ও দীর্ঘস্থায়ী চিকিৎসার জন্য ব্যবহৃত অন্যান্য ওষুধের সাথে প্রয়োগে পার্শ্ব প্রতিক্রিয়ার কোনরূপ বৃদ্ধি করে না । ওষুধ – এর আন্ত : ক্রিয়ার সমীক্ষায় , মন্টিলুকাস্ট – এর উপর ক্লিনিক্যালী গুরুত্বপূর্ণ কোন প্রতিক্রিয়া নেইঃ
থিওফাইলিন , প্রেডনিসোন , প্রেডনিসোলন , ওরাল কন্ট্রাসেপটিভস , টারফিনাডিন , ডিজস্ক্রিন এবং ওয়ারফারিন । যদিও অতিরিক্ত সুনির্দিষ্ট আন্তঃক্রিয়া সম্পন্ন করা হয়নি , মন্টিলুকাস্ট বহুলাংশে সচরাচর ব্যবহৃত ওষুধের সাথে কোন ক্লিনিক্যালী ক্ষতিকর আন্ত : ক্রিয়ার লক্ষণ ছাড়াই একই সঙ্গে ক্লিনিক্যাল সমীক্ষায় ব্যবহৃত হয়েছে । এই ওষুধগুলোর মধ্যে আছে থাইরয়েড হরমোনস , সিডেটিভ হিপনোটিকস , নন – স্টেরয়ডাল এ্যান্টি – ইনফ্লামেটরী ওষুধ সমূহ , বেনজোডায়াজেপাইনস এবং ডিকনজেস্টেন্টস ।
ফেনোবারবিটাল , যা কিনা যকৃত বিপাক বৃদ্ধি করে , মন্টিলুকাস্ট – এর একক ১০ মিগ্রা মাত্রা গ্রহণের পর মন্টিলুকাস্ট – এর এইউসি আনুমানিক ৪০ % হ্রাস করে । যখন শক্তিশালী সাইটোক্রোম পি ৪৫০ এনজাইম ইনডিওসার , যেমন ফেনোবারবিটাল অথবা রিফামপিসিন , মন্টিলুকাস্ট – এর সাথে একই সঙ্গে ব্যবহার করা হয় , তখন যথার্থ চিকিৎসা পর্যবেক্ষণ করা যুক্তিসঙ্গত ।
গর্ভাবস্থায় মোনাস ১০ ট্যাবলেট
গর্ভাবস্থায় মোনাস ১০ বা মন্টিলুকাস্ট জাতীয় ঔষধ, ইঁদুর এবং খরগোস – এ মৌখিক সেবনের পর প্লাসেন্টা অতিক্রম করে । গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সু – নিয়ন্ত্রিত কোন পরীক্ষা নেই । যেহেতু , প্রাণীর প্রজনন সমন্ধীয় সমীক্ষা সবসময় মানব দেহের উপর প্রতিক্রিয়া প্রকাশ করে না , সেহেতু গর্ভাবস্থায় কেবল জরুরী প্রয়োজন হলেই মন্টিলুকাল্ট ব্যবহার করা উচিত । যেহেতু , অনেক ওষুধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয় , তাই দুগ্ধদানরত মায়েদের ক্ষেত্রে মন্টিলুকাস্ট ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত ।
মন্ট্রিল ১০ ট্যাবলেট শিশুদের ক্ষেত্রে ব্যবহারঃ
পর্যাপ্ত এবং সু – নিয়ন্ত্রিত পরীক্ষায় ৬ মাস থেকে ১৪ বছর বয়সের এ্যাজমাটিক শিশু রোগীদের ক্ষেত্রে মন্টিলুকাস্ট এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত । এই বয়সের রোগীদের ক্ষেত্রে নিরাপত্তা ও কার্যকারিতার প্রোফাইল বয়স্কদের মতোই ।
মোনাস ১০ ট্যাবলেট এর পার্শ্ব – প্রতিক্রিয়াঃ
পরিপাকতন্ত্রীয় সমস্যা , ড্রাই মাউথ , তৃষ্ণা ; অতিসংবেদনশীলতা যেমন এনাফাইলেক্সিস , এনজিওডিমা , এবং স্কিন রিয়েকশন ; দূর্বলতা , ঘুম ঘুম ভাব , বিরক্তিভাব , অস্থিরতা , মাথাব্যথা , ঘুমের ব্যাঘাত ( অনিদ্রা , ঝিমুনী , অস্বাভাবিক সপ্ন , নাইটমেয়ারস ) ; আপার রেসপাইরেটরি ট্রাক্ট ইনফেকশন , জ্বর , আথ্রালজিয়া , মায়ালজিয়া ; রক্তপাত প্রবণতা বৃদ্ধি , ইডিমা এবং সিজারস ।
বিঃদ্রঃ– আমরা একেক টাইটেল এ একেকটা নাম ব্যাবহার করেছি, তার কারন সবগুলো নাম সম্পর্কে যেন আপনারা পরিচিত হতে পারেন। নিচে আরও কিছু সেইম ঔষধের নাম লিখে দিচ্ছি।
Trade Name | Company | MG |
Amekast | Beacon Pharma | 10/5/4 mg |
Arokast | Navana Pharma | 10/5/4 mg |
Arovent | Orion Pharma | 10/5/4 mg |
Croma | Sharif Pharma | 10/5/4 mg |
Ezevent | SMC Enterprise | 10/4 mg |
Lumona | Eskayef Pharma | 10/5/4 mg |
M Lucas | Popular Pharma | 10/5/4 mg |
Montair | Incepta Pharma | 10/5/4 mg |
Montex | Ibn Sina Pharma | 10/5/4 mg |
Montica | Euro Pharma | 10 mg |
আরও পড়ুন – ডিলিটা ফ্রেনজিট ট্যাবলেট কি কাজ করে | Frenxit
Sex Tablet For Men | সেক্স এর ট্যাবলেট
ব্যথার ট্যাবলেট এর নাম কি জেনে নিন | Pain Killer
অ্যালজিন ৫০ ট্যাবলেট কিসের ঔষধ | Algin 50 mg