সিনারন প্লাস ট্যাবলেট কিসের ঔষধ | Cinaron Plus Tablet
সিনারন গ্লাস ট্যাবলেট – প্রতিটি ট্যাবলেটে আছে সিনারিজিন বিপি ২০ মি.গ্রা . এবং ডাইমেনহাইড্রিনেট ইউএসপি ৪০ মি.গ্রা .। জেনে নিন সিনারন প্লাস ট্যাবলেট কি কাজ করে ও খাওয়ার নিয়ম
Cinaron Plus tablet এর কাজ কি
সিনারন® গ্লাস ট্যাবলেটে আছে সিনারিজিন এবং ডাইমেনহাইড্রিনেট ।মস্তিষ্কের কেন্দ্রীয় ও পারিপার্শ্বিক ( পেরিফেরাল ) রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত বিভিন্ন রোগ ও উপসর্গের দ্রুত চিকিৎসায় সিনারিজিন অত্যন্ত কার্যকরী এবং রক্ত চলাচলের অসুবিধাহেতু সৃষ্ট মাথাব্যথা , যেমন- মাইগ্রেনের আক্রমণ থেকে রোগীকে রক্ষা করে ।
সিনারন প্লাস ট্যাবলট এর কি কাজ করে
সিনারিজিন মস্তিষ্কের রক্ত চলাচলের সময়কে স্বাভাবিক অবস্থায় আনে এবং মস্তিষ্কের বিভিন্ন প্রকার রক্ত পরিবহন অসুবিধায় রক্ত সঞ্চালনকে ত্বরান্বিত করে । রক্তনালীর বিভিন্ন রোগে ধর্মনীর সঙ্কোচনকে সিনারিজিন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে । সিনারিজিন প্রকৃতপক্ষে আক্রান্ত অংশে রক্ত সঞ্চালনের মাত্রাকে বাড়িয়ে দেয় । সামগ্রিকভাবে পায়ের মাংসপেশীতে রক্ত সঞ্চালনের বিঘ্ন ঘটলে যে ব্যথা ও অবসন্নতার সৃষ্টি হয় , তা থেকে রোগীকে সিনারিজিন পায়ে আক্রান্ত স্থানে ক্ষত উপশম এর সময়কে কমিয়ে দেয়, যার ফলে ক্ষতস্থান দ্রুত সেরে উঠে ।
সিনারন প্লাস ট্যাবলেট কি রোগের ঔষধ
এছাড়া সিনারিজিন শ্রবণ যন্ত্রের বিভিন্ন অসুবিধায় , যেমন- ভার্টিগো , টিনিটাস এবং অন্যান্য অটোনমিক উপসর্গ , যেমন- বমি , বমিবমি ভাব , হাত ও পায়ের তালু ঠাণ্ডা হয়ে গেলে ব্যবহার করা যায় । ডাইমেনহাইড্রিনেট এ্যান্টিহিস্টামিন ও এ্যান্টিকোলিনার্জিক বৈশিষ্ট্য বহন করে । ইহা কেমোরিসেপ্টর ট্রিগার জোনকে প্রভাবিত করার মাধ্যমে বমি ও ঘূর্ণিরোগ প্রশমিত করে ।
সিনারন প্লাস ট্যাবলট এর কার্য্যকারিতা
মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত অসুবিধা সমূহ
- মস্তিষ্কের রক্তহীন নালিকার সংকোচন বা প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট অবসন্নতা , ঝিমুনি , কানে ভোঁ ভোঁ শব্দ , মাথা ব্যথা , অনিদ্রা , স্মরণশক্তি লোপ পাওয়া , অমনোযোগিতা এবং বয়োঃবৃদ্ধিজনিত বিভিন্ন উপসর্গসমূহ ।
- মাথায় আঘাত পাওয়ার কারণে সৃষ্ট বিভিন্ন উপসর্গসমূহ ।
- পোষ্ট আপপ্লেকটিক ব্যাধি ।
- মাইগ্রেন ।
পেরিফেরাল রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত অসুবিধাসমূহ
মাংসপেশীর তীব্র অনৈচ্ছিক আক্ষেপ এবং রক্তনালিকার বিভিন্ন কারণে সংকুচিত হওয়ার ফলে সৃষ্ট উপসর্গসমূহ , যেমন- গ্যাংগ্রিন – এর পূর্ববর্তী অবস্থায় , রাত্রিকালীন খিঁচুনি , হাত ও পায়ের তালু ঠাণ্ডা হয়ে যাওয়া , অবসন্নতা , ভেরিকোস সৃষ্ট ক্ষত ।
ভারসাম্যহীনতা সৃষ্ট উপসর্গ
- কানের লেবিরিন্থ এর রক্তনালী সংকোচনের জন্য কানের অস্বস্তিবোধ , মাথাঘোরা , কানে কম শোনা , মাথা ঝিম ঝিম করা , কানে অস্বস্তিকর শব্দ শোনা , অনিচ্ছাকৃত চোখ ঘোরা , বমিভাব বা বমি হওয়া ।
- ভ্রমণ জনিত অসুস্থতায় ।
সিনারন প্লাস ট্যাবলেট খাওয়ার নিয়ম
সাধারণ বয়স্ক মাত্রা – ১ টি ট্যাবলেট দিনে ৩ বার খাবারের পর । অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ।
১৮ বছরের নিচে শিশুদের জন্য নির্দেশিত নয় ।
Cinaron plus tablet এর প্রতি নির্দেশনা ও পার্শ্ব – প্রতিক্রিয়া
বিশেষজ্ঞদের জানা মতে কোনরূপ অনুপযোগিতা এখনো জানা যায়নি , তবে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে ঘুমঘুম ভাব বা কিমুনি এবং পরিপাকতন্ত্রের অস্বাচ্ছন্দ্য কদাচিৎ দেখা দিতে পারে । সঠিক গ্রহণমাত্রা নির্ণীত হলে এবং পরিমিত মাত্রায় নিয়মিত সেবনে এসব অসুবিধা থাকে না ।
অন্যসকল নির্দেশিত ওষুধের সাথেও সিনারিজিন ও ডাইমেনহাইড্রিনেটের সমন্বয় খাওয়ানো যায় ।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার
গর্ভাবস্থায় সিনারিজিন ও ডাইমেনহাইড্রিনেটের সমন্বয় নিরাপদ কিনা তা ভালোভাবে জানা যায়নি । স্তন্যদানকালে : সিনারিজিন ও ডাইমেনহাইড্রিনেটের সমন্বয় মাতৃদুগ্ধে নিঃসৃত হয় তাই স্তন্যদানকালে এটার ব্যবহার না করাই উত্তম ।
সিনারিজিন ও ডাইমেনহাইড্রিনেট জাতীয় ট্যাবলেটের আরও কিছু ঔষধের নাম জেনে নিন
Trade Name | Company |
Artigo | ACI Ltd |
Cinaron Plus | Square Pharma |
Cinaryl Plus | Opsonin Pharma |
Cinazin Plus | Ibn Sina Pharma |
Revert | Incepta Pharma |
আরও পড়ুন –
কোন রোগের জন্য কি ঔষধ খাবেন | First Aid
সোলাস ট্যাবলেট কিসের ঔষধ | Solas Tablet 100
Sex Tablet For Men | সেক্স এর ট্যাবলেট
ম্যাক্সপ্রো মাপস কি কাজ করে | Mexpro Mups 20
প্রোবায়োটিক ক্যাপসুলের উপকারিতা ও খাওয়ার নিয়ম
Vectra Tablet ( ভেকট্রা ট্যাবলেট ) কি কাজ করে