নিউরো বি ট্যাবলেট কি কাজ করে | নাম ও খাওয়ার নিয়ম
প্রতিটি নিউরো বি ট্যাবলেটে রয়েছে থায়ামিন মনোনাইট্রেট ( ভিটামিন বি ১ ) ইউএসপি ১০০ মি.গ্রা .
পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড ( ভিটামিন বি ৬ ) ইউএসপি ২০০ মি.গ্রা .
সায়ানোকোবালামিন ( ভিটামিন বি ১২ ) ইউএসপি ২০০ মাইক্রোগ্রাম ।
নিউকস বি ট্যাবলেট এর উপকারীতা
নিউকস – বি ভিটামিন বি ১ ( থায়ামিন ) , ভিটামিন বি ৬ ( পাইরিডক্সিন ) ও ভিটামিন বি ১২ ( সায়ানোকোবালামিন ) এর সমন্বয়ে গঠিত । এই সব ভিটামিন স্নায়ুতন্ত্রের বিপাকে কো – এনজাইম হিসেবে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে । এজন্য নিউরো ভিটামিন স্নায়ুকোষের বিপাককে স্বাভাবিক করে । এসব ভিটামিন বিপাক ও প্রাকৃতিক পুনর্গঠন প্রক্রিয়াকে সক্রিয় করার মাধ্যমেও নার্ভ ফাইবার এবং মাইলিন সিথ পুনর্গঠন করে । পাশাপাশি এসব ভিটামিন শরীর পুনর্গঠনে ও ব্যথা নিরাময়ে ভূমিকা পালন করে ।
Neurocare ট্যাবলেট কি কাজ করে
Neurocare ট্যাবলেট ভিটামিন বি ১ , ভিটামিন বি ৬ ও ভিটামিন বি ১২ এর অভাবজনিত রোগসমূহে নির্দেশিত ।
এছাড়াও নিম্নোক্ত চিকিৎসাতে ইহা নির্দেশিত
• ডায়াবেটিক নিউরোপ্যাথী ফেসিয়াল নিউরালজিয়া
• স্পাইন এর ব্যথা পেরিফেরাল নিউরালজিয়া
• লাম্বাগো ইন্টারকোস্টাল নিউরালজিয়া
• মায়ালজিয়া
• সায়াটিকা
Neobion Tablet খাওয়ার নিয়ম
দিনে ১-৩ টি ট্যাবলেট দেয়া যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শে সেব্য । সাধারনত ডাক্তারগন ১টি করে বোস্ট ট্যবলেট দিনে ২ বার খাওয়ার পরামর্শ দেন। তবে রোগের তীব্রতা অনুযায়ী দৈনিক ৩ বার সেবন করা যায়।
পার্শ্ব – প্রতিক্রিয়া অতিসংবেদনশীল বিক্রিয়া খুব কম ক্ষেত্রে হয় এবং সংবেদনশীলতার উপদ্রব হতে পারে ।
প্রতিনির্দেশনা যে সকল রোগী লেভোডোপা গ্রহন করছে এবং যাদের যে কোন একটি সক্রিয় উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় ।
বোস্ট ট্যাবলেট এর সতর্কতা
নিওবিয়ন ট্যাবলেটে থায়ামিন , কোবাল্ট অথবা এই প্রস্তুতির অন্য কোন উপাদানের প্রতি সংবেদনশীল হলে পরিহার করা উচিত । স্পাইনাল কর্ডের সাবঅ্যাকিউট ডিজেনারেশনের উপসর্গের সম্ভাবনা থাকার কারনে রোগ নির্ণয় ব্যতীত সায়ানোকোবালামিন ব্যবহার করা উচিত নয় ।
সলবিয়ন ট্যাবলেট গর্ভাবস্থায় ব্যবহার
সলবিয়ন ট্যাবলেট গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ । মাতৃদুগ্ধদানকালে ব্যবহার থায়ামিন বুকের দুধে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি, কিন্তু মাতৃদুগ্ধদান কালে সতর্কতার সাথে গ্রহন করা উচিত । দুগ্ধদানকালীন মায়েদের ক্ষেত্রে ভিটামিন বি ৬ ও ভিটামিন বি ১২ ব্যবহারে কোন প্রকার বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
শিশুদের ক্ষেত্রে ব্যবহার উচ্চমাত্রায় ভিটামিন – বি কমপ্লেক্স থাকায় , নিউরো মেডিসিন জাতীয় ট্যাবলেট শিশুদের জন্য উপযোগী নয় ।
বিঃ দ্রঃ – আপনারা লক্ষ করেছেন হয়ত, আমরা একেক স্থানে একেক নামের নিউরো মেডিসিন ট্যাবলেটের নাম ব্যাবহার করেছি। সবগুলো একই ধরনের ঔষধ। নিন্মে আরো কিছু ঔষধের সাথে পরিচয় করিয়ে দেই। সবগুলোই ভিটামিন বি ১, বি ৬ ও বি ১২
Trade Name | Company |
B126 Tablet | Popular Pharma |
Becobion Tablet | Beacon Pharma |
Bionic Tablet | Pharmasia Ltd |
Bost Tablet | General Pharma |
Myelin Tablet | Opsonin Pharma |
Neobion Tablet | Aristopharma |
Nerbo Tablet | Sharif Pharma |
Nerbo b Tablet | Apex Pharma |
Neuralgin Tablet | Ibn sina Pharma |
Neuro B Tablet | Square Pharma |
আরও পড়ুন –
মোনাস ১০ কি কাজ করে খাওয়ার নিয়মসহ | Monas 10 tablet
ডিলিটা ফ্রেনজিট ট্যাবলেট কি কাজ করে | Frenxit
কোন রোগের জন্য কি ঔষধ খাবেন | First Aid
সোলাস ট্যাবলেট কিসের ঔষধ | Solas Tablet 100
Sex Tablet For Men | সেক্স এর ট্যাবলেট
ম্যাক্সপ্রো মাপস কি কাজ করে | Mexpro Mups 20