ঔষধ পরিচিতিস্বাস্থ্য টিপস

সিনারন প্লাস ট্যাবলেট কিসের ঔষধ | Cinaron Plus Tablet

সিনারন গ্লাস ট্যাবলেট – প্রতিটি ট্যাবলেটে আছে সিনারিজিন বিপি ২০ মি.গ্রা . এবং ডাইমেনহাইড্রিনেট ইউএসপি ৪০ মি.গ্রা .। জেনে নিন সিনারন প্লাস ট্যাবলেট কি কাজ করে ও খাওয়ার নিয়ম

Cinaron Plus tablet এর কাজ কি

সিনারন® গ্লাস ট্যাবলেটে আছে সিনারিজিন এবং ডাইমেনহাইড্রিনেট ।মস্তিষ্কের কেন্দ্রীয় ও পারিপার্শ্বিক ( পেরিফেরাল ) রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত বিভিন্ন রোগ ও উপসর্গের দ্রুত চিকিৎসায় সিনারিজিন অত্যন্ত কার্যকরী এবং রক্ত চলাচলের অসুবিধাহেতু সৃষ্ট মাথাব্যথা , যেমন- মাইগ্রেনের আক্রমণ থেকে রোগীকে রক্ষা করে ।

সিনারন প্লাস ট্যাবলট এর কি কাজ করে

সিনারিজিন মস্তিষ্কের রক্ত চলাচলের সময়কে স্বাভাবিক অবস্থায় আনে এবং মস্তিষ্কের বিভিন্ন প্রকার রক্ত পরিবহন অসুবিধায় রক্ত সঞ্চালনকে ত্বরান্বিত করে । রক্তনালীর বিভিন্ন রোগে ধর্মনীর সঙ্কোচনকে সিনারিজিন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে । সিনারিজিন প্রকৃতপক্ষে আক্রান্ত অংশে রক্ত সঞ্চালনের মাত্রাকে বাড়িয়ে দেয় । সামগ্রিকভাবে পায়ের মাংসপেশীতে রক্ত সঞ্চালনের বিঘ্ন ঘটলে যে ব্যথা ও অবসন্নতার সৃষ্টি হয় , তা থেকে রোগীকে সিনারিজিন পায়ে আক্রান্ত স্থানে ক্ষত উপশম এর সময়কে কমিয়ে দেয়, যার ফলে ক্ষতস্থান দ্রুত সেরে উঠে ।

সিনারন প্লাস ট্যাবলেট কি রোগের ঔষধ

এছাড়া সিনারিজিন শ্রবণ যন্ত্রের বিভিন্ন অসুবিধায় , যেমন- ভার্টিগো , টিনিটাস এবং অন্যান্য অটোনমিক উপসর্গ , যেমন- বমি , বমিবমি ভাব , হাত ও পায়ের তালু ঠাণ্ডা হয়ে গেলে ব্যবহার করা যায় । ডাইমেনহাইড্রিনেট এ্যান্টিহিস্টামিন ও এ্যান্টিকোলিনার্জিক বৈশিষ্ট্য বহন করে । ইহা কেমোরিসেপ্টর ট্রিগার জোনকে প্রভাবিত করার মাধ্যমে বমি ও ঘূর্ণিরোগ প্রশমিত করে ।

সিনারন প্লাস ট্যাবলট এর কার্য্যকারিতা

মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত অসুবিধা সমূহ

  • মস্তিষ্কের রক্তহীন নালিকার সংকোচন বা প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট অবসন্নতা , ঝিমুনি , কানে ভোঁ ভোঁ শব্দ , মাথা ব্যথা , অনিদ্রা , স্মরণশক্তি লোপ পাওয়া , অমনোযোগিতা এবং বয়োঃবৃদ্ধিজনিত বিভিন্ন উপসর্গসমূহ ।
  • মাথায় আঘাত পাওয়ার কারণে সৃষ্ট বিভিন্ন উপসর্গসমূহ ।
  • পোষ্ট আপপ্‌লেকটিক ব্যাধি ।
  • মাইগ্রেন ।

পেরিফেরাল রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত অসুবিধাসমূহ

মাংসপেশীর তীব্র অনৈচ্ছিক আক্ষেপ এবং রক্তনালিকার বিভিন্ন কারণে সংকুচিত হওয়ার ফলে সৃষ্ট উপসর্গসমূহ , যেমন- গ্যাংগ্রিন – এর পূর্ববর্তী অবস্থায় , রাত্রিকালীন খিঁচুনি , হাত ও পায়ের তালু ঠাণ্ডা হয়ে যাওয়া , অবসন্নতা , ভেরিকোস সৃষ্ট ক্ষত ।

ভারসাম্যহীনতা সৃষ্ট উপসর্গ

  • কানের লেবিরিন্থ এর রক্তনালী সংকোচনের জন্য কানের অস্বস্তিবোধ , মাথাঘোরা , কানে কম শোনা , মাথা ঝিম ঝিম করা , কানে অস্বস্তিকর শব্দ শোনা , অনিচ্ছাকৃত চোখ ঘোরা , বমিভাব বা বমি হওয়া ।
  • ভ্রমণ জনিত অসুস্থতায় ।

সিনারন প্লাস ট্যাবলেট খাওয়ার নিয়ম

সাধারণ বয়স্ক মাত্রা – ১ টি ট্যাবলেট দিনে ৩ বার খাবারের পর । অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ।
১৮ বছরের নিচে শিশুদের জন্য নির্দেশিত নয় ।

Cinaron plus tablet এর প্রতি নির্দেশনা ও পার্শ্ব – প্রতিক্রিয়া

বিশেষজ্ঞদের জানা মতে কোনরূপ অনুপযোগিতা এখনো জানা যায়নি , তবে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে ঘুমঘুম ভাব বা কিমুনি এবং পরিপাকতন্ত্রের অস্বাচ্ছন্দ্য কদাচিৎ দেখা দিতে পারে । সঠিক গ্রহণমাত্রা নির্ণীত হলে এবং পরিমিত মাত্রায় নিয়মিত সেবনে এসব অসুবিধা থাকে না ।
অন্যসকল নির্দেশিত ওষুধের সাথেও সিনারিজিন ও ডাইমেনহাইড্রিনেটের সমন্বয় খাওয়ানো যায় ।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার

গর্ভাবস্থায় সিনারিজিন ও ডাইমেনহাইড্রিনেটের সমন্বয় নিরাপদ কিনা তা ভালোভাবে জানা যায়নি । স্তন্যদানকালে : সিনারিজিন ও ডাইমেনহাইড্রিনেটের সমন্বয় মাতৃদুগ্ধে নিঃসৃত হয় তাই স্তন্যদানকালে এটার ব্যবহার না করাই উত্তম ।

সিনারিজিন ও ডাইমেনহাইড্রিনেট জাতীয় ট্যাবলেটের আরও কিছু ঔষধের নাম জেনে নিন

Trade NameCompany
ArtigoACI Ltd
Cinaron Plus Square Pharma
Cinaryl PlusOpsonin Pharma
Cinazin PlusIbn Sina Pharma
RevertIncepta Pharma

আরও পড়ুন

কোন রোগের জন্য কি ঔষধ খাবেন | First Aid

সোলাস ট্যাবলেট কিসের ঔষধ | Solas Tablet 100

Sex Tablet For Men | সেক্স এর ট্যাবলেট

ম্যাক্সপ্রো মাপস কি কাজ করে | Mexpro Mups 20

প্রোবায়োটিক ক্যাপসুলের উপকারিতা ও খাওয়ার নিয়ম

Vectra Tablet ( ভেকট্রা ট্যাবলেট ) কি কাজ করে

নিউরো মেডিসিন ট্যাবলেট কি কাজ করে | নাম ও খাওয়ার নিয়ম

বেক্লো ১০ ট্যাবলেট কি কাজ করে ও খাওয়ার নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X