ঔষধ পরিচিতি

বেক্লো ১০ ট্যাবলেট কি কাজ করে ও খাওয়ার নিয়ম

Baklo 10 Tablet কিসের ঔষধ

ব্যাক্লোফেন হলো এক ধরনের মাসল্ (মাংস পেশী) রিলাক্সেন্ট এবং এন্টিস্পাসটিক (ব্যাথানাশক) এজেন্ট ।

বেক্লো ১০ ট্যাবলেট এর উপকারীতা ও পরিমান।

গাবা – বি রিসেপ্টরকে উদ্দীপ্ত করার মাধ্যমে ব্যাক্লোফেন সাধারণত মনোসিনেপটিক ও পলিসিনেপটিক রিফ্লেক্সকে প্রতিহত করে যা প্লুটামে ও এসপারটেট এর সংশ্লেষণে বাধ্য দান করে । উপরন্তু ব্যাক্লোফেন কশেরুকার মধ্যবর্তী স্থানে কাজ করার মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে অবসাদ করে দেয় । ব্যাক্লোফেন নসিসেপটিভ উদ্দীপনাকেও প্রতিহত করে ।
উপাদান : বেক্লো ৫ মিগ্রা ট্যাবলেট : প্রতিটি ট্যাবলেটে আছে ব্যাক্লোফেন বিপি ৫ মিগ্রা । বেক্নো ১০ মিগ্রা ট্যাবলেট : প্রতিটি ট্যাবলেটে আছে ব্যাক্লোফেন বিপি ১০ মিগ্রা । বেক্লো ২৫ মিগ্রা ট্যাবলেট : প্রতিটি ট্যাবলেটে আছে ব্যাক্লোফেন বিপি ২৫ মিগ্রা । বেক্নো ১০০ মিলি ওরাল সলিউশন : প্রতি ৫ মিলি এ আছে ব্যাক্লোফেন বিপি ৫ মিগ্রা ।

Beklo 10 Tablet এর কাজ কি

● মাল্টিপোল স্ক্লেরোসিস দ্বারা সৃষ্ট স্পাসটিসিটি
• ফ্রেক্সর স্পাজম এবং এর পাশাপাশি ব্যথা , ক্লোনাস এবং মাসকিউলার রিজিডিটি
• রিউমাটিক ডিজঅর্ডার দ্বারা সৃষ্ট স্কেলেটাল মাসল স্পাজম (মাংসপেশীর ব্যাথা)
• কশেরুকাতে আঘাত এবং কশেরুকার অন্যান্য সমস্যা
• সেরেব্রোভাসকিউলার দূর্ঘটনা অথবা নিওপ্লাসটিক অথবা ব্রেনের অন্যান্য সমস্যা

এছাড়াও মাইগ্রেনের ব্যথা, গ্যাস্ট্রিকের কারনে বুকে পিঠে ব্যথা হলে beklo 10 tablet ভাল কাজ করে।

বেক্লো ১০ ট্যাবলেট খাওয়ার নিয়ম

মাত্রা ও প্রয়োগ : বয়স্ক ও ১০ বছরের ঊর্ধ্বে ৫ মিগ্রা দিনে তিন বার খাবার আগে বা পরে , ধীরে ধীরে মাত্রা বাড়িয়ে সর্বোচ্চ ১০০ মিগ্রা পর্যন্ত গ্রহণ করা যায় ।
১০ বছরের নীচের শিশু : প্রাথমিকভাবে ২.৫ মিগ্রা ( ২.৫ মিলি ) দিনে ৪ বার এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী মাত্রা বৃদ্ধি করতে হবে । দৈনিক রক্ষনাবেক্ষন মাত্রা ১২ মাস- ২ বছর : ১০-২০ মিগ্রা ( ১০-২০ মিলি )
বয়স – ২ বছর- ৬ বছর হলে : ২০-৩০ মিগ্রা ( ২০-৩০ মিলি )
৬ বছর- ১০ বছর : ৩০-৬০ মিগ্রা ( ৩০-৬০ মিলি )

বেক্লো ১০ ট্যাবলেট যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না

এই ওষুধের যে কোন উপাদানের প্রতি সংবেদনশীল হলে ওষুধটি ব্যাবহার করা যাবেনা।

বেক্লো ১০ ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া :

সাধারণত লক্ষনীয় পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হলো- ঝিমুনি , বমি বমি ভাব , মনস্থির করতে না পারা , অবসাদ , দূর্বলতা , রক্তচাপ কমে যাওয়া ।
অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়ার মাঝে উল্লেখযোগ্য হলো – অবাস্তব কল্পনা , বিষণ্নতা , মাথা ব্যথা , কানে ভোঁ – ভোঁ শব্দ শোনা , পেশী দূর্বলতা , অস্পষ্ট কথা , মুখ শুকিয়ে যাওয়া , স্বাদ বিকৃতি , ডায়রিয়া অথবা শক্ত পায়খানা , কাঁপুনি , ঘুম না হওয়া , শ্বাসপ্রশ্বাসে অথবা হৃদযন্ত্রে সমস্যা ইত্যাদি ।

Beklo 10 Tablet গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

যারা গর্ভবতী অথবা গর্ভবতী হতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ব্যান্ড্রোফেনের নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় । সম্ভাব্য উপকারীতা ও সম্ভাব্য ক্ষতি বিবেচনা করে প্রয়োগ করা উচিত । স্তন্যদানকালে ব্যাক্লোফেন নির্দেশিত নয় ।

সতর্কতা : ঘুমের উদ্রেক হতে পারার কারনে গাড়ি অথবা অন্যান্য যন্ত্রপাতি অথবা অন্যান্য কাজ যেখানে মনোযোগের বিঘ্ন হলে সমস্যা হতে পারে সেসব ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত ।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : অ্যালকোহল , অন্যান্য সিএনএস ডিপ্রেসেন্ট , লিথিয়াম , ট্রাইসাইক্লিক এন্টিডিপ্রেসেন্ট , থেরাপি , আইবোপ্রোফেন ইত্যাদি । এন্টিহাইপারটেনসিভ মাত্রাধিক্য : অতিমাত্রায় গ্যাসট্রিক লিভেজ খুবই গুরুত্বপূর্ন ।

Baclofen Tablet জাতীয় বা এই গ্রুপের আরও কিছু ঔষধের নাম জেনে নিন

Trade NameCompanyMG
BacaidLabaid Pharma5/10 mg
BaclaxSilco Pharma10 mg
BaclofPacific Pharma5/10 mg
BacofenIbn Sina Pharma5/10 mg
bekloOpsonin Pharma5/10/25 mg
EasybakEuro Pharma10 mg
FlexibacBeacon Pharma5/10/25 mg & 100ml/100mg syrup

আরও পড়ুন –

মোনাস ১০ কি কাজ করে খাওয়ার নিয়মসহ | Monas 10 tablet

ডিলিটা ফ্রেনজিট ট্যাবলেট কি কাজ করে | Frenxit

কোন রোগের জন্য কি ঔষধ খাবেন | First Aid

সোলাস ট্যাবলেট কিসের ঔষধ | Solas Tablet 100

Sex Tablet For Men | সেক্স এর ট্যাবলেট

ম্যাক্সপ্রো মাপস কি কাজ করে | Mexpro Mups 20

প্রোবায়োটিক ক্যাপসুলের উপকারিতা ও খাওয়ার নিয়ম

Vectra Tablet ( ভেকট্রা ট্যাবলেট ) কি কাজ করে

নিউরো মেডিসিন ট্যাবলেট কি কাজ করে | নাম ও খাওয়ার নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
X