ঔষধ পরিচিতিস্বাস্থ্য টিপস

Vectra Tablet ( ভেকট্রা ট্যাবলেট ) কি কাজ করে

ভেকট্রা ৮ ও ১৬ মি.গ্রা ট্যাবলেট Vectra 8 & 16 mg Tablet প্রতিটি ট্যাবলেটে আছে বিটাহিস্টিন হাইড্রোক্লোরাইড ইউএসপি ৮ ও ১৬ মি.গ্রা ।

ভেকট্রা ট্যাবলেট Vectra Tablet কিসের ঔষধ

বিটাহিস্টিন মেনিয়ারস সিনড্রোম এবং এর উপসর্গ , যেমন মাথাঘোরা , কানে ঝি ঝি শব্দ , শ্রবণ শক্তি হারানো এবং বমি বমি ভাব ইত্যাদি এর চিকিৎসায় নির্দেশিত ঔষধ।

Vectra Tablet খাওয়ার নিয়ম

প্রাপ্তবয়স্ক :
প্রারম্ভিক সেবন মাত্রা ৮-১৬ মি.গ্রা . , দৈনিক তিনবার খাদ্যের সঙ্গে গ্রহণ করা শ্রেয় ।
সংরক্ষন মাত্রা সাধারণত দৈনিক ২৪-৪৮ মি.গ্রা অর্থাৎ ৮ মিগ্রার ট্যাবলেট ৩-৪ টি অথবা ১৬ মিগ্রার ট্যাবলেট ২-৩ টি। দৈনিক মাত্রা ৪৮ মি.গ্রা এর অধিক হওয়া উচিত নয় ।

সেবনমাত্রা স্বতন্ত্র রোগীর প্রয়োজন অনুসারে সমন্বয় করা যেতে পারে । কোন কোন ক্ষেত্রে কয়েক সপ্তাহ পরই রোগের উন্নতি পরিলক্ষীত হতে পারে । যকৃতের সমস্যায় ব্যবহারের জন্য পর্যাপ্ত তথ্য নেই । কিডনি সমস্যায় ব্যবহারের জন্যও পর্যাপ্ত তথ্য নেই ।

বয়স্কদের ক্ষেত্রে : বয়স্কদের ব্যবহারের ক্ষেত্রে সীমিত তথ্য রয়েছে । বয়স্ক রোগীদের ক্ষেত্রে বিটাহিস্টিন এর ব্যবহার সতর্কতা অবলম্বন করা উচিত ।
শিশু এবং কিশোরদের ক্ষেত্রে নিরাপত্তা ও ফলপ্রসুতার ক্ষেত্রে অপর্যাপ্ত তথ্যের কারণে ১৮ বছরের নিচে শিশু ও কিশোরদের ক্ষেত্রে বিটাহিস্টিন নির্দেশিত নয় ।

ভেকট্রা ট্যাবলেট এর বিরুদ্ধ ব্যবহার সতর্কতা ইত্যাদি :

ফিওক্রোমোসাইটোমা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বিটাহিস্টিন প্রতিনির্দেশিত । যেহেতু বিটাহিস্টিন হিস্টামিনের একটি সিন্থেটিক এ্যানালগ তাই বিটাহিস্টিন তীব্র উচ্চরক্তচাপের কারণে সৃষ্ঠ টিউমার থেকে ক্যাটেকোলএ্যামাইন এর নির্গমন প্রলুব্ধ করতে পারে ।
সক্রিয় উপদানের প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে বিটাহিস্টিন প্রতিনির্দেশিত ।

Vectra 8 Tablet সেবনে সতর্কতা :

যে সকল রোগীদের পেপটিক আলসার অথবা পেপটিক আলসারের ইতিহাস রয়েছে তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে কারণ সেসকল ক্ষেত্রে বিটাহিস্টিন এ মাঝে মাঝে বদহজম দেখা দেয় ।
সাবধানতা : যেসকল রোগীদের ব্রংকিয়াল এ্যাজমা আছে তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত । যে সকল রোগীদের আর্টিকারিয়া , চামড়ায় ছোট ছোট লাল ফুসকুড়ি অথবা এ্যালার্জিক রাইনিটিস আছে তাদের ক্ষেত্রে বিটাহিস্ট্রিন এর নির্দেশনা দেওয়ার সময় সাবধানতার পরামর্শ দেওয়া হয়েছে , কারণ তাদের ক্ষেত্রে এ সকল লক্ষণের প্রকোপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ।

ভেকট্রা ট্যাবলেট যারা খেতে পারবেনা

তীব্র নিম্নরক্তচাপ (৮০-৬০ বিপি) রোগীদের ক্ষেত্রে সাবধানতার পরামর্শ দেওয়া হয়েছে । যেসকল রোগীদের গ্যালাকটোজ অসহিষ্ণুতার বিরল বংশানুক্রমিক সমস্যা , ল্যাকটোজের ঘাটতি অথবা গ্লুকোজ গ্যালাকটোজ ম্যালএ্যাবজর্পর্শন রয়েছে তাদের এই ওষুধটি সেবন করা উচিত নয় ।

ভেকট্রা ট্যাবলেট খেয়ে যেকাজ এড়িয়ে চলবেন

যন্ত্রপাতি চালনায় এবং ব্যবহারে প্রভাব : বিরলভাবে বিটাহিস্টিনের সাথে তন্দ্রাচ্ছন্নভাব এর সংযুক্তির প্রতিবেদন পাওয়া গেছে । যেসকল রোগীদের এভাবে প্রভাবিত পাওয়া যাবে তাদের পরামর্শ দেওয়া উচিত যে তাদের যন্ত্রপাতি চালনার মত একাগ্রতার কাজগুলো এড়ানো উচিত ।

ভেকট্রা ট্যাবলেট এর আরও তথ্য

অন্যান্য ওষুধের সাথে আন্তঃক্রিয়া ঝুঁকিপূর্ণ আন্তঃক্রিয়ার কোন ঘটনা প্রমাণিত হয়নি । ইথানলের সাথে ও ড্যাপসোন – সহ পাইরিমিথামাইন যৌগের সাথে একটি আন্তঃক্রিয়ার ঘটনার বিবরণী রয়েছে এবং সালবিউটামল এর | সাথে বিটাহিস্টিন এর সম্ভাব্যতার আরেকটি বিবরণী রয়েছে ।
বিটাহিস্টামিনের অনুরূপ এইচ ১ এ্যান্টাগোনিস্ট সমূহ একই সাথে সেবন করলে পরস্পরের সক্রিয় উপাদানের ফলপ্রসুতা লাঘব হতে পারে ।

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার

গর্ভাবস্থায় বিটাহিস্টিন – এর ব্যবহারজনিত খুবই সীমিত পরিমাণে তথ্য রয়েছে । অপর্যাপ্ত হলেও প্রাণীদেহে পরীক্ষাসমূহ পুনরুৎপাদনশীল বিষাক্ততার মত ক্ষতিকারক কোন প্রত্যক্ষ বা পরোক্ষ ফলাফল নির্দেশ করে না । পূর্ব সাবধানতার পদক্ষেপস্বরূপ গর্ভাবস্থায় বিটাহিস্টিনের ব্যবহার পরিহার করা শ্রেয় ।
দুগ্ধদানকালে : মনুষ্যদুগ্ধে বিটাহিস্টিনের নিঃসরণের ব্যাপারে অপর্যাপ্ত তথ্য রয়েছে । দুগ্ধদানকালে বিটাহিস্টিন সেবন করা উচিত নয় ।

ভেকট্রা ট্যাবলেট এর পার্শ্ব – প্রতিক্রিয়া

রোগ প্রতিরোধ ক্ষমতার অকার্যকারিতা : অতিবিরল ( ১ < ১০,০০০ ) : ত্বকের র‍্যাশ এবং চুলকানি । স্নায়ুতন্ত্রের ব্যাধি : অজানা : মাথাব্যথা এবং অনিয়মিত তন্দ্রাচ্ছন্নভাব । পরিপাকতন্ত্রের ব্যাধি : বিরল ( > ১ / ১০,০০০ , < ১ / ১০,০০০ ) : পরিপাকতন্ত্রের অস্বাভাবিকতা , বমি ববি ভাব এবং বদহজম । হৃদযন্ত্রের সমস্যা : বিরল ( > ১ / ১০,০০০ , < ১ / ১,০০০ ) : হৃদস্পন্দন । ত্বক ও অধঃত্বকীয় কলার ব্যাধি : বিরল ( > ১ / ১০,০০০ , < ১ / ১,০০০ ) : আর্টিকারিয়া I

অতিমাত্রা বিটাহিস্টিনের ব্যাবহার

অতিমাত্রার লক্ষণগুলো হলো বমি বমি ভাব , বমি হওয়া , বদহজম , অপসংগতি এবং সিজোর । স্বেচ্ছায় অতিমাত্রায় বিটাহিস্টিন গ্রহণে বিশেষভাবে অন্য কোন ওষুধ অতিমাত্রায় একসঙ্গে গ্রহণে অধিকতর জটিল সমস্যাসমূহ ( খিঁচুনী , ফুসফুস অথবা হৃদযন্ত্রের জটিলতা ) দেখা যেতে পারে । কোন বিশেষ অ্যান্টিডোট নেই । গ্যাষ্ট্রিক ল্যাভেজ এবং লক্ষণসূচক চিকিৎসা নির্দেশিত ।

পড়লে জ্ঞান বাড়ে তাই আরও পড়ুন –

Sex Tablet For Men | সেক্স এর ট্যাবলেট

ম্যাক্সপ্রো মাপস কি কাজ করে | Mexpro Mups 20

প্রোবায়োটিক ক্যাপসুলের উপকারিতা ও খাওয়ার নিয়ম

মোনাস ১০ কি কাজ করে খাওয়ার নিয়মসহ | Monas 10 tablet

ডিলিটা ফ্রেনজিট ট্যাবলেট কি কাজ করে | Frenxit

কোন রোগের জন্য কি ঔষধ খাবেন | First Aid

সোলাস ট্যাবলেট কিসের ঔষধ | Solas Tablet 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X