ঔষধ পরিচিতি

ম্যাক্সপ্রো মাপস কি কাজ করে | Mexpro Mups 20

ম্যাক্সপ্রো মাপস্ হলো মাল্টি ইউনিট পিলেট সিস্টেম । মডিফাইড রিলিজ কোটেড পিলেটস্ দ্বারা গঠিত ট্যাবলেটই মাপস্ ট্যাবলেট নামে পরিচিত । মাপস্ ট্যাবলেট বর্তমানে সবচেয়ে আধুনিক টেকনোলজির ট্যাবলেট এবং পিলেট ফিল্ড ক্যাপসুলের উপকারী দিকগুলোর সবই পাওয়া যায় ।

নেক্সাম মাপস্ কিসের ঔষধ

ইসোমিপ্রাজল পাকস্থলীর প্যারাইটাল কোষের হাইড্রোজেন – পটাশিয়াম অ্যাডিনোসিন ট্রাইফসফেট ( যা প্রোটন পাম্প নামে পরিচিত ) এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে এসিড নিঃসরণ বন্ধ করে ।

ইসোটিড মাপস্ কিভাবে কাজ করে

ইসোমিপ্রাজল সেবনের পর এটি অস্ত্রে শোষিত হয় এবং ১.৫ ঘন্টার মধ্যেই রক্তরসে এর উপস্থিতি পরিলক্ষিত হয় । অন্ত্রের খাদ্যদ্রব্যাদি ইসোমিপ্রাজলের আন্ত্রিক শোষণকে বাধাগ্রস্ত করে না । শতকরা ৯৭ % রক্তরসের আমিষ উপাদানের সাথে আবদ্ধ হয় । ইহা সাইটোক্রোম পি -৪৫০ এনজাইম কর্তৃক লিভারে মেটাবোলাইজ্‌ড হয়ে থাকে । মুখে সেবনের পর প্রায় ৮০ % ওষুধ মূত্রের মাধ্যমে এবং অবশিষ্ট অংশ মলের সাথে নিষ্কাশিত হয় ।

ইরোরাল মাপস্ এর উপাদান

ইসোরাল মাপস্ ২০ ট্যাবলেট : প্রতিটি ট্যাবলেটে রয়েছে ইসোমিপ্রাজল এন্টেরিক কোটেড মাপস্ পিলেটস্ ১৩৩.৩৩ মিগ্রা যা ইসোমিপ্রাজল ইউএসপি ২০ মিগ্রা – এর সমতুল্য । নেক্সাম মাপস্ ৪০ ট্যাবলেট : প্রতিটি ট্যাবলেটে রয়েছে ইসোমিপ্রাজল এন্টেরিক কোটেড মাপস্ পিলেটস্ ২৬৬.৬৭ মিগ্রা যা ইসোমিপ্রাজল ইউএসপি ৪০ মিগ্রা – এর সমতূল্য ।

ম্যাক্সপ্রো মাপস কিসের ঔষধ

● গ্যাস্ট্রোইসোফেজিয়েল রিফ্লাক্স ডিজিজ ( জিইআরডি )
• হেলিকোব্যাক্টর পাইলোরির চিকিৎসায়
• যে সকল রোগী ননস্টেরয়ডাল প্রদাহরোধী ওষুধ খেয়ে থাকে
গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসার
• জোলিনজার – এলিসন সিনড্রোম

ইসোবেস্ট মাপস্ খাওয়ার নিয়ম

ট্যাবলেটটি এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন । ট্যাবলেটটি চুষে অথবা কামড় দিয়ে খাবেন না । যদি রোগীর ওষুধ গিলে খেতে অসুবিধা হয় তাহলে ট্যাবলেটটি এক গ্লাস পানিতে রাখুন । তারপর পানি ঠিকমত নাড়ুন যাতে ট্যাবলেটটি গলে যায় । মিশ্রণটি ৩০ মিনিটের মধ্যে খেতে হবে । ট্যাবলেটটি খাবারের আগে ও পরে খাওয়া যেতে পারে ।

প্রতি নির্দেশনা : ইসোমিপ্রাজল বা এই প্রস্তুতির যে কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে সেবন করা উচিত নয় ।
পার্শ্বপ্রতিক্রিয়া : মৃদু ও অস্থায়ী পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা , ডায়রিয়া , বমিবমি ভাব , পেট ফাঁপা , তলপেটে ব্যথা ও কোষ্ঠ্যকাঠিন্য ।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার :

গর্ভাবস্থায় সাবধানতা অবলম্বন করতে হবে । এ ব্যাপারে পর্যাপ্ত ডাটা পাওয়া যায়নি । স্তন্যদানকালে মায়েদের ক্ষেত্রে মাতৃদুগ্ধের সাথে ইসোমিপ্রাজল নিঃসৃত হয় কিনা তা জানা যায় নি ।
সতর্কতাঃ যে সকল রোগীদের লিভার ও কিডনির সমস্যা আছে তাদের সেবন করা উচিত নয় ।

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :

ইসোমিপ্রাজল CYP2C19 কার্যকারিতা কমায় । যে সকল ওষুধ CYP2C19 দ্বারা বের হয়ে যায় তাদের সাথে প্রতিক্রিয়া দেখা যেতে পারে ।
মাত্রাধিক্য : ইসোমিপ্রাজল উচ্চমাত্রায় ব্যবহারেও তেমন কোন লক্ষণ পরিলক্ষিত হয়নি । উচ্চমাত্রায় ব্যবহারে উপসর্গের লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে হবে ।

বিঃদ্রঃ- আমরা একেক টাইটেল এ একেকটা নাম ব্যাবহার করেছি, তার কারন সবগুলো নাম সম্পর্কে যেন আপনারা পরিচিত হতে পারেন। নিচে আরও কিছু সেইম ঔষধের নাম লিখে দিচ্ছি।

Trade NameCompany
Esobest Mups 20/40 mgSharif Pharma
Esoprex MUPS 20Beacon Pharma
Esoral MUPS 20Eskayef Pharma
Maxima MUPS 20/40 mgAcme Lab
Nexum MUPS 20/40 mgSquare Pharma

আরও পড়ুন – ব্যথার ট্যাবলেট এর নাম কি জেনে নিন | Pain Killer

প্রোবায়োটিক ক্যাপসুলের উপকারিতা ও খাওয়ার নিয়ম

মোনাস ১০ কি কাজ করে খাওয়ার নিয়মসহ | Monas 10 tablet

ডিলিটা ফ্রেনজিট ট্যাবলেট কি কাজ করে | Frenxit

কোন রোগের জন্য কি ঔষধ খাবেন | First Aid

ঘুমের ঔষধের নাম কি | খাওয়ার নিয়মসহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X